মালনাদ কাকে বলে | মালনাদ কী

 অর্থ: স্থানীয় কানাড়া ভাষায় মালনাদ কথার অর্থ উঁচু-নীচু বা পাহাড়ি দেশ।
Male কথার অর্থ Hill এবং Nadu কথার অর্থ Country
 
সংজ্ঞা: পশ্চিমঘাট পর্বতের পূর্ব পাশে অবস্থিত কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের উঁচু-নিচু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলকে মালনাদ বলে।
 
বৈশিষ্ট্য:
 
1. বিস্তার: উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব 320 কিমি লম্বা 35 কিমি চওড়া এই মালনাদ মালভূমি।
 
2. উচ্চতা: মালনাদ মালভূমির উচ্চতা 600 মিটারের বেশি।
 
3. প্রকৃতি: মালনাদ মালভূমি উপরিভাগ উঁচু-নীচু ঢেউখেলানো অর্থাৎ মালনাদ মালভূমি প্রকৃতপক্ষে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।
 
4. পাহাড়চূড়া: মালনাদ মালভূমির পাহাড়গুলির চূড়া প্রায় গোলাকার প্রকৃতির হয়। এর সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি।
 
5. শিলার প্রকৃতি: মালনাদ মালভূমি প্রধানত গ্রানাইট নিস শিলা দ্বারা গঠিত।
 
6. মাটির রং: মালনাদ মালভূমি অঞ্চলে মাটির রং হল লাল।

Theme images by chuwy. Powered by Blogger.
close