কারেওয়া কী | Karewa

কারেওয়া: কাশ্মীর উপত্যকার প্রাচীন বলি দ্বারা গঠিত অনুভূমিক স্তরযুক্ত হ্রদসমভূমিকে স্থানীয় ভাষায় কারেওয়া বলে।
 
অবস্থান: পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জাল হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
 
উৎপত্তি: প্রাচীনকালে এখানে সতীসার নামে একটি বড়ো হ্রদ ছিল। পরে বিভিন্ন ভূতাত্তিক যুগে হিমবাহ নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে হ্রদটি ভরাট হয়ে কাশ্মীর উপত্যকার সৃষ্টি হয়েছে। উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে।
 
বৈশিষ্ট্য:
1. কারেওয়া মূলত ধাপযুক্ত ভূমিভাগ
 
2. এর উচ্চতা ১০০ থেকে ২০০ মিটার হয়
 
3. প্রবেশ্য মৃত্তিকা স্তর দেখা যায়
 
4. প্লিস্টোসিন উপযুগে কারেওয়া মৃত্তিকা সৃষ্টি হয়েছে।
 
5. সূক্ষ্ম পলি, কাদা, বালি বোল্ডার নিয়ে এই মৃত্তিকা গঠিত।
 
গুরুত্ব:
1.কারেওয়া মৃত্তিকা প্রায় অনুর্বর হলেও স্থানীয় জনসংখ্যার চাপে কৃষিকাজ করা হয়
 
2. এই মাটিতে জাফরান চাষ খুব ভালো হয়
 
3. আপেল, ওয়ালনাট আলমন্ড প্রভৃতি বিভিন্ন রকম ফল উৎপন্ন হয় এই মৃত্তিকায়।
 

আরো পড়ুন:

Theme images by chuwy. Powered by Blogger.
close