হিমবাহ সৃষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
![]() |
হিমবাহ সৃষ্ট ভূমিরূপ SAQ |
হিমবাহের ক্ষয়, বহন ও সঞ্চয়ের বিভিন্ন ভূমিরূপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো-
1. হিমবাহ কাকে বলে?
উত্তর: অভিকর্ষের টানে ঢাল বরাবর নেমে আসা বিশালাকৃতির বরফ স্তুপকে হিমবাহ বলে।
2. নেভে কি?
উত্তর: সাদা রঙের আলগা তুষার কনা গুলিকে নেভে বলা হয়।
3. হিমরেখা কাকে বলে?
উত্তর: যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায়, পার্বত্য বা মেরু অঞ্চলের সেই রেখাকে হিমরেখা বলে।
4. হিমশৈল কাকে বলে?
উত্তর: মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলা হয়।
5. লোব কাকে বলে?
উত্তর: পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোব বলা হয়।
6. নুনাটাকস কাকে বলে?
উত্তর: মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাকস বলা হয়।
7. আগামুখ কি?
উত্তর: পর্বত পাদদেশে বড় প্রস্তর সঞ্চিত ভূমিরূপকে আগামুখ বলা হয়।
8. বার্গস্রুন্ড কি?
উত্তর: পূর্বে জমে থাকা পর্বতগাত্র এবং বর্তমান নামতে থাকা পার্বত্য হিমবাহের মাঝের সংকীর্ণ ফাটলকে বার্গস্রুন্ড বলা হয়।
9. ক্রেভাস কাকে বলে?
উত্তর: হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে ক্রেভাস বলা হয়।
10. ঝুলন্ত উপত্যকা কি?
উত্তর: প্রধান হিমবাহ উপত্যকার ওপরে উপহিমবাহ উপত্যকাগুলির অবস্থানকে ঝুলন্ত উপত্যকা বলা হয়।
11. ক্র্যাগ ও টেল কি?
উত্তর: হিমবাহের প্রবাহপথে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট লেজবিশিষ্ট খাড়া উঁচু শিলাখণ্ডকে ক্র্যাগ ও টেল বলা হয়।
12. ড্রামলিন কাকে বলে?
উত্তর: হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপকে ড্রামলিন বলে।
13. ভ্যালি ট্রেন কাকে বলে?
উত্তর: নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে ভ্যালিড ট্রেন বলে।
14. কেটল কাকে বলে?
উত্তর: বহিঃবিধৌত সমভূমিতে বিশাল বরফের খন্ড গলিতে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলা হয়।
15. কেটল হ্রদ কি?
উত্তর: কেটলে জল জমে কেটল হ্রদ সৃষ্টি হয়।
16. ভার্ব কি?
উত্তর: কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে ভার্ব বলা হয়।
17. নব কি?
উত্তর: কেটলের মাঝে উঁচু স্থানগুলিকে নব বলে।
18. এসকার কি?
উত্তর: বহিঃবিধৌত সমভূমিতে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এসকার বলা হয়।
19. বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উত্তর: ল্যাম্বার্ট হয় বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ।
20. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি?
উত্তর: হুবার্ড হয় পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ।
উত্তর: অভিকর্ষের টানে ঢাল বরাবর নেমে আসা বিশালাকৃতির বরফ স্তুপকে হিমবাহ বলে।
2. নেভে কি?
উত্তর: সাদা রঙের আলগা তুষার কনা গুলিকে নেভে বলা হয়।
3. হিমরেখা কাকে বলে?
উত্তর: যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায়, পার্বত্য বা মেরু অঞ্চলের সেই রেখাকে হিমরেখা বলে।
4. হিমশৈল কাকে বলে?
উত্তর: মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলা হয়।
5. লোব কাকে বলে?
উত্তর: পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোব বলা হয়।
6. নুনাটাকস কাকে বলে?
উত্তর: মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাকস বলা হয়।
7. আগামুখ কি?
উত্তর: পর্বত পাদদেশে বড় প্রস্তর সঞ্চিত ভূমিরূপকে আগামুখ বলা হয়।
8. বার্গস্রুন্ড কি?
উত্তর: পূর্বে জমে থাকা পর্বতগাত্র এবং বর্তমান নামতে থাকা পার্বত্য হিমবাহের মাঝের সংকীর্ণ ফাটলকে বার্গস্রুন্ড বলা হয়।
9. ক্রেভাস কাকে বলে?
উত্তর: হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে ক্রেভাস বলা হয়।
10. ঝুলন্ত উপত্যকা কি?
উত্তর: প্রধান হিমবাহ উপত্যকার ওপরে উপহিমবাহ উপত্যকাগুলির অবস্থানকে ঝুলন্ত উপত্যকা বলা হয়।
11. ক্র্যাগ ও টেল কি?
উত্তর: হিমবাহের প্রবাহপথে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট লেজবিশিষ্ট খাড়া উঁচু শিলাখণ্ডকে ক্র্যাগ ও টেল বলা হয়।
12. ড্রামলিন কাকে বলে?
উত্তর: হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপকে ড্রামলিন বলে।
13. ভ্যালি ট্রেন কাকে বলে?
উত্তর: নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে ভ্যালিড ট্রেন বলে।
14. কেটল কাকে বলে?
উত্তর: বহিঃবিধৌত সমভূমিতে বিশাল বরফের খন্ড গলিতে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলা হয়।
15. কেটল হ্রদ কি?
উত্তর: কেটলে জল জমে কেটল হ্রদ সৃষ্টি হয়।
16. ভার্ব কি?
উত্তর: কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে ভার্ব বলা হয়।
17. নব কি?
উত্তর: কেটলের মাঝে উঁচু স্থানগুলিকে নব বলে।
18. এসকার কি?
উত্তর: বহিঃবিধৌত সমভূমিতে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এসকার বলা হয়।
19. বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উত্তর: ল্যাম্বার্ট হয় বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ।
20. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি?
উত্তর: হুবার্ড হয় পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ।
উত্তর: সিয়াচেন হয় ভারতের দীর্ঘতম হিমবাহ।
22. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি?
উত্তর: মালাসপিনা হয় পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।
23. হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কি বলে?
24. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি?
উত্তর: গ্রীনল্যান্ডের জেকবসভ্যান হয় পৃথিবীর দ্রুততম হিমবাহ।
25. হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে?
উত্তর: হিমবাহ সৃষ্ট হ্রদকে করি বা টার্ন বলা হয়।
26. হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?
উত্তর: হিমবাহ উপত্যকার আকৃতি 'U' আকৃতি হয়।
27. ভারতের একটি পিরামিড শৃঙ্গের উদাহরণ দাও?
উত্তর: নীলকন্ঠ শৃঙ্গ হয় ভারতের একটি পিরামিড শৃঙ্গ।
28. হিমসিঁড়ির মধ্যের হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর: হিমসিঁড়ির মধ্যের হিমবাহ গলা জল জমে প্যাটার্নস্টার হ্রদের সৃষ্টি হয়।
29. পৃথিবীর গভীরতম সার্কের নাম কি?
উত্তর: আন্টার্কটিকার ওয়ালকট সার্ক হয় পৃথিবীর গভীরতম সার্ক।
30. পৃথিবীর মোট জলের কত শতাংশ হিমবাহরূপে সঞ্চিত আছে?
উত্তর: পৃথিবীর মোট জলের 1.76% শতাংশ হিমবাহরূপে সঞ্চিত আছে।
31. পৃথিবীর মোট স্বাদু জলের কত শতাংশ হিমাবাহরূপে সঞ্চিত আছে?
উত্তর: পৃথিবীর মোট স্বাদু জলের প্রায় 70 % হিমাবাহরূপে সঞ্চিত আছে।
32. ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও?
উত্তর: ঋষিগঙ্গা হয় ভারতের একটি ঝুলন্ত উপত্যকা।
33. ভারতের কোথায় রসেমতানে ভূমিরূপ দেখা যায়?
উত্তর: কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় রসেমতানে ভূমিরূপ দেখা যায়।
34. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে?
উত্তর: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলে।
35. কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়?
উত্তর: আন্টার্কটিকা মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়।
36. ‘করি’ নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় কি বলে?
উত্তর: করি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় সার্ক বলে।
37. মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়?
উত্তর: মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাকস্ বলে।
38. হিমবাহ সঞ্চিত বড়ো বড়ো শিলাখণ্ডকে কি বলে?
উত্তর: হিমবাহ সঞ্চিত বড়ো বড়ো শিলাখণ্ডকে ইরাটিক বলে।
39. হিমবাহবাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে?
উত্তর: হিমবাহবাহিত ক্ষয়জাত পদার্থকে মোরেন বলে।
40. পৃথিবী পৃষ্ঠের কত অংশ হিমবাহ দ্বারা আবৃত?
উত্তর: পৃথিবী পৃষ্ঠের 10% অংশ হিমবাহ দ্বারা আবৃত।
41. কোন যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহ আবৃত ছিল?
উত্তর: প্লিস্টোসিন যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহ আবৃত ছিল।
42. হিমশৈলের কত অংশ জলে ডুবে থাকে?
উত্তর: হিমশৈলের 8/9 অংশ জলে ডুবে থাকে।
43. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?
উত্তর: কারাকোরাম পর্বতে সিয়াচেন হিমবাহ অবস্থিত।
44. জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে?
উত্তর: জমাটবদ্ধ তুষারকণাকে ফার্ন বলে।
45. হিমবাহ অগ্রসরের প্রধান কারণ কি?
উত্তর: মধ্যাকর্ষণ শক্তির টান হয় হিমবাহ অগ্রসরের প্রধান কারণ।