সবুজ বিপ্লবের সুফল ও কুফল | Green Revolution - Advantages and Disadvantages

বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তনকে। কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তনই হল সবুজ বিপ্লব।1940 থেকে 1970 খ্রিস্টাব্দের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বব্যাপী বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মেক্সিকো, ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রভৃতি উন্নয়নশীল দেশগুলিতে কৃষি উৎপাদন উৎপাদনশীলতার যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে, তাকে সবুজ বিপ্লব বলে।
 
  1968 খ্রিস্টাব্দে উইলিয়াম গাউড সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন।
 
সবুজ বিপ্লবের উপকরণ: সবুজ বিপ্লবের মুখ্য উপকরণ গুলি হলউচ্চ ফলনশীল বীজ, জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক ওষুধ উন্নত আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি
 

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব: 

ভারতের কৃষি উন্নতির উদ্দেশ্যে নরম্যান বোরলগের নেতৃত্বে এবং ভারতীয় কৃষি বিজ্ঞানীদের সহযোগিতায় ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 100 কেজি উচ্চফলনশীল গম বীজ পাঞ্জাব, হরিয়ানা উত্তরপ্রদেশের 7 টি জেলাতে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয় এবং দেখা যায় হেক্টরপ্রতি উৎপাদন আগের তুলনায় 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে। পরবর্তীকালে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সারের প্রয়োগ, কীটনাশকের ব্যবহার জলসেচের মাধ্যমে কৃষিজাত শস্যের উৎপাদন যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকে সবুজ বিপ্লব বলা হয়।
 

A. সবুজ বিপ্লবের সুফল বা প্রভাব:

সবুজ বিপ্লবের ফলে ভারতীয় কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে তার উল্লেখযোগ্য সুফল গুলি হল
1. শস্যের উৎপাদন বৃদ্ধি: সবুজ বিপ্লবের ফলে কৃষিজাত শস্যের উৎপাদন, বিশেষত গম ধানের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
 
2. হেক্টরপ্রতি উৎপাদন বৃদ্ধি: উচ্চ ফলনশীল বীজ কীটনাশক রাসায়নিক সার জলসেচের ব্যবহারে হেক্টরপ্রতি ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পায়।
 
3. কৃষি জমির সম্প্রসারণ: সবুজ বিপ্লবের ফলে কৃষিতে নতুন প্রযুক্তি আসার কারণে দেশে কৃষি জমির সম্প্রসারণ ঘটে। কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ঘটে এবং অনেক একফসলি জমি বহু ফসলি হয়ে ওঠে।
 
4. কৃষি প্রযুক্তির বিস্তার: সবুজ বিপ্লবের ফলে আধুনিক উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচ ব্যবস্থার উন্নতি, কীটনাশক রাসায়নিক সারের ব্যবহার প্রভৃতি কৃষি প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
 
5. কৃষকের আয় বৃদ্ধি: ফসল উৎপাদন বৃদ্ধির কারণে কৃষকের আয় বৃদ্ধি হয় এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। তবে প্রান্তিক মাঝারি কৃষকের তুলনায় বৃহৎ চাষীদের আয় বৃদ্ধি বেশি ঘটে।
 
6. কৃষি এবং কৃষকের উন্নতি সাধন: ফসল উৎপাদন বৃদ্ধির কারণে কৃষকের যে লাভ হয় সেই লাভাংশ দিয়ে কিছু আরো বেশি পরিমাণে সবুজ বিপ্লবের উপাদানসমূহ করে কৃষির উন্নতি ঘটায় এবং কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানেরও উন্নতি ঘটে।
 
7. খাদ্যশস্যের আমদানি হ্রাস: স্বাধীনতার সময় এবং সবুজ বিপ্লবের আগে পর্যন্ত ভারতকে বিদেশ থেকে অনেক খাদ্যশস্য আমদানি করতে হতো কিন্তু সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি হওয়ায় এই সমস্যার সমাধান হয়েছে।
 
8. কর্মসংস্থান বৃদ্ধি: সবুজ বিপ্লবের ফলে কৃষি যন্ত্রপাতির কারখানা, সার কারখানা সরাসরি কৃষিক্ষেত্রে কাজ করার সুযোগ ঘটে। বহু কৃষি গবেষণা কেন্দ্র কৃষি বিদ্যালয় স্থাপিত হয়, সেসব স্থানেও কর্মসংস্থানের সুযোগ ঘটে।
 
9. কৃষিভিত্তিক শিল্পের বিকাশ: সবুজ বিপ্লবের ফলে কৃষি ক্ষেত্রে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজ কাঁচামাল ব্যবহারের ফলে কৃষিভিত্তিক শিল্পের অগ্রগতি ঘটে। যেমন- চালকল, গমকল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এছাড়াও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রসার ঘটে।
 
10. কৃষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন: সবুজ বিপ্লবের আগে অধিকাংশ কৃষক ছিল অশিক্ষিত আর কারণে কৃষি আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা ছিল না। সবুজ বিপ্লবের ফলে গ্রামীণ শিক্ষার হার বৃদ্ধি পায় কৃষক আধুনিক কৃষি ব্যবস্থার বিষয়গুলি সম্পর্কে জানতে পারে এবং তার রপ্ত ব্যবহার করে তাদের চিরাচরিত ধরনের পরিবর্তন ঘটে এবং ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থার দিকে অগ্রসর হয়।
 
আরও পড়ুন:
    1. ঝুম চাষে পরিবেশগত সমস্যাগুলি - CLICK HERE
 
    3. স্থানান্তর কৃষি স্থায়ী কৃষির পার্থক্য- CLICK HERE
 
   2. নিবিড় কৃষি ব্যাপক কৃষির পার্থক্য - CLICK HERE
 

B. সবুজ বিপ্লবের কুফল বা সমস্যা:

সবুজ বিপ্লবের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি খাদ্য সমস্যার সমাধান কৃষিজাত শিল্পের বিকাশ কৃষকের সার্বিক উন্নতি  ইত্যাদি প্রাপ্তির পাশাপাশি বেশকিছু সমস্যাও দেখা যায়। সবুজ বিপ্লবের উল্লেখযোগ্য কুফল গুলি হল
 

I. অর্থ সামাজিক সমস্যা:

1. শস্য উৎপাদনে বৈষম্য: সবুজ বিপ্লবের প্রভাবে সারা ভারতজুড়ে সকল ফসলের উপর পড়েনি। সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব পড়েছে ধান গম উৎপাদনে। মিলেট তৈলবীজ উৎপাদনে মাঝারি প্রভাব পড়েছে এবং ডাল জাতীয় শস্য উপর এর প্রভাব খুবই সামান্য। আবার পাট কার্পাস উৎপাদনে এর কোনো প্রভাব পড়েনি।
 
2. আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি: ভারতের সর্বত্র সবুজ বিপ্লব সমানভাবে সাফল্য লাভ করেনি। ভারতের মাত্র 40 শতাংশ অঞ্চলে এর প্রভাব লক্ষ্য করা যায় এবং বাকি 60 শতাংশ অঞ্চল এর প্রভাব প্রায় নেই বললেই চলে। পাঞ্জাব, হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে সবুজ বিপ্লবে যতখানি উন্নতি ঘটেছে তা অন্যত্র হয়নি। ফলে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
 
3. শ্রেণিগত বৈষম্য বৃদ্ধি: সবুজ বিপ্লবের সুবিধাগুলি সবচেয়ে বেশি মাত্রায় পেয়েছে ধনী বৃহৎ চাষীরা। কিন্তু মাঝারি প্রান্তিক চাষীদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে কৃষকদের মধ্যে আয় ব্যয় ক্ষমতার অসমতা ঘটে।
 
4. অনিশ্চিত কর্মসংস্থান: সবুজ বিপ্লবের ফলে কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারে কর্মসংস্থান হয়েছে। ফলে বেকারত্ব সমস্যা সৃষ্টি হয়েছে।
 
5. দারিদ্র্যের প্রকোপ বৃদ্ধি: সবুজ বিপ্লবের ফলে আঞ্চলিক বৈষম্য, বিভিন্ন শ্রেণীর মানুষের আয়গত বৈষম্যের এবং উৎপাদন বৃদ্ধির জন্য উৎপন্ন খাদ্যশস্য দাম কমেছে। ফলে দারিদ্র্যের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
 
6. সামাজিক সমস্যা সৃষ্টি: সবুজ বিপ্লবের প্রভাবে বৃহৎ এবং মাঝারি প্রান্তিক চাষীদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কারণে সামাজিক দূরত্ব এবং বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে।
 
7. কৃষিতে যান্ত্রিকীকরণের অসুবিধা: সবুজ বিপ্লবের ফলে কৃষি ক্ষেত্রে অধিক মাত্রায় যান্ত্রিকীকরণের জন্য বিভিন্ন সময় দুর্ঘটনা দুর্ঘটনাজনিত সমস্যা সৃষ্টি হয়।

 
II. পরিবেশগত সমস্যা:

1. অরণ্যের বিনাশ: কৃষি জমির আয়তন বৃদ্ধির জন্য অরণ্যচ্ছেদন বৃদ্ধি পেয়েছে। এইজন্য পাঞ্জাব, হারিয়ানা, উত্তরপ্রদেশে বহু বনভূমি বিনাশ করা হয়েছে।
 
2. জীববৈচিত্র্যের বিনাশ: কৃষিতে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগের ফলে বহু কীটপতঙ্গ প্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে এবং বনভূমি ধ্বংস করে কৃষিজমির বিস্তারে অনেক জীব প্রজাতি বিলুপ্ত বা বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।
 
3. ভৌম জলতলের অবনমন: সবুজ বিপ্লবের ফলে কূপের মাধ্যমে অধিক মাত্রায় জলসেচের জন্য ভৌম জলতলের অবনমন বৃদ্ধি পেয়েছে এবং জলের প্রাকৃতিক যোগানের ভারসাম্য বিনষ্ট হয়েছে।
 
4. মাটির লবনতা বৃদ্ধি: সবুজ বিপ্লবে অতিরিক্ত মাত্রায় জলসেচের ফলে জমিতে বিভিন্ন খনিজের সঞ্চয় বৃদ্ধি হয়েছে। ফলে মাটির লবনতা ক্ষারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
 
5. জলদূষণ মৃত্তিকা অবনমন: কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং জলসেচের অতিরিক্ত জল বৃষ্টির ফলে পার্শ্ববর্তী জলাশয়ের জলদূষণ বৃদ্ধি পায়
 
6. ভূমিক্ষয়: সবুজ বিপ্লবে অতিরিক্ত ভূমিকর্ষণ, বনভূমির বিনাশ, কৃষি জমির আয়তন বৃদ্ধি এবং অতিরিক্ত জলসেচের ফলে ভূমিক্ষয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
 
7. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা: উচ্চ ফলনের জন্য সবুজ বিপ্লব অতিমাত্রায় রাসায়নিক সার কীটনাশক প্রয়োগের ফলে উৎপন্ন ফসলের বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মাত্রারিক্ত উপস্থিতির জন্য মানুষের মধ্যে বিভিন্ন রোগ এবং ক্যান্সারজাতীয় রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।
 
সবুজ বিপ্লবে আমাদের দেশে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি হলেও তার সাথে বিভিন্ন ক্ষয় ক্ষতির মাশুল দিতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তির চেয়ে ক্ষতির পরিমাণ এত বেশি যে আধুনিক কৃষি বিজ্ঞানীগণ সবুজ বিপ্লবকে বিপ্লব বলতে ইচ্ছুক নন।
 
পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশের সমগ্র অংশে সকল শ্রেণির মানুষের কাছে সবুজ বিপ্লবের বিস্তার করতে হবে


Theme images by chuwy. Powered by Blogger.
close