বায়ুর কাজে সৃষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

বায়ুর কাজে সৃষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
বায়ুর কাজে সৃষ্ট ভূমিরূপ

1. মরুস্থলি কথার অর্থ কি?
উত্তরমরুস্থলি কথার অর্থ হয় মৃতের দেশ
 
2. পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরজি কে গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন
 
3. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি?
উত্তরচিলির আটাকামা হয় পৃথিবীর শুষ্কতম মরুভূমি
 
4. চিনের কোন নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে?
উত্তরহোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে
 
5. মরু অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তরমরু অঞ্চলে জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়
 
6. মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কি?
উত্তরমরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হয় প্লায়া হ্রদ
 
7. অগভীর প্লায়া হ্রদগুলিকে আফ্রিকার সাহারা মরুভূমিতে কি বলে?
উত্তরঅগভীর প্লায়া হ্রদগুলিকে সাহারায় শটস্ বলা হয়
 
8. থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলি কি নামে পরিচিত?
উত্তরথর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলোকে ধান্দ বলে
 
9. গম্বুজাকার ইনসেলবার্জকে কি বলা হয়?
উত্তরগম্বুজাকার ইনসেলবার্জকে বর্নহাট বলা হয়
 
10. কি কি প্রক্রিয়ায় বায়ু ক্ষয়সাধন করে?
উত্তরঘর্ষণ, অবঘর্ষ অপসারণ প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে
 
11. কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়?
উত্তরশুষ্ক মরু অঞ্চল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়
 
12. কোন বায়ুর প্রবাহ পথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়?
উত্তরউত্তর গোলার্ধে 20° থেকে 30° অক্ষাংশে আয়ন বায়ুর গতিপথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়
 
13. এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরএশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হয় গোবি মরুভূমি
 
14. দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরদক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমি হয় অস্ট্রেলিয় মরুভূমি
 
15. লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরলয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন-রিকটোফেন
 

16. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরপৃথিবীর বৃহত্তম মরুভূমি হল আফ্রিকার সাহারা মরুভূমি
 
17. মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তির নাম কি?
উত্তরমরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তি হয় বায়ুপ্রবাহ
 
18. তুর্কি শব্দ 'বার্খান' এর অর্থ কি?
উত্তরতুর্কি শব্দ 'বার্খান' এর অর্থ হয় বালির পাহাড়
 
19. ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে, তাকে কি বলা হয়?
উত্তরইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে তাকে নিডিল বলে
 
20. অর্ধচন্দ্রের মতো বালিয়াড়িকে কি বলা হয়?
উত্তরঅর্ধচন্দ্রের মতো বালিয়াড়িকে বার্খান বলে
 
21. বায়ুর কাজকে সম্মিলিতভাবে কি বলা হয়?
উত্তরবায়ুর কাজকে সম্মিলিতভাবে বলা হয় এয়োলিয়ান প্রক্রিয়া
 
22. ফ্রান্সে লোয়েস সমভূমি কি নামে পরিচিত?
উত্তরফ্রান্সে লোয়েস সমভূমি লিমন নামে পরিচিত
 
23. পৃথিবীর বৃহত্তম প্লায়া কোনটি?
উত্তরআমেরিকা যুক্তরাষ্ট্রের লা প্লায়া হয় পৃথিবীর বৃহত্তম প্লায়া
 
24. সাহারা শব্দের অর্থ কি?
উত্তরসাহারা শব্দের অর্থ হয় বিজন প্রদেশ
 
25. ওয়াদি শব্দের অর্থ কি?
উত্তরওয়াদি শব্দের অর্থ হয় শুষ্ক উপত্যকা
 
26. পেডিপ্লেনের উপর অবস্থিত অল্প উচ্চ টিলাগুলিকে কি বলে?
উত্তরপেডিপ্লেনের উপর অবস্থিত অল্প উচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে
 
27. অতিরিক্ত লবণাক্ত  প্লায়াগুলিকে কি বলে?
উত্তরঅতিরিক্ত লবণাক্ত  প্লায়াগুলিকে ্যালিনা বলে
 
28. ভারতের একটি প্লায়া হ্রদ এর উদাহরণ দাও?
উত্তররাজস্থানের সম্বর হ্রদ হয় ভারতের একটি প্লায়া হ্রদ
 
29. দুটি বালিয়াড়ির মাঝের অংশকে কি বলে?
উত্তরদুটি বালিয়াড়ির মাঝের অংশকে করিডোর বা গাসি বলা হয়
 
30. মেসা শব্দের অর্থ কি?
উত্তরমেসা শব্দের অর্থ হয় টেবিল
 

31. শিলাময় মরুভূমি আলজিরিয়ায় কি নামে পরিচিত?
উত্তরশিলাময় মরুভূমিকে আলজিরিয়ায় রেগ বলা হয়
 
32. চলমান বালিয়াড়িকে কি বলা হয়?
উত্তরচলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে
 
32. কোন ভূমিরূপ কে 'মাশরুম রক' বলা হয়?
উত্তরগৌরকে 'মাশরুম রক' বলা হয়
 
33. মালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তরমালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয়
 
34. মরুভূমি অঞ্চলে বার্ষিক গর বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তরমরুভূমি অঞ্চলে বার্ষিক গড় 25 সেমির কম বৃষ্টিপাত হয়
 
35. বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমির নাম কি?
উত্তরমঙ্গোলিয়ার গোবি মরুভূমি বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি
 
36. দক্ষিণ আমেরিকার শীতল মরুভূমির নাম কি?
উত্তরআর্জেন্টিনার প্যাটাগোনিয়া হয় দক্ষিণ আমেরিকার শীতল মরুভূমি
 
37. বালি গঠনের প্রধান উপাদান কি?
উত্তরকোয়ার্টজ খনিজ হয় বালি প্রধান উপাদান
 
38. বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত কোনটি?
উত্তরমিশরের কাতারা হয় বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত
 
39. জার্মান শব্দ 'Incelberg'- এর অর্থ কি?
উত্তরজার্মান শব্দ 'Incelberg'- এর অর্থ দ্বীপশৈল
 
40. ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় বোল্ডারস্তুপে পরিণত হলে তাকে কি বলে?
উত্তরইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় বোল্ডারস্তুপে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে
Theme images by chuwy. Powered by Blogger.
close