দুন কী | দুন উপত্যকা কি (Doon Valley)
দুন উপত্যকা (Doon Valley): শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমাচল হিমায়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় দুন বলে।
উৎপত্তি: শিবালিক পর্বত মূল হিমালয়ের অনেক পরে সৃষ্টি হয়েছে। শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলি গতিরুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং তা পলি, বালি ও নুড়ি দ্বারা ভরাট হতে থাকে।
পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে ওই অংশে প্রশস্ত উপত্যকা সমভূমি গঠন করে।
বৈশিষ্ট্য:
1.
দুন উপত্যকা গুলি প্রায় সমতল প্রকৃতির হয়।
2.
এই উপত্যকা গুলি দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়।
3.
এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়।
উদাহরণ: উত্তরাখণ্ডের দেরাদুন হল ভারতের বৃহত্তম উপত্যকা (75 কিমি দীর্ঘ ও 15-20
কিমি চওড়া)। এছাড়া অন্যান্য আরো দুন উপত্যকা গুলি হল কোটা, চৌখাম্বা ও পাটলি।
পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে ওই অংশে প্রশস্ত উপত্যকা সমভূমি গঠন করে।