কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন
শিকড় আলগা শিল্প কাকে বলে?
শিল্পে ব্যবহৃত যে সকল কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে (পণ্য সূচক-1)। বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প গুলি ক্ষেত্রে পরিবহনের গুরুত্ব হওয়ায় শিল্প যে কোন জায়গাতে অর্থাৎ বাজারে অথবা কাঁচামালের উৎস কেন্দ্রে ও এদের মধ্যবর্তী যেকোন জায়গায় গড়ে উঠতে পারে তাই এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প বা Foot loose Industry বলা হয়।কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?
কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে, কারণ –1. বিশুদ্ধ কাঁচামাল: কার্পাস বয়ন শিল্প হল একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল (তুলো) ব্যবহৃত হয়, সমপরিমাণ বস্ত্র উৎপাদন হয়।
2. পরিবহন ব্যয় প্রায় সমান: বিশুদ্ধ কাঁচামাল হওয়ায় কাঁচামাল পরিবহন ব্যয় ও উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় সমান হয় বলে শিল্পের অবস্থানে কোনো প্রভাব বিস্তার করে না অর্থাৎ পরিবহন ব্যয় সর্বক্ষেত্রে প্রায় সমান।
3. অন্যান্য সুবিধা: এই শিল্পে কাঁচামালের নিয়ন্ত্রকের ভূমিকা নেই বলে, যেকোনো স্থানে অর্থাৎ সমৃদ্ধ বাজার, দক্ষ শ্রমিক, সুলভ্য বিদ্যুৎ প্রভৃতির আকর্ষণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠতে পারে।
অর্থাৎ এই শিল্প গাছের গাছের মতো নির্দিষ্ট স্থানে শিকড় যুক্ত না হয়ে, কাঁচামালের উৎস কেন্দ্রে অথবা বাজারে অথবা এদের মধ্যবর্তী কোন জায়গায় বা যেকোনো স্থানে সুবিধামতো গড়ে তোলা যায় বলে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প বা Foot loose Industry বলা হয়।