দুন কী | দুন উপত্যকা কি (Doon Valley)

দুন উপত্যকা (Doon Valley): শিবালিক পর্বতের উত্তরে শিবালিক হিমাচল হিমায়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় দুন বলে।
 
উৎপত্তি: শিবালিক পর্বত মূল হিমালয়ের অনেক পরে সৃষ্টি হয়েছে। শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি হিমাচল থেকে আগত নদীগুলি গতিরুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং তা পলি, বালি নুড়ি দ্বারা ভরাট হতে থাকে।
পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে ওই অংশে প্রশস্ত উপত্যকা সমভূমি গঠন করে।
 
বৈশিষ্ট্য:
1. দুন উপত্যকা গুলি প্রায় সমতল প্রকৃতির হয়।
 
2. এই উপত্যকা গুলি দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়।
 
3. এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়।
 
উদাহরণ: উত্তরাখণ্ডের দেরাদুন হল ভারতের বৃহত্তম উপত্যকা (75 কিমি দীর্ঘ 15-20 কিমি চওড়া) এছাড়া অন্যান্য আরো দুন উপত্যকা গুলি হল কোটা, চৌখাম্বা পাটলি।
Theme images by chuwy. Powered by Blogger.
close