অরণ্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

অরণ্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), forest-resources-saq
Forest SAQ 
 1. কোন অরন্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
উত্তরসেলভাঅরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়
 
2. 'তৈগা' শব্দের অর্থ কি?
উত্তর'তৈগা' শব্দের অর্থ পাইন বন
 
3. কোন অরণ্যে জীববৈচিত্র সর্বাধিক দেখা যায়?
উত্তরক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়
 
4. কোন গাছকে কুঠারভাঙা গাছ বলে?
উত্তরব্রাজিলের কুইব্রাকো গাছকে কুঠারভাঙা গাছ বলে
 
5. কৃত্তিম মাখন বা মার্জারিন কি থেকে তৈরি হয়?
উত্তরবাবাসু বাদাম গাছের ফল থেকে কৃত্তিম মাখন তৈরি হয়।
 
6. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়?
উত্তরকর্ক ওক গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়
 
7. কোন গাছ থেকে বোতাম তৈরি করা হয়?
উত্তরব্রাজিল নাট নামক গাছ থেকে বোতাম তৈরি করা হয়
 
8. বিমানের প্রকোষ্ঠ তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরবিমানের প্রকোষ্ঠ তৈরিতে বালসা গাছের কাঠ ব্যবহার করা হয়
 
9. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তরপশ্চিমবঙ্গের সুন্দরবন হয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য
 
10. কোন গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি?
উত্তরউত্তর গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি
 
11. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তরভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হয় উড়িষ্যার ভিতরকণিকা অরণ্য
 
12. কোন প্রকার উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
উত্তরম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়
 
13. ভারতের অধিকাংশ উদ্ভিদ কি প্রকৃতির?
উত্তরভারতের অধিকাংশ উদ্ভিদ আর্দ্র পাতাঝরা প্রকৃতির হয়
 
14. ভিটিকালচার কী?
উত্তরআঙ্গুর থেকে মদ তৈরির প্রক্রিয়াকে ভিটিকালচার বলা হয়।
 
15. কোন অরন্যের অধিকাংশ গাছ গুল্ম জাতীয়?
উত্তরভূমধ্যসাগরীয় অরণ্যের অধিকাংশ গাছ গুল্মজাতীয় হয়
 
16. খেলার সামগ্রী প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরউইলো গাছের কাঠ খেলার সামগ্রী প্রস্তুতিতে ব্যবহার করা হয়
 
17. পৃথিবীর মোট উৎপাদিত কাঠ কোন অরণ্য থেকে সংগ্রহ করা হয়?
উত্তরসরলবর্গীয় অরণ্য থেকে পৃথিবীর মোট উৎপাদিত কাঠের অধিকাংশ সংগ্রহ করা হয়
 
18. কোন গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়?
উত্তরশাল গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়
 
19. কোন অরণ্যে অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়?
উত্তরনিরক্ষীয় অরণ্য অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়
 
20. কর্পূর গাছ কোন অরণ্যে জন্মায়?
উত্তরনিরক্ষীয় চিরসবুজ অরণ্য কর্পূর গাছ জন্মায়।
 
21. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তরসুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়
 
22. বিশ্বের কোন মহাদেশে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না?
উত্তরম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না ইউরোপ মহাদেশে
 
23. বিশ্বের কোন দেশে সবচেয়ে কম বনভূমি রয়েছে?
উত্তরকাতার- সবচেয়ে কম বনভূমি রয়েছে
 
24. পৃথিবীর মোট অরন্যের কত শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত?
উত্তরপৃথিবীর মোট অরন্যের 20 শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত
 
25. বিশ্বের মোট অরন্যের কত শতাংশ সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত?
উত্তরবিশ্বের মোট অরন্যের 35% সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত
 
26. সাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য কি নামে পরিচিত?
উত্তরসাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য 'তৈগা' নামে পরিচিত
 
27. সামাজিক বনসৃজন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরজে সি ওস্টোবি সর্বপ্রথম সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহার করেন
 
28. কোন অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার হিসেবে পরিচিত?
উত্তরভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার  হিসেবে পরিচিত
 
29. কোন অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়?
উত্তরসরলবর্গীয় অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়
 
30. কোন অরন্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়?
উত্তরসরলবর্গীয় অরণ্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়
 
31. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরদেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত
 
32. বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন কোন অরণ্যে লক্ষ্য করা যায়?
উত্তরনিরক্ষীয় চিরসবুজ অরণ্যে বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন লক্ষ্য করা যায়
 
33. আয়তনের ভিত্তিতে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?
উত্তরআয়তনের ভিত্তিতে রাশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে
 
34. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন অরন্যের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরনিউজপ্রিন্ট উৎপাদনে সরলবর্গীয় অরণ্যের কাঠ ব্যবহার করা হয়
 
35. শ্যাম্পেন নামক মদ কোন গাছের ফল থেকে প্রস্তুত করা হয়?
উত্তরআঙ্গুর গাছের ফল থেকে শ্যাম্পেন নামক মদ প্রস্তুত করা হয়
 
36. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন দেশে অবস্থিত?
উত্তরবাংলাদেশের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত
 
37. ইউক্যালিপটাসের দেশ কাকে বলে?
উত্তরঅস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়
 
38. ক্রান্তীয় তৃণভূমি অস্ট্রেলিয়ায় কি নামে পরিচিত?
উত্তরক্রান্তীয় তৃণভূমি কে অস্ট্রেলিয়ায় বলা হয় 'মিচেল'
 
39. পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থলভাগের ন্যূনতম শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর33 শতাংশ বনভূমি প্রয়োজন
 
40. কোন অরন্যের বিস্তার সর্বাধিক?
উত্তরসরলবর্গীয় অরণ্যের বিস্তার সর্বাধিক হয়
 
41. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি?
উত্তরপৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম হল তৈগা
 
42. কোন অরণ্যে মোচাকৃতির গাছ দেখা যায়?
উত্তরসরলবর্গীয় অরণ্য মোচাকৃতির কাজ দেখতে পাওয়া যায়
 
43. সরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ কি?
উত্তরসরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ হয় পাইন
 
44. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়?
উত্তরমধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়
 
45. শতকরা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য রয়েছে?
উত্তরমিজোরামের শতকরা অনুযায়ী সর্বাধিক অরণ্য হয়েছে
 
46. বিড়ি শিল্পে কোন গাছের পাতা ব্যবহার করা হয়?
উত্তরকেন্দু পাতা বিড়ি শিল্পে ব্যবহার করা হয়
 
47. কোন ধরনের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে?
উত্তরভূমধ্যসাগরীয় অরণ্যের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে
 
48. পৃথিবীর গভীরতম দুর্ভেদ্যতম অরণ্য?
উত্তরনিরক্ষীয় বৃষ্টি অরণ্য হয় গভীরতম দুর্ভেদ্যতম অরণ্য
 
49. আমাজন অববাহিকার অরণ্যকে কি বলা হয়?
উত্তরআমাজন অববাহিকার অরণ্যকে সেলভা করা হয়
 
50. কোন অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়?
উত্তরক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়
 
51. কোন অরন্যকে চির গোধূলির দেশ বলা হয়?
উত্তরনিরক্ষীয় চিরসবুজ অরণ্য কে চির গোধূলির দেশ বলা হয়
 
52. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে?
উত্তরউত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে 'প্রেইরি' বলা হয়
 
53. ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তরসিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়
 
54. কোন অরণ্যে শ্বাসমূল ঠেসমূল দেখতে পাওয়া যায়?
উত্তরম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল ঠেসমূল দেখতে পাওয়া যায়
 
55. কোন নদীর বদ্বীপ অঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে?
উত্তরবিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে
 
56. কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়?
উত্তরপাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়
 
57. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে কি নামে পরিচিত?
উত্তরভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে '্যাকুই' নামে পরিচিত
 
58. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে কি নামে পরিচিত?
উত্তরভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে '্যাটোরাল' নামে পরিচিত
 
59. ডাউনস তৃণভূমি কোন দেশে দেখা যায়?
উত্তরঅস্ট্রেলিয়ায় ডাউনস তৃণভূমি দেখা যায়
 
60. পম্পাস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়?
উত্তরআর্জেন্টিনার পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়
 
61. ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড কোন দেশে অবস্থিত?
উত্তরজিম্বাবোয়েতে ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড অবস্থিত
 
62. চুইংগাম তৈরিতে কোন গাছের আঠা কাজে লাগে?
উত্তরজাপোটি গাছের আঠা চুইংগাম তৈরিতে কাজে লাগে
 
63. স্তেপ কথাটির অর্থ কি?
উত্তররাশিয়ান শব্দ স্তেপ এর অর্থ হলো উদ্ভিদবিহীন তৃণভূমি
 
64. হাতিঘাস কোন তৃণভূমিতে দেখতে পাওয়া যায়?
উত্তরসাভানা তৃণভূমিতে হাতিঘাস দেখতে পাওয়া যায়
 
65. ক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় কি নামে পরিচিত?
উত্তরক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় '্যানোস' নামে পরিচিত
 
66. ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে কি নামে পরিচিত?
উত্তরক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে 'ক্যাম্পোস' নামে পরিচিত
 
67. নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় কি নামে পরিচিত?
উত্তরনাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় 'ভেল্ড' নামে পরিচিত
 
68. এস্টেনসিয়া কি?
উত্তরআর্জেন্টিনায় যে ক্ষুদ্র তৃণখামার দেখা যায়, তাকে এস্টান্সিয়া বলা হয়।
 
69. চাকরাস কি?
উত্তরআর্জেন্টিনায় বৃহৎ তৃণখামার গুলিকে চাকরাস বলে
 
70. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তরসুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়

Theme images by chuwy. Powered by Blogger.
close