পশ্চিমীঝঞ্ঝা কী | What is the Western disturbance?
উত্তর-পশ্চিম ভারতে শীতকালে মাঝেমাঝে দু-চার দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমীঝঞ্ঝা বলে।
নামকরণ: পশ্চিম দিক থেকে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে শীতের শান্ত হওয়া বিঘ্নিত হয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করে বলে একে পশ্চিমীঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়।
উৎপত্তি: শীতকালে ভূমধ্যসাগরে অঞ্চলে সৃষ্ট মধ্য-অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে ইরাক, ইরান ও পাকিস্তান প্রভৃতি দেশ অতিক্রম করে উত্তর-পশ্চিম ভারতে পৌঁছায় এবং বৃষ্টিপাত ও পার্বত্য এলাকায় তুষারপাত ঘটায়।
বৈশিষ্ট্য :
⏩ ভূমধ্যসাগর থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি করে।
⏩ উত্তর-পশ্চিম ভারতে হালকা বৃষ্টি ও তুষার পাত ঘটায়।
⏩ এর প্রভাবে শীতের প্রকোপ আরো বৃদ্ধি পায়।আরো পড়োঃ
কচ্ছের রণ কী? - CLICK HERE
দুন উপত্যকা কী? - CLICK HERE
কারেওয়া কী? - CLICK HERE
কয়াল কী? - CLICK HERE