ময়দান কাকে বলে | ময়দান কী

 অর্থ: ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ।
 
সংজ্ঞা: কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি ভাগকে ময়দান বলে।
 
অবস্থান: মালনাদ মালভূমির পূর্বদিকে কর্ণাটক মালভূমির পূর্বাংশ ময়দান নামে পরিচিত।
 
বৈশিষ্ট্য:
 
1. ময়দান প্রকৃতপক্ষে একটি সমপ্রায় ভূমি।
 
2. ময়দান মালভূমির গড় উচ্চতা 600 মিটারের কম হয়।
 
3. এই অঞ্চলটি গ্রানাইট নিস শিলা দিয়ে গঠিত।
 
4. ময়দান অঞ্চলে গ্রানাইট শিলা গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মোনাডনক দেখা যায়।
 
5. এখানকার মৃত্তিকার রং লাল বর্ণের হয়।
Theme images by chuwy. Powered by Blogger.
close