কালবৈশাখী কী | Kalboishakhi ki

কালবৈশাখী ঝড় : গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল, মে মাসে পূর্ব ভারত ও বাংলাদেশে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে।

নামকরণ: গ্রীষ্মকাল অর্থাৎ মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে এই ঝড় প্রহিত হয় বলে এটির অপর নাম Norwester। 

উৎপত্তি : ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তার জন্য চারদিক থেকে বাতাস দুর্যোধনীতে এসে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে।

বৈশিষ্ট্য:
 1. কাল সকালে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ঝড় হয়।
 2. প্রধানত বিকেলে সন্ধ্যার সময় বজ্রবিদ্যুৎসহ এই ঝড় বৃষ্টি হয়। 
 3. কালবৈশাখীতে মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়ে থাকে।
 4. কালবৈশাখীর ফলে উষ্ণতা প্রায় ৫° থেকে ১০° কমে এবং আবহাওয়া আরামদায়ক হয়।
 5. এই ঝড়ের গতিবেগ প্রায় ঘন্টায় ৬০-৮০ কিমি হয়।

Theme images by chuwy. Powered by Blogger.
close