নদী SAQ প্রশ্ন উত্তর

নদী SAQ প্রশ্ন উত্তর

নদী অববাহিকা নদীর ক্ষয়, বহন সঞ্চয়ের বিভিন্ন ভূমিরূপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো-

1. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
উত্তর: দক্ষিণ আমেরিকার আমাজন নদী
 
2. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  আফ্রিকার নীলনদ।
 
3. পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
উত্তর: গ্র্যান্ড ক্যানিয়ন
 
4. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: নর্মদা নদী
 
5. পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় এমন একটি নদীর উদাহরণ দাও?
উত্তর: মিসিসিপি নদী
 
6. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উত্তর: আমাজন নদী অববাহিকা
 
7. দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি কে কি বলা হয়?
উত্তর: জলবিভাজিকা
 
8. নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তর: নদী উপত্যকা
 
9. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত
 
10. নদীর কোন্ গতিতে জলপ্রপাত দেখা যায়?
উত্তর: উচ্চগতিতে
 
11. পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: ওব নদী
 
12. নদীর স্রোত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: কারেন্টমিটার
 
13. নদীর তলদেশের সাথে নদীবাহিত শিলাখণ্ডের ঘর্ষণে কোন জাতীয় ক্ষয়কার্য সংঘটিত হয়?
উত্তর: অবঘর্ষ ক্ষয়
 
14. নদীবক্ষে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে কি বলা হয়?
উত্তর: মন্থকূপ
 
15. নদীর ক্ষয় শেষ সীমা কোনটি?
উত্তর: সমুদ্রপৃষ্ঠ
 
16. নদীর জলপ্রবাহ পরিমাপের একক কে কি বলে?
উত্তর: কিউসেক / কিউমেক।
 
17. ভারতের কোন নদীতে পাখির পায়ের মতো দেখতে -দ্বীপ সৃষ্টি হয়েছে?
উত্তর: কৃষ্ণা নদীতে
 
18. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র ধারণা দেন?
উত্তর: ডব্লু হপকিনস
 
19. কাবেরী নদীর উপর অবস্থিত জলপ্রপাত এর নাম কি?
উত্তর: শিবসমুদ্রম জলপ্রপাত
 
20. গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত?
উত্তর: গোমুখ থেকে হরিদ্দার পর্যন্ত
 

21. নদী উপত্যকার কোথায় পলল শঙ্কু গঠিত হয়?
উত্তর: উচ্চ মধ্য গতির সংযোগস্থলে।
 
22. পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ কোনটি?
উত্তর: ক্ষয়কার্য
 
23. বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ কোনটি?
উত্তর: বহন সঞ্চয়।
 
24. ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে?
উত্তর: খাড়ি।
 
25. অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে কোন প্রাণীর খুরের মত?
উত্তর: ঘোড়া
 
26. ভারতের বৃহত্তম নদী অববাহিকার কোনটি?
উত্তর: গঙ্গা নদীর অববাহিকা
 
27. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: সেন্ট লরেন্স নদী
 
28. গঙ্গা-ব্রহ্মপুত্রের বদ্বীপ কোন আকৃতির?
উত্তর: ধনুকাকৃতি বদ্বীপ
 
29. পৃথিবীর বৃহত্তম পলল সমভূমির নাম কি?
উত্তর: গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি
 
30. পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি?
উত্তর: মধ্য এশিয়ার পার্বত্যভূমি
 
31. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এর নাম কি?
উত্তর: পেরুর কল্কা নদীর এল ক্যানন দ‍্য‍ কল্কা
 
32. নদী সংক্রান্ত আলোচনা কি নামে পরিচিত?
উত্তর: পোটামোলজি
 
33. যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তর: সরাবতী নদীতে
 
34. নদীর গতি বেগ দ্বিগুণ বেড়ে গেলে তার ক্ষমতা কত গুন বেড়ে যায়?
উত্তর: 64 গুন।
 
35. নীলনদ নদীর মোহনায় কোন আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে ?
উত্তর: ধনুকাকৃতি -দ্বীপ
 
36. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: ওরিনোকো নদীর উপনদী কারাও-কারোনি নদীর উপর
 
37. পৃথিবীর বিস্তৃতিতম জলপ্রপাত নাম কি?
উত্তর: ব্রাজিলের ইগুয়াজু
 
38. নদী বাঁকের উত্তল অংশের সঞ্জয়কে বলা হয়?
উত্তর: বিন্দু বার
 
39. নদীর প্রবল জলরাশি কয়েকটি জলপ্রপাতের মধ্যে দিয়ে নিচের দিকে নেমে এলে, তাকে কি বলা হয়?
উত্তর: কাসকেড
 
40. পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি?
উত্তর: নেপালের কালী গণ্ডকী নদীর অন্ধ্যা গলা।
 
41. ভারতের একটি কাসকেড জলপ্রপাতের উদাহরণ দাও?
উত্তর: রাঁচির জোনহা জলপ্রপাত
 
42. গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে কোন নদীতে?
উত্তর: কলোরাডো নদী
 
43. অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলা হয়?
উত্তর: প্রপাতরেখা
 
44. পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোনটি?
উত্তর: রাশিয়ার ওব নদীর খাঁড়ি।
 
45. ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি?
উত্তর: অসমের  ব্রহ্মপুত্র নদীর মাজুলী দ্বীপ
 
46. প্রপাতকূপ নদী উপত্যকার কোথায় সৃষ্টি হয়?
উত্তর: জলপ্রপাতের পাদদেশে
 
47. পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি?
উত্তর: আমাজন নদীর ইলহা-্য-মারাজো
 
48. ডেল্টা অক্ষরটি কোন ভাষার বর্ণমালা?
উত্তর: গ্রিক
 
49. শুষ্ক অঞ্চলে নদীখাত দেখতে কেমন হয়?
উত্তর: ইংরেজি 'I' আকৃতির।
 
50. একটি উপনদী প্রধান নদীতে মিলিত হয়, তাকে কি বলা হয়?
উত্তর: নদীসংগম

Theme images by chuwy. Powered by Blogger.
close