কচ্ছের রণ কী
কচ্ছের রণ (Rann
of Kutch): কচ্ছপ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হল কচ্ছের রণ।
অর্থ: কচ্ছ শব্দের অর্থ হল জলাময় দেশ এবং রণ শব্দের অর্থ হল লবণাক্ত জলাভূমি।
অবস্থান: গুজরাটের কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি উত্তরে ক্ষুদ্র কচ্ছের রণ এবং পূর্ব ও দক্ষিণে বৃহৎ কচ্ছের রণ নামে পরিচিত।
সৃষ্টি: প্রবল ভূমিকম্পের ফলে অঞ্চলটি বসে গিয়ে জলাভূমি সৃষ্টি হয়েছে।
বৈশিষ্ট্য:
1. জলাভূমিটি লবণাক্ত ও অগভীর প্রকৃতির।
2. বর্ষাকালে প্রবল জোয়ারে সমুদ্রের জল ঢুকে পড়ে।
3. গ্রীষ্মকালে শুকিয়ে সাদা লবণময় বালি প্রান্তর তৈরি হয়।
4. লুনি, বোনাস প্রকৃতি নদীগুলি কচ্ছেরণের পতিত হওয়ায় এখানে প্রচুর নদী বাহিত পলিবালি সঞ্চিত হয়।
5. গ্রীষ্মকালে শুষ্ক অবস্থায় এই জলাভূমির মাঝে মাঝে আগাছা পূর্ণ ছোট ছোট টিলা দেখা যায়।
3. গ্রীষ্মকালে শুকিয়ে সাদা লবণময় বালি প্রান্তর তৈরি হয়।
5. গ্রীষ্মকালে শুষ্ক অবস্থায় এই জলাভূমির মাঝে মাঝে আগাছা পূর্ণ ছোট ছোট টিলা দেখা যায়।