অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য | Endogenic Exogenic Forces

অন্তর্জাত প্রক্রিয়ার: ভূ-অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে যে সমস্ত প্রক্রিয়া ভূত্বকের ওপর ক্রিয়া করে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে।
 
বহির্জাত প্রক্রিয়ার: ভূপৃষ্ঠে উপপৃষ্ঠীয় অংশে বাইরের যে সমস্ত প্রক্রিয়া কাজ করে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
 
অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য:
অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্যগুলি হল
 
1. প্রক্রিয়াসমূহ
অন্তর্জাত: ভূমিকম্প, অগ্নুৎপাত, পাতসঞ্চালন, পরিচলন স্রোত এবং মহীভাবক গিরিজনি আলোড়ন ইত্যাদি অন্তর্জাত প্রক্রিয়া।
 
বহির্জাত: আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয় এবং নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত।
 
2. শক্তির উৎস
অন্তর্জাত: ভূ-অভ্যন্তরস্থ প্রচন্ড তাপশক্তি এই প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস।
 
বহির্জাত: সৌরশক্তি হল এই প্রক্রিয়ার শক্তির মূল উৎস।
 
3. কার্যকাল
অন্তর্জাত: এই প্রক্রিয়া কখনো আকস্মিকভাবে কখনো বা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কাজ করে।
 
বহির্জাত: দীর্ঘ সময়ে ধীরে ধীরে কাজের ফলে ভূমিরূপ গঠিত হয়
 
4. প্রকৃতি
অন্তর্জাত: এটি ভু-অভ্যন্তরে সৃষ্ট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া।
 
বহির্জাত: এটি ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া।
 
5. ব্যাপ্তি
অন্তর্জাত: স্থানীয় বা আঞ্চলিকভাবে আন্তর্জাত প্রক্রিয়া প্রভাব বিস্তার করে। যেমন- ভূমিকম্প, অগ্নুৎপাত।
 
বহির্জাত: সমগ্র বিশ্বে ভূপৃষ্ঠের সর্বত্র এর প্রভাব সুবিস্তৃত। যেমন- অবরোহণ আরোহণ।
 
6. ভূমিরূপ
অন্তর্জাত: এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রাথমিক ভূমিরূপ (পর্বত, মালভূমি, সমভূমি) প্রভৃতি গড়ে ওঠে।
 
বহির্জাত: এই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে এবং শেষে তা পর্যায়িত ভূমিরূপে পরিণত হয়।
 
Theme images by chuwy. Powered by Blogger.
close