ব্যাপক কৃষির বৈশিষ্ট্য | Features of Extensive Agriculture

ব্যাপক কৃষির অবস্থান বৈশিষ্ট্য:

নাতিশীতোষ্ণ জলবায়ুর স্বল্প জনবহুল অঞ্চলে মূলত বাণিজ্যের উদ্দেশ্যে, অধিক মূলধন, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বল্প শ্রমিকের মাধ্যমে বিশাল পরিমাণ কৃষিজমিতে যে কৃষি ব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ ব্যাপক হারে দানাশস্য উৎপাদন করা হয়, সেই কৃষি পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে।

ব্যাপক কৃষির অবস্থান:

ব্যাপক কৃষির প্রধান অঞ্চলগুলি হল
 
A. উত্তর আমেরিকা:  আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেইরি তৃণভূমি কানাডায়।
 
B. দক্ষিণ আমেরিকা: দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অন্তর্গত আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে প্রভৃতি দেশে।
 
C. ইউরোপ এশিয়া: ইউরোপের ইউক্রেন, রাশিয়া এবং এশিয়ার উজবেকিস্তান, কাজাখাস্তান প্রভৃতি দেশ।
 
D. ওশিয়ানিয়া: অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার দক্ষিণ-পশ্চিম অংশ এবং নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি তৃণভূমি
 

ব্যাপক কৃষির বৈশিষ্ট্য:

ব্যাপক কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হল
 
1. প্রাকৃতিক পরিবেশ: মধ্যে অক্ষাংশের নাতিশীতোষ্ণ জলবায়ুতে ব্যাপক কৃষি কাজ করা হয়। বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলের চারনোজেম মৃত্তিকা ব্যাপক কৃষির উপযোগী হয়ে থাকে।
 
2. বৃহৎ কৃষিক্ষেত্র: ব্যাপক কৃষির অন্যতম বৈশিষ্ট্য হল বিশালায়তন কৃষিক্ষেত্র। কৃষি জমিগুলির আয়তন 300 থেকে 1500 হেক্টর পর্যন্ত হয়ে থাকে।
 
3. যন্ত্রনির্ভর কৃষিকাজ: এই কৃষি সম্পূর্ণভাবে যন্ত্রনির্ভর কৃষিকাজ। মাটি প্রস্তুত, বীজ বোনা, সার কীটনাশক প্রয়োগ, শস্য কাটা, শস্য ঝাড়াই গুদামজাত করা প্রভৃতি কাজের জন্য ট্রাক্টর, হারভেস্টার, থ্রেসার, ড্রিল পাওয়ার টিলার প্রভৃতি ভারী উন্নত মানের কৃষি যন্ত্রপাতি ব্যাপকভাবে ব্যবহার হয়।
 
4. শ্রমশক্তির স্বল্পতা: ব্যাপকতে অধিকাংশ কাজ যন্ত্রপাতির সাহায্যে করা হয় বলে খুব কম পরিমাণে শ্রমশক্তির প্রয়োজন হয়।
 
5. আধুনিক প্রযুক্তির ব্যবহার: ব্যাপকহারে ফসল উৎপাদনের জন্য এই কৃষিতে উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, রাসায়নিক সার, জলসেচ প্রভৃতি আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করা হয়।
 
6. অধিক মূলধন বিনিয়োগ: আধুনিক কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, রাসায়নিক সার, জলসেচ অন্যান্য কৃষি পরিষেবার জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়।
 
আরও পড়ুন:
    1. ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ- CLICK HERE
 
    3. নিবিড় কৃষির বৈশিষ্ট্য -                            CLICK HERE
 
   2. নিবিড় কৃষি ব্যাপক কৃষির পার্থক্য - CLICK HERE
 
 
7. উৎপন্ন ফসল: ব্যাপক কৃষি ব্যবস্থায় প্রধান ফসল হল গম। এছাড়াও কৃষক নিজেদের প্রয়োজনে জোয়ার, যব, বার্লি, ওট, সূর্যমুখী প্রভৃতি চাষ করে থাকে।
 
8. উৎপাদনশীলতা: এই কৃষি ব্যবস্থায় শস্যের হেক্টরপ্রতি উৎপাদন কম হলেও স্বল্প জনসংখ্যার জন্য মাথাপিছু উৎপাদন বেশি হয়ে থাকে।
 
9. একফসলি কৃষি: ব্যাপক কৃষি হয় মূলত একফসলি কৃষিব্যবস্থা। জমির ওপর চাপ বাড়লে কৃষিজমির পরিমাণ বাড়ানো সম্ভব।
 
10. উদ্বৃত্ত বাণিজ্য: স্বল্প জনসংখ্যার জন্য ব্যাপক কৃষিতে উদ্বৃত্ত শস্যের পরিমাণ বেশি, তা বাজারে প্রেরিত হয়। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপক কৃষি কাজ করা হয়।
 
11. বাজারের প্রভাব: এশিয়ার দেশগুলোতে খাদ্য সংকট মেটানোর জন্য ব্যাপককৃষির গম বলয় থেকে গম আমদানি করা হয়। ইউরোপ আমেরিকার মানুষের খাদ্যের জন্য ব্যবহৃত হয় এবং পশু খাদ্যের জন্য ভুট্টা, যব প্রভৃতি ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে চাহিদার ওপর ভিত্তি করে ব্যাপক কৃষি কাজ করা হয়।
 
12. বৈদেশিক মুদ্রা উপার্জন: ব্যাপক কৃষিতে কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কম হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে এই পণ্য রপ্তানি করতে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না। ফলে ব্যাপক কৃষিতে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন হয়।

Theme images by chuwy. Powered by Blogger.
close