স্থানান্তর কৃষি পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন

ঝুম চাষে পরিবেশগত সমস্যাগুলি:

প্রধানত যাযাবর উপজাতির আদিবাসী জনগোষ্ঠী ক্রান্তীয় এলাকায় উন্নত অঞ্চলে পাহাড় পর্বতের ঢাল বরাবর গাছপালা কেটে পুড়িয়ে জমি সাফ করে যে পরিযায়ী অর্থাৎ ঘুরে ঘুরে যে কৃষি কাজের মাধ্যমে উৎপাদন করে তাকে স্থানান্তর কৃষি বলে। এই কৃষিকাজ সম্পূর্ণরূপে প্রাকৃতিক পরিবেশ নির্ভর এবং পরিবেশের ওপর এর বিভিন্ন ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়।
উত্তর-পূর্ব ভারতে এই স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত

স্থানান্তর কৃষির পরিবেশগত সমস্যা:

স্থানান্তর কৃষি অর্থাৎ ঝূম চাষের প্রধান পরিবেশগত সমস্যাগুলি হল
 
1. বনভূমি হ্রাস তৃণভূমি সৃষ্টি: স্থানান্তর কৃষি কাজে নির্বিচারে বৃক্ষ ছেদন হয় বলে বনভূমির আয়তন ক্রমশ হ্রাস পাচ্ছে এবং মাটির খনিজ জৈব পদার্থ কমে যাওয়ায় পতিত জমিতে নিকৃষ্ট মানের তৃণভূমি সৃষ্টি হয়।
 
2. বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্যের ক্ষতি: এই কৃষিকাজে অরণ্য কেটে কৃষিজমি তৈরি করা হয় বলে স্থানীয়ভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় জীব বৈচিত্র হ্রাস পায়। বন্য জীবজন্তু নিরাপদ আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয় গাছপালা এবং জীবজন্তুর সংখ্যা কমে আসে।
 
3. ভূমিক্ষয় ধস্: স্থানান্তর কৃষিতে বনভূমি ধ্বংসের কারনে পাহাড় মালভূমির ঢালু ভূমিভাগে শিথিল মৃত্তিকা স্তরে বৃষ্টিপাত জনিত জলপ্রবাহে প্রবল ভূমিক্ষয় হয় এবং ধসের প্রবণতা বৃদ্ধি পায়।
 
4. বন্যার প্রকোপ বৃদ্ধি: এই কৃষিকাজে ভূমিক্ষয় বৃদ্ধি পাওয়ায় প্রচুর পরিমাণে মৃত্তিকা বৃষ্টির জলে বাহিত হয়ে নদী গুলিতে ক্রমাগত জমা হতে থাকে এবং নদীর গভীরতা হ্রাস করতে থাকে। ফলে ওই সমস্ত অঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি পায়।
 
5. মৃত্তিকার উর্বরতা হ্রাস: স্থানান্তর কৃষিতে ভূমিক্ষয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মৃত্তিকার শীর্ষস্তর থেকে জৈব পদার্থ পুষ্টি মৌল অপসারিত হয়, ফলে মৃত্তিকা অনুর্বর হয়ে পড়ে এবং মৃত্তিকার উৎপাদিকা শক্তি হ্রাস পায় অর্থাৎ যা কৃষিকাজের অনুপযুক্ত হয়ে যায়।
 
6. ভৌমজল হ্রাস: এই কৃষিকাজে বনভূমি ধ্বংসের কারণে ভূমিক্ষয়ের জন্য বৃষ্টির জলের পৃষ্ঠ প্রবাহ বৃদ্ধি পায় অনুস্রবন হ্রাস পায়। ফলে ভৌম জলের ভাণ্ডার কমে আসে।
 
7. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য হীনতা: স্থানান্তর কৃষিতে অতিরিক্ত বৃক্ষ ছেদনের ফলে স্থানীয়ভাবে উষ্ণতা বৃদ্ধি পায় বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় এবং বায়ুমন্ডলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হয়। সর্বোপরি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
 
স্থানান্তর কৃষিতে প্রাকৃতিক পরিবেশ উক্ত বিভিন্নভাবে বিঘ্নিত হয় এবং সর্বোপরি পরিবেশ দূষণ বৃদ্ধি পায়।
Theme images by chuwy. Powered by Blogger.
close