বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন
সিলিকন ভ্যালি কাকে বলে?
প্রকৃতি থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান হল সিলিকন যা ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পের মূল ভিত্তি। কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট তৈরির প্রধান উপাদান হলো সিলিকন। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্ল্যারা ভ্যালি অঞ্চলে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে। তাই ওই স্থানটিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি বলা হয়।ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু:
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে ভারতের সর্বাধিক ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এখানে দুটি প্রধান বৈদ্যুতিক শিল্প কেন্দ্র ইলেকট্রনিক সিটি (1978) ও হোয়াইট ফিল্ড (1994) এলাকায় দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি, ছোট-বড় বহুজাতিক প্রায় 1300 টি কোম্পানি গড়ে উঠেছে। এই অঞ্চলে বৈদ্যুতিক শিল্পে প্রায় 2 লক্ষ মানুষ নিযুক্ত রয়েছে।
তথ্যপ্রযুক্তি শিল্প:
TCS, Wipro, Infosys, HCL HP, Tech Mahindra ইত্যাদি 187 টি IT সংস্থা বেঙ্গালুরুতে হয়েছে।
বৈদ্যুতিন শিল্প:
Sony, Philips, Panasonic, BPL Videocon, Onida ইত্যাদি বহুজাতিক সংস্থার কম্পিউটারের যন্ত্রাংশ মোবাইল ফোন টেলিভিশন ক্যামেরা জেরক্স মেশিন ঘড়ি ভিডিও গেম তৈরীর কারখানা বেঙ্গালুরুতে রয়েছে।
অন্যান্য ইলেকট্রনিক্স শিল্প:
ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি C-DOT. এবং বৈদ্যুতিক ভোট যন্ত্র EVM, বিমান, জাহাজ, র্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরীর সংস্থা BEL ও BHEL বেঙ্গালুরুতে রয়েছে।
এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।
TCS, Wipro, Infosys, HCL HP, Tech Mahindra ইত্যাদি 187 টি IT সংস্থা বেঙ্গালুরুতে হয়েছে।
Sony, Philips, Panasonic, BPL Videocon, Onida ইত্যাদি বহুজাতিক সংস্থার কম্পিউটারের যন্ত্রাংশ মোবাইল ফোন টেলিভিশন ক্যামেরা জেরক্স মেশিন ঘড়ি ভিডিও গেম তৈরীর কারখানা বেঙ্গালুরুতে রয়েছে।
ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি C-DOT. এবং বৈদ্যুতিক ভোট যন্ত্র EVM, বিমান, জাহাজ, র্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরীর সংস্থা BEL ও BHEL বেঙ্গালুরুতে রয়েছে।