মরুস্থলী কি | Marusthali

মরুস্থলী: ভারতের পশ্চিমে থর মরুভূমির পশ্চিম অংশে অবস্থিত উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় মরুভূমি অঞ্চলটি মরুস্থলি নামে পরিচিত।
 
অর্থ: মরুস্থলি শব্দের অর্থ হল মৃতের দেশ
 
নামকরণ: এই বিচ্ছিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে শুধু বালি আর বালি এবং কোথাও কোন সবুজের চিহ্ন নেই। অত্যাধিক উষ্ণতা অতি অল্প বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে জীবনের অস্তিত্ব প্রায় নেই বলে এই অঞ্চলটি মরুস্থলী নামে পরিচিত।
 
অবস্থান: ভারতের পশ্চিম প্রান্তে পাঞ্জাবের দক্ষিণের কিছু অংশ রাজস্থানের আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমির পশ্চিম অংশ নিয়ে মরুস্থলী বিস্তৃত।
 
বৈশিষ্ট্য:
1. উষ্ণতা অত্যাধিক বেশি হয়ে থাকে
 
2. বৃষ্টিপাত অতি অল্প পরিমাণে হয়ে থাকে
 
3. অধিক উষ্ণতা স্বল্পবৃষ্টির জন্য প্রাণের অস্তিত্ব খুব বেশি দেখা যায় না।
 
4. ধ্রিয়ান দেখতে পাওয়া যায়।
 
5. তির্যক অনুদৈর্ঘ্য বালিয়াড়ি দেখা যায়।
 
6. প্লায়া মরুদ্যান দেখতে পাওয়া যায়।
Theme images by chuwy. Powered by Blogger.
close