ডেকান ট্র‍্যাপ কী? | What is Deccan Traps?

ডেকান ট্রাপ কাকে বলে?

উত্তর: উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাসল্ট লাভা গঠিত এবং পূর্বাংশে ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে।
 
অর্থ: ইংরেজি 'Deccan' শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ 'Trap' শব্দের অর্থ সিঁড়ির ধাপ।
 
অবস্থান: দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে সমগ্র মহারাষ্ট্র ছাড়াও মধ্যপ্রদেশ গুজরাটের অংশবিশেষ জুড়ে এই ডেকান ট্র্যাপ অর্থাৎ লাভা মালভূমি দেখা যায়।
 
উৎপত্তি: ক্রেটাসিয়াস থেকে ইয়োসিন যুগে অর্থাৎ 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভের গুরুমন্ডল বা ্যান্টাল অঞ্চল থেকে উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা কোন বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের অসংখ্য ফাটল পথে বেরিয়ে এসে ব্যাসল্ট লাভা প্রবাহরূপে ভারতের দাক্ষিণাত্য উপদ্বীপের উত্তর-পশ্চিম ভাগের বিস্তীর্ণ অঞ্চলটিকে ঢেকে ফেলে এবং কালক্রমে লাভা জমাট বেঁধে দাক্ষিণাত্য মালভূমি গঠন করেছে।
 
   বহুকাল ধরে বিভিন্ন সময় লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে এই মালভূমি সিঁড়ির মত পূর্ব দিকে ধাবি যুক্ত হয়ে পড়ে। তাই মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত।
 
ডেকান ট্রাপের বৈশিষ্ট্য:
1. ডেকান ট্র্যাপ পৃথিবীর সুপ্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত।
 
2. ডেকান ট্র্যাপ লাভা মালভূমির ক্ষেত্রমান প্রায় 5 লক্ষ বর্গ কিমি।
 
3. তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা মাথার গুলি চ্যাপ্টা।
 
4. এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই (1646 মিটার)
 
5. সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে।
 
6. দীর্ঘদিন ধরে নদী অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে ডেকান ট্র্যাপ অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
7. এই লাভা মালভূমির গভীরতা পশ্চিম (3000 মিটার) থেকে পূর্ব (159 মিটার) দক্ষিণে ক্রমশ কমতে থাকে।
 
8. দীর্ঘকাল ধরে এখানকার ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে।
 
 
ডেকান ট্র্যাপ প্রশ্ন উত্তর:
1. ডেকান ট্র্যাপ কথার অর্থ কী?
 
উত্তর: 'ডেকান' এর অর্থ দাক্ষিণাত্য এবং ট্র্যাপ বলতে বোঝায় ধাপ বা সিঁড়ি।
 
2. ডেকান ট্র্যাপ কিভাবে সৃষ্টি হয়েছে?
 
উত্তর: প্রায় 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভস্থ ম্যাগমা বিদার অগ্ন্যুদগমে তরল ব্যাসাল্ট লাভা চাদরের আকারে জমাট হয়ে সৃষ্টি হয়।
 
3. ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত?
 
উত্তর: দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ মালভূমি ব্যাসল্ট আগ্নেয় শিলা দ্বারা গঠিত।
 
4. ডেকান ট্র্যাপ কোথায় অবস্থিত?
 
উত্তর: উপদ্বীপীয় মালভূমি উত্তর-পশ্চিমাংশে মহারাষ্ট্রের সম্পূর্ণ অংশ এবং মধ্যপ্রদেশ গুজরাটের কিছু অংশে ডেকান ট্র্যাপ মালভূমি অবস্থান করে।
 
5. ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
 
উত্তর: ডেকান ট্র্যাপ অঞ্চলে ব্যাসল্ট লাভা থেকে সৃষ্ট কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়।
 
6. ডেকান ট্র্যাপ অঞ্চলে গভীরতা কত?
 
উত্তর: পশ্চিম দিকে 3000 মিটার থেকে পূর্বদিকে 150 মিটার পর্যন্ত ডেকান ট্র্যাপ অঞ্চলে গভীরতা রয়েছে।
 
7. ডেকান ট্র্যাপ অঞ্চলে পর্বত শৃঙ্গ কেমন?
 
উত্তর: ডেকান ট্র্যাপ অঞ্চলে পাহাড়ের চূড়া গুলি ্যাপটা আকৃতির বা সমতল চূড়া বিশিষ্ট।
 
8. ডেকান ট্র্যাপ মালভূমি কোন যুগের সৃষ্টি হয়েছে?
 
উত্তর: ক্রেটাসিয়াস থেকে ইয়োসিন যুগে অর্থাৎ 6 থেকে 13 কোটি বছর আগে ডেকান ট্র্যাপ মালভূমি সৃষ্টি হয়েছে।
 
9. ডেকান ট্র্যাপ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
 
উত্তর: ডেকান ট্র্যাপ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল কলসুবাই (1646 মিটার)
 
10. ডেকান ট্র্যাপ মালভূমি ঢাল কোন দিকে রয়েছে?
 
উত্তর: ডেকান ট্র্যাপ মালভূমি হয় পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ঢাল বিশিষ্ট।
Theme images by chuwy. Powered by Blogger.
close