ময়দান কাকে বলে | ময়দান কী
অর্থ: ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ।
সংজ্ঞা: কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ ও মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি ভাগকে ময়দান বলে।
অবস্থান: মালনাদ মালভূমির পূর্বদিকে কর্ণাটক মালভূমির পূর্বাংশ ময়দান নামে পরিচিত।
বৈশিষ্ট্য:
1. ময়দান প্রকৃতপক্ষে একটি সমপ্রায় ভূমি।
2. ময়দান মালভূমির গড় উচ্চতা 600 মিটারের কম হয়।
3. এই অঞ্চলটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত।
4. ময়দান অঞ্চলে গ্রানাইট শিলা গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মোনাডনক দেখা যায়।
5. এখানকার মৃত্তিকার রং লাল বর্ণের হয়।
সংজ্ঞা: কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ ও মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি ভাগকে ময়দান বলে।
অবস্থান: মালনাদ মালভূমির পূর্বদিকে কর্ণাটক মালভূমির পূর্বাংশ ময়দান নামে পরিচিত।
বৈশিষ্ট্য:
1. ময়দান প্রকৃতপক্ষে একটি সমপ্রায় ভূমি।
2. ময়দান মালভূমির গড় উচ্চতা 600 মিটারের কম হয়।
3. এই অঞ্চলটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত।
4. ময়দান অঞ্চলে গ্রানাইট শিলা গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মোনাডনক দেখা যায়।
5. এখানকার মৃত্তিকার রং লাল বর্ণের হয়।