কারেওয়া কী | Karewa
কারেওয়া: কাশ্মীর উপত্যকার প্রাচীন বলি দ্বারা গঠিত অনুভূমিক স্তরযুক্ত হ্রদসমভূমিকে স্থানীয় ভাষায় কারেওয়া বলে।
অবস্থান: পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
উৎপত্তি: প্রাচীনকালে এখানে সতীসার নামে একটি বড়ো হ্রদ ছিল। পরে বিভিন্ন ভূতাত্তিক যুগে হিমবাহ ও নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে হ্রদটি ভরাট হয়ে কাশ্মীর উপত্যকার সৃষ্টি হয়েছে। উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে।
বৈশিষ্ট্য:
1. কারেওয়া মূলত ধাপযুক্ত ভূমিভাগ।
2. এর উচ্চতা ১০০ থেকে ২০০ মিটার হয়।
3. প্রবেশ্য মৃত্তিকা স্তর দেখা যায়।
4. প্লিস্টোসিন উপযুগে কারেওয়া মৃত্তিকা সৃষ্টি হয়েছে।
5. সূক্ষ্ম পলি, কাদা, বালি ও বোল্ডার নিয়ে এই মৃত্তিকা গঠিত।
গুরুত্ব:
1.কারেওয়া মৃত্তিকা প্রায় অনুর্বর হলেও স্থানীয় জনসংখ্যার চাপে কৃষিকাজ করা হয়।
2. এই মাটিতে জাফরান চাষ খুব ভালো হয়।
3. আপেল, ওয়ালনাট ও আলমন্ড প্রভৃতি বিভিন্ন রকম ফল উৎপন্ন হয় এই মৃত্তিকায়।
1. দুন কী?
উত্তর: শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমাচল…. Click here
2. কচ্ছের রণ কী?
উত্তর: কচ্ছপ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হল কচ্ছের রণ… Click here
3. মরুস্থলী কি?
উত্তর: ভারতের পশ্চিমে থর মরুভূমির… Click here
উত্তর: কচ্ছপ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হল কচ্ছের রণ… Click here
উত্তর: ভারতের পশ্চিমে থর মরুভূমির… Click here