লু কী | লু বলতে কী বোঝো | what is loo local wind?

লু: গ্রীষ্মকালে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে ভূ-পৃষ্ঠের সমান্তরালে পশ্চিম দিক থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে।

উৎপত্তি: গ্রীষ্মকালে প্রচন্ড সূর্যকিরণে উত্তর-পশ্চিম ভারতের বালুকাময় ভূপৃষ্ঠ অনেক উত্তপ্ত হয়ে পড়ে এবং বায়ুচাপের ঢাল বেশি হওয়ার ফলে বায়ু উষ্ণ ও শুষ্ক হয়ে ভূ-পৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়।

প্রভাবিত অঞ্চল: উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলির ওপর দিয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে পশ্চিম দিক থেকে এই লু প্রবাহিত হয়।

বৈশিষ্ট্য:
লু  এক প্রকার উষ্ণ ও শুষ্ক প্রকৃতির স্থানীয় বায়ু।
সকাল ১০ টার পর এই বায়ু প্রবাহিত হতে শুরু করে এবং দুপুরে গতিবেগ সর্বোচ্চ হয়।
এই বায়ুর প্রভাবে উষ্ণতা ৪০° থেকে ৫০° পর্যন্ত হয়ে থাকে।
প্রচন্ড গরমে প্রচুর মানুষ ও গবাদি পশু মারা যায় এবং গাছপালাও ঝলসে যায়।

Theme images by chuwy. Powered by Blogger.
close