মৎস্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
![]() |
Fishery SAQ |
1. প্ল্যাঙ্কটন কি?
উত্তর: সমুদ্র জলে ভাসমান আণুবীক্ষণিক জীবগুলিকে প্ল্যাঙ্কটন বলা হয়।
2. বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটির নাম কি?
উত্তর: গ্র্যান্ড ব্যাংক হয় বিশ্বের বৃহত্তম মগ্নচড়া।
3. কোন দেশকে মৎস্যজীবী দেশ বলা হয়?
উত্তর: নরওয়েকে মৎস্যজীবী দেশ বলা হয়।
4. কোন দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ বলা হয়?
উত্তর: আইসল্যান্ডকে পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ বলা হয়।
5. পিসিকালচার কি?
উত্তর: মৎস্যচাষকে ইংরেজিতে পিসিকালচার বলা হয়।
6. সামুদ্রিক মৎস্য সংগ্রহে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর: গুজরাট সামুদ্রিক মৎস্য সংগ্রহে প্রথম স্থান অধিকার করে।
7. মৎস্য সংগ্রহ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ?
উত্তর: মৎস্য সংগ্রহ প্রাথমিক শ্রেণি অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
8. মৎস্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: মৎস্য থেকে ভিটামিন D পাওয়া যায়।
9. পৃথিবীর মোট ধৃত মাছের কত শতাংশ সমুদ্র থেকে আহরণ করা হয়?
উত্তর: পৃথিবীর মোট ধৃত মাছের 75 শতাংশ সমুদ্র থেকে আহরণ করা হয়।
10. কোন অঞ্চলে অধিক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে?
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে অধিক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে।
11. বিশ্বের সর্বাধিক মৎস্য সংগ্রহ করা হয় কোন অঞ্চলে?
উত্তর: উত্তর পশ্চিম প্রশান্ত উপকূলে সর্বাধিক মৎস্য সংগ্রহ করা হয়।
12. কোন মহাসাগর থেকে পৃথিবীতে সর্বাধিক মাছ সংগৃহীত হয়?
উত্তর: প্রশান্ত মহাসাগর থেকে সর্বাধিক মাছ সংগৃহীত হয়।
13. কোন দেশে সবচেয়ে বেশি তিমি শিকার করা হয়?
উত্তর: জাপানের সবচেয়ে বেশি তিমি শিকার করা হয়।
14. সামুদ্রিক মৎস্য উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তর: চিন সামুদ্রিক মৎস্য উৎপাদন ও রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে।
15. ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর হায়দ্রাবাদ শহরে অবস্থিত।
16. ভারতের গভীরতম মৎস্য বন্দরের নাম কি?
উত্তর: পারাদ্বীপ হয় ভারতের গভীরতম মৎস্য বন্দর।
17. ভারতের জাতীয় আয়ের কত শতাংশ মাছ চাষ থেকে আছে?
উত্তর: ভারতের জাতীয় আয়ের 2.5 শতাংশ মাছ চাষ থেকে আছে।
18. দুটি অ্যানাড্রোমাস মাছের নাম করো?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলের ইলিশ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে স্যামন হয় অ্যানাড্রোমাস মাছ।
19. দুটি ক্যাটাড্রোমাস মাছের নাম করো?
উত্তর: ইল ও মুলেট হয় ক্যাটাড্রোমাস মাছ।
20. দুটি পিলেজিক মাছের নাম লেখ?
উত্তর: হেরিং ও ম্যাকারেল হয় দুটি পিলেজিক মাছ।
21. দুটি ডেমার্সাল মাছের নাম লেখ?
উত্তর: কড ও টুনা হয় দুটি পিলেজিক মাছ।
22. সামুদ্রিক মাছের প্রিয় খাদ্য কি?
উত্তর: প্ল্যাঙ্কটন হয় সামুদ্রিক মাছের প্রিয়।
23. পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ কোনটি?
উত্তর: জাপান পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ।
24. কোন মহাসাগরকে 'হেরিং পন্ড' বলা হয়?
উত্তর: আটলান্টিক মহাসাগরকে 'হেরিং পন্ড' বলা হয়।
25. ভারত মহাসাগরে সর্বাধিক কোন সামুদ্রিক মৎস্য সংগ্রহ করা হয়?
উত্তর: ভারত মহাসাগরে সর্বাধিক টুনা মৎস্য সংগ্রহ করা হয়।
উত্তর: সমুদ্র জলে ভাসমান আণুবীক্ষণিক জীবগুলিকে প্ল্যাঙ্কটন বলা হয়।
উত্তর: গ্র্যান্ড ব্যাংক হয় বিশ্বের বৃহত্তম মগ্নচড়া।
উত্তর: নরওয়েকে মৎস্যজীবী দেশ বলা হয়।
উত্তর: আইসল্যান্ডকে পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ বলা হয়।
উত্তর: মৎস্যচাষকে ইংরেজিতে পিসিকালচার বলা হয়।
উত্তর: গুজরাট সামুদ্রিক মৎস্য সংগ্রহে প্রথম স্থান অধিকার করে।
উত্তর: মৎস্য সংগ্রহ প্রাথমিক শ্রেণি অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
উত্তর: মৎস্য থেকে ভিটামিন D পাওয়া যায়।
উত্তর: পৃথিবীর মোট ধৃত মাছের 75 শতাংশ সমুদ্র থেকে আহরণ করা হয়।
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে অধিক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গুলি গড়ে উঠেছে।
উত্তর: উত্তর পশ্চিম প্রশান্ত উপকূলে সর্বাধিক মৎস্য সংগ্রহ করা হয়।
উত্তর: প্রশান্ত মহাসাগর থেকে সর্বাধিক মাছ সংগৃহীত হয়।
উত্তর: জাপানের সবচেয়ে বেশি তিমি শিকার করা হয়।
উত্তর: চিন সামুদ্রিক মৎস্য উৎপাদন ও রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে।
উত্তর: ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর হায়দ্রাবাদ শহরে অবস্থিত।
উত্তর: পারাদ্বীপ হয় ভারতের গভীরতম মৎস্য বন্দর।
উত্তর: ভারতের জাতীয় আয়ের 2.5 শতাংশ মাছ চাষ থেকে আছে।
উত্তর: ক্রান্তীয় অঞ্চলের ইলিশ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে স্যামন হয় অ্যানাড্রোমাস মাছ।
উত্তর: ইল ও মুলেট হয় ক্যাটাড্রোমাস মাছ।
উত্তর: হেরিং ও ম্যাকারেল হয় দুটি পিলেজিক মাছ।
উত্তর: কড ও টুনা হয় দুটি পিলেজিক মাছ।
উত্তর: প্ল্যাঙ্কটন হয় সামুদ্রিক মাছের প্রিয়।
উত্তর: জাপান পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ।
উত্তর: আটলান্টিক মহাসাগরকে 'হেরিং পন্ড' বলা হয়।
উত্তর: ভারত মহাসাগরে সর্বাধিক টুনা মৎস্য সংগ্রহ করা হয়।
উত্তর: ভারত সংলগ্ন আরব সাগর থেকে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ ধরা হয়।
উত্তর: ক্যাটাড্রোমাস শ্রেণীর মাছ নদীর স্বাদু জলের পরিবর্তে সমুদ্রের লবণাক্ত জলে ডিম পাড়া পছন্দ করে।
উত্তর: ভাসা জাল পদ্ধতির মাধ্যমে পিলেজিক মাছ ধরা হয়।
উত্তর: মগ্নচড়া অঞ্চলে সর্বাধিক মাছের সমাগম ঘটে।
উত্তর: পিলেজিক শ্রেণীর মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়।
উত্তর: পশ্চিমবঙ্গের মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে গড়ে উঠেছে।
উত্তর: গ্রিক শব্দ প্ল্যাংকটন কথাটির অর্থ ঘুরে বেড়ানো।
উত্তর: সিল ও তিমি মাছ শিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উত্তর: চিল্কা হ্রদ হয় ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র।
উত্তর: EEZ এর পুরো কথাটি হয় Exclusive Economic Zone বা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল।
উত্তর: গ্রিমসবি হয় গ্রেট ব্রিটেনের বিখ্যাত মৎস্য বন্দর।
উত্তর: জাপানের সুকিজি হয় পৃথিবীর বৃহত্তম মৎস্য বাজার।
উত্তর: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়।
উত্তর: Exclusive Economic Zone বা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিমি পর্যন্ত বিস্তৃত হয়।
উত্তর: পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহে ভারতে প্রথম স্থান অধিকার করে।