মৎস্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

মৎস্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
Fishery SAQ
1. প্ল্যাঙ্কটন কি?
উত্তরসমুদ্র জলে ভাসমান আণুবীক্ষণিক জীবগুলিকে প্ল্যাঙ্কটন বলা হয়।
 
2. বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটির নাম কি?
উত্তরগ্র্যান্ড ব্যাংক হয় বিশ্বের বৃহত্তম মগ্নচড়া।
 
3. কোন দেশকে মৎস্যজীবী দেশ বলা হয়?
উত্তরনরওয়েকে মৎস্যজীবী দেশ বলা হয়।
 
4. কোন দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ বলা হয়?
উত্তরআইসল্যান্ডকে পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ বলা হয়।
 
5. পিসিকালচার কি?
উত্তরমৎস্যচাষকে ইংরেজিতে পিসিকালচার বলা হয়।
 
6. সামুদ্রিক মৎস্য সংগ্রহে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তরগুজরাট সামুদ্রিক মৎস্য সংগ্রহে প্রথম স্থান অধিকার করে।
 
7. মৎস্য সংগ্রহ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ?
উত্তরমৎস্য সংগ্রহ প্রাথমিক শ্রেণি অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
 
8. মৎস্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরমৎস্য থেকে ভিটামিন D পাওয়া যায়।
 
9. পৃথিবীর মোট ধৃত মাছের কত শতাংশ সমুদ্র থেকে আহরণ করা হয়?
উত্তরপৃথিবীর মোট ধৃত মাছের 75 শতাংশ সমুদ্র থেকে আহরণ করা হয়।
 
10. কোন অঞ্চলে অধিক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে?
উত্তরনাতিশীতোষ্ণ অঞ্চলে অধিক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে
 
11. বিশ্বের সর্বাধিক মৎস্য সংগ্রহ করা হয় কোন অঞ্চলে?
উত্তরউত্তর পশ্চিম প্রশান্ত উপকূলে সর্বাধিক মৎস্য সংগ্রহ করা হয়
 
12. কোন মহাসাগর থেকে পৃথিবীতে সর্বাধিক মাছ সংগৃহীত হয়?
উত্তরপ্রশান্ত মহাসাগর থেকে সর্বাধিক মাছ সংগৃহীত হয়
 
13. কোন দেশে সবচেয়ে বেশি তিমি শিকার করা হয়?
উত্তরজাপানের সবচেয়ে বেশি তিমি শিকার করা হয়
 
14. সামুদ্রিক মৎস্য উৎপাদন রপ্তানিতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তরচিন সামুদ্রিক মৎস্য উৎপাদন রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে
 
15. ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর হায়দ্রাবাদ শহরে অবস্থিত
 
16. ভারতের গভীরতম মৎস্য বন্দরের নাম কি?
উত্তরপারাদ্বীপ হয় ভারতের গভীরতম মৎস্য বন্দর
 
17. ভারতের জাতীয় আয়ের কত শতাংশ মাছ চাষ থেকে আছে?
উত্তরভারতের জাতীয় আয়ের 2.5 শতাংশ মাছ চাষ থেকে আছে
 
18. দুটি অ্যানাড্রোমাস মাছের নাম করো?
উত্তরক্রান্তীয় অঞ্চলের ইলিশ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে ্যামন হয় অ্যানাড্রোমাস মাছ
 
19. দুটি ক্যাটাড্রোমাস মাছের নাম করো?
উত্তরইল মুলেট হয় ক্যাটাড্রোমাস মাছ
 
20. দুটি পিলেজিক মাছের নাম লেখ?
উত্তরহেরিং ্যাকারেল হয় দুটি পিলেজিক মাছ
 
21. দুটি ডেমার্সাল মাছের নাম লেখ?
উত্তরকড টুনা হয় দুটি পিলেজিক মাছ
 
22. সামুদ্রিক মাছের প্রিয় খাদ্য কি?
উত্তরপ্ল্যাঙ্কটন হয় সামুদ্রিক মাছের প্রিয়
 
23. পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ কোনটি?
উত্তরজাপান পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ
 
24. কোন মহাসাগরকে 'হেরিং পন্ড' বলা হয়?
উত্তরআটলান্টিক মহাসাগরকে 'হেরিং পন্ড' বলা হয়
 
25. ভারত মহাসাগরে সর্বাধিক কোন সামুদ্রিক মৎস্য সংগ্রহ করা হয়?
উত্তরভারত মহাসাগরে সর্বাধিক টুনা মৎস্য সংগ্রহ করা হয়
 

26. ভারত সংলগ্ন কোন সাগর থেকে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ ধরা হয়?
উত্তরভারত সংলগ্ন আরব সাগর থেকে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ ধরা হয়
 
27. নদীর স্বাদু জলের পরিবর্তে সমুদ্রের লবণাক্ত জলে কোন ধরনের মাছ ডিম পাড়া পছন্দ করে?
উত্তরক্যাটাড্রোমাস শ্রেণীর মাছ নদীর স্বাদু জলের পরিবর্তে সমুদ্রের লবণাক্ত জলে ডিম পাড়া পছন্দ করে
 
 
28. ভাসা জাল পদ্ধতির মাধ্যমে কোন ধরনের মাছ ধরা হয়?
উত্তরভাসা জাল পদ্ধতির মাধ্যমে পিলেজিক মাছ ধরা হয়
 
29. সমুদ্রের কোন অঞ্চলে সর্বাধিক মাছের সমাগম ঘটে?
উত্তরমগ্নচড়া অঞ্চলে সর্বাধিক মাছের সমাগম ঘটে
 
30. কোন শ্রেণীর মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়?
উত্তরপিলেজিক শ্রেণীর মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়
 
31. পশ্চিমবঙ্গে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তরপশ্চিমবঙ্গের মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে গড়ে উঠেছে
 
32. গ্রিক শব্দ প্ল্যাংকটন কথাটির অর্থ কি?
উত্তরগ্রিক শব্দ প্ল্যাংকটন কথাটির অর্থ ঘুরে বেড়ানো
 
33. বর্তমানে কোন কোন মাছ শিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তরসিল তিমি মাছ শিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে
 
34. ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র কোনটি?
উত্তরচিল্কা হ্রদ হয় ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র
 
35. EEZ এর পুরো কথাটি কি?
উত্তরEEZ এর পুরো কথাটি হয় Exclusive Economic Zone বা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল
 
36. গ্রেট ব্রিটেনের বিখ্যাত মৎস্য বন্দরের নাম কি?
উত্তরগ্রিমসবি হয় গ্রেট ব্রিটেনের বিখ্যাত মৎস্য বন্দর
 
37. পৃথিবীর বৃহত্তম মৎস্য বাজারের নাম কি?
উত্তরজাপানের সুকিজি হয় পৃথিবীর বৃহত্তম মৎস্য বাজার
 
38. কাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়?
উত্তরঅন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়
 
39. Exclusive Economic Zone বা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল উপকূল থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত হয়?
উত্তরExclusive Economic Zone বা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিমি পর্যন্ত বিস্তৃত হয়
 
40. ভারতের কোন রাজ্য অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহে প্রথম স্থান অধিকার করে?
উত্তরপশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহে ভারতে প্রথম স্থান অধিকার করে

Theme images by chuwy. Powered by Blogger.
close