কয়াল কী | Kayal

কয়াল (Kayal): কেরলের মালাবার উপকূলে লবণাক্ত জলের উপহ্রদ গুলিকে কয়াল বলা হয়।
 
উৎপত্তি: কেরলে মালাবার উপকূলে ভূ-আলোড়নের ফলে বারবার উত্থান নিমজ্জনের ফলে স্থলেভাগ দ্বারা প্রায় আবদ্ধ অসংখ্য জলাভূমি সৃষ্টি হয়েছে।
 
বৈশিষ্ট্য:
1. এগুলি স্থলভাগ দ্বারা প্রায় আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত।
 
2. এই কয়াল গুলি অগভীর দীর্ঘ প্রকৃতির হয়।
 
3. এগুলি লবণাক্ত জলের হ্রদ। 
 
4. কেরলের জলপথ পরিবহনে কয়াল গুলির গুরুত্ব অপরিসীম।
 
উদাহরণ: ভেম্বানাদ (ভারতের বৃহত্তম), অষ্টমুদি পুনামি।
Theme images by chuwy. Powered by Blogger.
close