মালনাদ ও ময়দান এর পার্থক্য
মালনাদ ও ময়দানের পার্থক্য:
কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু-নীচু মালনাদ এবং পূর্বের মৃদু তরঙ্গায়িত সমভূমি হল ময়দান।
মালনাদ: কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বিস্তৃত উঁচু-নীচু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলকে মালনাদ বলা হয়।
ময়দান: মালনাদ অঞ্চলের পূর্বদিকে অবস্থিত কর্ণাটক মালভূমির অপেক্ষাকৃত নীচু ও মৃদু তরঙ্গায়িত মালভূমি ময়দান নামে পরিচিত।
মালনাদ ও ময়দানের পার্থক্য:
মালনাদ ও ময়দানের পার্থক্যগুলি হল –
1. অর্থ:
মালনাদ: মালনাদ কথার অর্থ উঁচু-নীচু ভূমি ভাগ বা পাহাড়ি দেশ।
ময়দান: ময়দান কথার অর্থ অনুচ্চ ভূমিভাগ।
2.অবস্থান:
মালনাদ: কর্ণাটক মালভূমির পশ্চিমের অংশ মালনাদ নামে পরিচিত।
ময়দান: কর্ণাটক মালভূমির পূর্বাংশ ময়দান নামে পরিচিত।
3. প্রকৃতি
মালনাদ: মালনাদ হল এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি।
ময়দান: ময়দান হল এক প্রকার সমপ্রায় ভূমি।
4. উচ্চতা:
মালনাদ: মালনাদের উচ্চতা ময়দানের অপেক্ষা তুলনামূলক বেশি।
ময়দান: ময়দান অঞ্চলের উচ্চতা মালনাদের তুলনায় অপেক্ষাকৃত কম।
5. উপরিভাগ:
মালনাদ: এই মালভূমির উপরিভাগ তরঙ্গায়িত উঁচু-নীচু ঢেউ খেলানো।
ময়দান: ময়দান অঞ্চলের উপরিভাগ প্রায় সমতল প্রকৃতির হয়।
কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু-নীচু মালনাদ এবং পূর্বের মৃদু তরঙ্গায়িত সমভূমি হল ময়দান।
মালনাদ ও ময়দানের পার্থক্যগুলি হল –
মালনাদ: মালনাদ কথার অর্থ উঁচু-নীচু ভূমি ভাগ বা পাহাড়ি দেশ।
মালনাদ: কর্ণাটক মালভূমির পশ্চিমের অংশ মালনাদ নামে পরিচিত।
মালনাদ: মালনাদ হল এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি।
মালনাদ: মালনাদের উচ্চতা ময়দানের অপেক্ষা তুলনামূলক বেশি।
মালনাদ: এই মালভূমির উপরিভাগ তরঙ্গায়িত উঁচু-নীচু ঢেউ খেলানো।