বায়ুর কাজে সৃষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
![]() |
বায়ুর কাজে সৃষ্ট ভূমিরূপ |
1. মরুস্থলি কথার অর্থ কি?
উত্তর: মরুস্থলি কথার অর্থ হয় মৃতের দেশ।
2. পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জি কে গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন।
3. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি?
উত্তর: চিলির আটাকামা হয় পৃথিবীর শুষ্কতম মরুভূমি।
4. চিনের কোন নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে?
উত্তর: হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে।
5. মরু অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তর: মরু অঞ্চলে জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়।
6. মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কি?
উত্তর: মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হয় প্লায়া হ্রদ।
7. অগভীর প্লায়া হ্রদগুলিকে আফ্রিকার সাহারা মরুভূমিতে কি বলে?
উত্তর: অগভীর প্লায়া হ্রদগুলিকে সাহারায় শটস্ বলা হয়।
8. থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলি কি নামে পরিচিত?
উত্তর: থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলোকে ধান্দ বলে।
9. গম্বুজাকার ইনসেলবার্জকে কি বলা হয়?
উত্তর: গম্বুজাকার ইনসেলবার্জকে বর্নহাট বলা হয়।
10. কি কি প্রক্রিয়ায় বায়ু ক্ষয়সাধন করে?
উত্তর: ঘর্ষণ, অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে।
11. কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়?
উত্তর: শুষ্ক মরু অঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়।
12. কোন বায়ুর প্রবাহ পথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়?
উত্তর: উত্তর গোলার্ধে 20° থেকে 30° অক্ষাংশে আয়ন বায়ুর গতিপথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়।
13. এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর: এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হয় গোবি মরুভূমি।
14. দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর: দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমি হয় অস্ট্রেলিয় মরুভূমি।
15. লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন-রিকটোফেন।
উত্তর: মরুস্থলি কথার অর্থ হয় মৃতের দেশ।
2. পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জি কে গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন।
3. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি?
উত্তর: চিলির আটাকামা হয় পৃথিবীর শুষ্কতম মরুভূমি।
4. চিনের কোন নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে?
উত্তর: হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে।
5. মরু অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তর: মরু অঞ্চলে জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়।
6. মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কি?
উত্তর: মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হয় প্লায়া হ্রদ।
7. অগভীর প্লায়া হ্রদগুলিকে আফ্রিকার সাহারা মরুভূমিতে কি বলে?
উত্তর: অগভীর প্লায়া হ্রদগুলিকে সাহারায় শটস্ বলা হয়।
8. থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলি কি নামে পরিচিত?
উত্তর: থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্ত গুলোকে ধান্দ বলে।
9. গম্বুজাকার ইনসেলবার্জকে কি বলা হয়?
উত্তর: গম্বুজাকার ইনসেলবার্জকে বর্নহাট বলা হয়।
10. কি কি প্রক্রিয়ায় বায়ু ক্ষয়সাধন করে?
উত্তর: ঘর্ষণ, অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে।
11. কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়?
উত্তর: শুষ্ক মরু অঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়।
12. কোন বায়ুর প্রবাহ পথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়?
উত্তর: উত্তর গোলার্ধে 20° থেকে 30° অক্ষাংশে আয়ন বায়ুর গতিপথে বায়ুর কাজ সর্বাধিক দেখা যায়।
13. এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর: এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হয় গোবি মরুভূমি।
14. দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর: দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমি হয় অস্ট্রেলিয় মরুভূমি।
15. লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন-রিকটোফেন।
16. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল আফ্রিকার সাহারা মরুভূমি।
17. মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তির নাম কি?
উত্তর: মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তি হয় বায়ুপ্রবাহ।
18. তুর্কি শব্দ 'বার্খান' এর অর্থ কি?
উত্তর: তুর্কি শব্দ 'বার্খান' এর অর্থ হয় বালির পাহাড়।
19. ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে, তাকে কি বলা হয়?
উত্তর: ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে তাকে নিডিল বলে।
20. অর্ধচন্দ্রের মতো বালিয়াড়িকে কি বলা হয়?
উত্তর: অর্ধচন্দ্রের মতো বালিয়াড়িকে বার্খান বলে।
21. বায়ুর কাজকে সম্মিলিতভাবে কি বলা হয়?
উত্তর: বায়ুর কাজকে সম্মিলিতভাবে বলা হয় এয়োলিয়ান প্রক্রিয়া।
22. ফ্রান্সে লোয়েস সমভূমি কি নামে পরিচিত?
উত্তর: ফ্রান্সে লোয়েস সমভূমি লিমন নামে পরিচিত।
23. পৃথিবীর বৃহত্তম প্লায়া কোনটি?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের লা প্লায়া হয় পৃথিবীর বৃহত্তম প্লায়া।
24. সাহারা শব্দের অর্থ কি?
উত্তর: সাহারা শব্দের অর্থ হয় বিজন প্রদেশ।
25. ওয়াদি শব্দের অর্থ কি?
উত্তর: ওয়াদি শব্দের অর্থ হয় শুষ্ক উপত্যকা।
26. পেডিপ্লেনের উপর অবস্থিত অল্প উচ্চ টিলাগুলিকে কি বলে?
উত্তর: পেডিপ্লেনের উপর অবস্থিত অল্প উচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে।
27. অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে?
উত্তর: অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে স্যালিনা বলে।
28. ভারতের একটি প্লায়া হ্রদ এর উদাহরণ দাও?
উত্তর: রাজস্থানের সম্বর হ্রদ হয় ভারতের একটি প্লায়া হ্রদ।
29. দুটি বালিয়াড়ির মাঝের অংশকে কি বলে?
উত্তর: দুটি বালিয়াড়ির মাঝের অংশকে করিডোর বা গাসি বলা হয়।
30. মেসা শব্দের অর্থ কি?
উত্তর: মেসা শব্দের অর্থ হয় টেবিল।
31. শিলাময় মরুভূমি আলজিরিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: শিলাময় মরুভূমিকে আলজিরিয়ায় রেগ বলা হয়।
32. চলমান বালিয়াড়িকে কি বলা হয়?
উত্তর: চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।
32. কোন ভূমিরূপ কে 'মাশরুম রক' বলা হয়?
উত্তর: গৌরকে 'মাশরুম রক' বলা হয়।
33. মালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তর: মালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয়।
34. মরুভূমি অঞ্চলে বার্ষিক গর বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর: মরুভূমি অঞ্চলে বার্ষিক গড় 25 সেমির কম বৃষ্টিপাত হয়।
35. বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমির নাম কি?
উত্তর: মঙ্গোলিয়ার গোবি মরুভূমি বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি।
36. দক্ষিণ আমেরিকার শীতল মরুভূমির নাম কি?
উত্তর: আর্জেন্টিনার প্যাটাগোনিয়া হয় দক্ষিণ আমেরিকার শীতল মরুভূমি।
37. বালি গঠনের প্রধান উপাদান কি?
উত্তর: কোয়ার্টজ খনিজ হয় বালি প্রধান উপাদান।
38. বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত কোনটি?
উত্তর: মিশরের কাতারা হয় বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত।
39. জার্মান শব্দ 'Incelberg'- এর অর্থ কি?
উত্তর: জার্মান শব্দ 'Incelberg'- এর অর্থ দ্বীপশৈল।
40. ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় বোল্ডারস্তুপে পরিণত হলে তাকে কি বলে?
উত্তর: ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় বোল্ডারস্তুপে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে।