আঁধি কী | আঁধি কাকে বলে | What is andhi?

আঁধি: গ্রীষ্মকালে ভারত ও পাকিস্তানের মরুভূমি ও তার সংলগ্ন অঞ্চলে অপরাহ্নে যে প্রবল ধুলিঝড়ের সৃষ্টি হয় তাকে আঁধি বলে।

প্রভাবিত অঞ্চল: উত্তর পশ্চিম ভারতের বিশেষত রাজস্থানে এই প্রবল ধুলির ঝড় দেখা যায়।

উৎপত্তি: থর মরুভূমি সংলগ্ন অঞ্চলে গ্রীষ্মকালে প্রখর সৌরকিরনে গভীর নিম্নতম সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে চারিদিক থেকে বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং ঘূর্ণিঝড়ে সৃষ্টি করে। এই বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টি হয় না, তবে বাতাসের সঙ্গে মরুভূমির বালি মিলে ধুলি ঝড় সৃষ্টি হয়।

বৈশিষ্ট্য:
বৃষ্টি হয় না বলে প্রবল ধুলো ও বালি ওড়ে।
আঁধি ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০-৬০ কিমি হয়।
আঁধির প্রভাবে বৃষ্টি না হলেও উষ্ণতা কিছুটা হ্রাস পায়।

আরো পড়োঃ 

      কচ্ছের রণ কী?  -  CLICK HERE 

      দুন উপত্যকা কী?  -  CLICK HERE 

      কারেওয়া কী? -    CLICK HERE 

      কয়াল কী? -      CLICK HERE
Theme images by chuwy. Powered by Blogger.
close