অরণ্য সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
উত্তর: ‘সেলভা’ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
2. 'তৈগা' শব্দের অর্থ কি?
উত্তর: 'তৈগা' শব্দের অর্থ পাইন বন।
3. কোন অরণ্যে জীববৈচিত্র সর্বাধিক দেখা যায়?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।
4. কোন গাছকে কুঠারভাঙা গাছ বলে?
উত্তর: ব্রাজিলের কুইব্রাকো গাছকে কুঠারভাঙা গাছ বলে।
5. কৃত্তিম মাখন বা মার্জারিন কি থেকে তৈরি হয়?
উত্তর: বাবাসু বাদাম গাছের ফল থেকে কৃত্তিম মাখন তৈরি হয়।
6. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়?
উত্তর: কর্ক ওক গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়।
7. কোন গাছ থেকে বোতাম তৈরি করা হয়?
উত্তর: ব্রাজিল নাট নামক গাছ থেকে বোতাম তৈরি করা হয়।
8. বিমানের প্রকোষ্ঠ তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: বিমানের প্রকোষ্ঠ তৈরিতে বালসা গাছের কাঠ ব্যবহার করা হয়।
9. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন হয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য।
10. কোন গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি?
উত্তর: উত্তর গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি।
11. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হয় উড়িষ্যার ভিতরকণিকা অরণ্য।
12. কোন প্রকার উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
উত্তর: ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।
13. ভারতের অধিকাংশ উদ্ভিদ কি প্রকৃতির?
উত্তর: ভারতের অধিকাংশ উদ্ভিদ আর্দ্র পাতাঝরা প্রকৃতির হয়।
14. ভিটিকালচার কী?
উত্তর: আঙ্গুর থেকে মদ তৈরির প্রক্রিয়াকে ভিটিকালচার বলা হয়।
15. কোন অরন্যের অধিকাংশ গাছ গুল্ম জাতীয়?
উত্তর: ভূমধ্যসাগরীয় অরণ্যের অধিকাংশ গাছ গুল্মজাতীয় হয়।
16. খেলার সামগ্রী প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তর: উইলো গাছের কাঠ খেলার সামগ্রী প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
17. পৃথিবীর মোট উৎপাদিত কাঠ কোন অরণ্য থেকে সংগ্রহ করা হয়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য থেকে পৃথিবীর মোট উৎপাদিত কাঠের অধিকাংশ সংগ্রহ করা হয়।
18. কোন গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়?
উত্তর: শাল গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়।
19. কোন অরণ্যে অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়?
উত্তর: নিরক্ষীয় অরণ্য অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়।
20. কর্পূর গাছ কোন অরণ্যে জন্মায়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কর্পূর গাছ জন্মায়।
21. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তর: সুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়।
22. বিশ্বের কোন মহাদেশে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না ইউরোপ মহাদেশে।
23. বিশ্বের কোন দেশে সবচেয়ে কম বনভূমি রয়েছে?
উত্তর: কাতার-এ সবচেয়ে কম বনভূমি রয়েছে।
24. পৃথিবীর মোট অরন্যের কত শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত?
উত্তর: পৃথিবীর মোট অরন্যের 20 শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত।
25. বিশ্বের মোট অরন্যের কত শতাংশ সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত?
উত্তর: বিশ্বের মোট অরন্যের 35% সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত।
26. সাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য কি নামে পরিচিত?
উত্তর: সাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য 'তৈগা' নামে পরিচিত।
27. সামাজিক বনসৃজন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জে সি ওস্টোবি সর্বপ্রথম সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহার করেন।
28. কোন অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার হিসেবে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার হিসেবে পরিচিত।
29. কোন অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়?
উত্তর: সরলবর্গীয় অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়।
30. কোন অরন্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়?
উত্তর: সরলবর্গীয় অরণ্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়।
31. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত।
32. বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন কোন অরণ্যে লক্ষ্য করা যায়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন লক্ষ্য করা যায়।
33. আয়তনের ভিত্তিতে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?
উত্তর: আয়তনের ভিত্তিতে রাশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
34. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন অরন্যের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: নিউজপ্রিন্ট উৎপাদনে সরলবর্গীয় অরণ্যের কাঠ ব্যবহার করা হয়।
35. শ্যাম্পেন নামক মদ কোন গাছের ফল থেকে প্রস্তুত করা হয়?
উত্তর: আঙ্গুর গাছের ফল থেকে শ্যাম্পেন নামক মদ প্রস্তুত করা হয়।
36. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন দেশে অবস্থিত?
উত্তর: বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত।
37. ইউক্যালিপটাসের দেশ কাকে বলে?
উত্তর: অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়।
38. ক্রান্তীয় তৃণভূমি অস্ট্রেলিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি কে অস্ট্রেলিয়ায় বলা হয় 'মিচেল'।
39. পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থলভাগের ন্যূনতম শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর: 33 শতাংশ বনভূমি প্রয়োজন।
40. কোন অরন্যের বিস্তার সর্বাধিক?
উত্তর: সরলবর্গীয় অরণ্যের বিস্তার সর্বাধিক হয়।
41. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম হল তৈগা।
42. কোন অরণ্যে মোচাকৃতির গাছ দেখা যায়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য মোচাকৃতির কাজ দেখতে পাওয়া যায়।
43. সরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ কি?
উত্তর: সরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ হয় পাইন।
44. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়?
উত্তর: মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়।
45. শতকরা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য রয়েছে?
উত্তর: মিজোরামের শতকরা অনুযায়ী সর্বাধিক অরণ্য হয়েছে।
46. বিড়ি শিল্পে কোন গাছের পাতা ব্যবহার করা হয়?
উত্তর: কেন্দু পাতা বিড়ি শিল্পে ব্যবহার করা হয়।
47. কোন ধরনের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে?
উত্তর: ভূমধ্যসাগরীয় অরণ্যের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে।
48. পৃথিবীর গভীরতম ও দুর্ভেদ্যতম অরণ্য?
উত্তর: নিরক্ষীয় বৃষ্টি অরণ্য হয় গভীরতম দুর্ভেদ্যতম অরণ্য।
49. আমাজন অববাহিকার অরণ্যকে কি বলা হয়?
উত্তর: আমাজন অববাহিকার অরণ্যকে সেলভা করা হয়।
50. কোন অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়।
51. কোন অরন্যকে চির গোধূলির দেশ বলা হয়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কে চির গোধূলির দেশ বলা হয়।
52. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে?
উত্তর: উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে 'প্রেইরি' বলা হয়।
53. ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তর: সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।
54. কোন অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়।
55. কোন নদীর বদ্বীপ অঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে?
উত্তর: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে।
56. কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়?
উত্তর: পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়।
57. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে কি নামে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে 'ম্যাকুই' নামে পরিচিত।
58. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে কি নামে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে 'ম্যাটোরাল' নামে পরিচিত।
59. ডাউনস তৃণভূমি কোন দেশে দেখা যায়?
উত্তর: অস্ট্রেলিয়ায় ডাউনস তৃণভূমি দেখা যায়।
60. পম্পাস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়?
উত্তর: আর্জেন্টিনার পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়।
61. ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড কোন দেশে অবস্থিত?
উত্তর: জিম্বাবোয়েতে ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড অবস্থিত।
62. চুইংগাম তৈরিতে কোন গাছের আঠা কাজে লাগে?
উত্তর: জাপোটি গাছের আঠা চুইংগাম তৈরিতে কাজে লাগে।
63. স্তেপ কথাটির অর্থ কি?
উত্তর: রাশিয়ান শব্দ স্তেপ এর অর্থ হলো উদ্ভিদবিহীন তৃণভূমি।
64. হাতিঘাস কোন তৃণভূমিতে দেখতে পাওয়া যায়?
উত্তর: সাভানা তৃণভূমিতে হাতিঘাস দেখতে পাওয়া যায়।
65. ক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় 'ল্যানোস' নামে পরিচিত।
66. ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে 'ক্যাম্পোস' নামে পরিচিত।
67. নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় কি নামে পরিচিত?
উত্তর: নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় 'ভেল্ড' নামে পরিচিত।
68. এস্টেনসিয়া কি?
উত্তর: আর্জেন্টিনায় যে ক্ষুদ্র তৃণখামার দেখা যায়, তাকে এস্টান্সিয়া বলা হয়।
69. চাকরাস কি?
উত্তর: আর্জেন্টিনায় বৃহৎ তৃণখামার গুলিকে চাকরাস বলে।
70. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তর: সুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়।
2. 'তৈগা' শব্দের অর্থ কি?
উত্তর: 'তৈগা' শব্দের অর্থ পাইন বন।
3. কোন অরণ্যে জীববৈচিত্র সর্বাধিক দেখা যায়?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।
4. কোন গাছকে কুঠারভাঙা গাছ বলে?
উত্তর: ব্রাজিলের কুইব্রাকো গাছকে কুঠারভাঙা গাছ বলে।
5. কৃত্তিম মাখন বা মার্জারিন কি থেকে তৈরি হয়?
উত্তর: বাবাসু বাদাম গাছের ফল থেকে কৃত্তিম মাখন তৈরি হয়।
6. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়?
উত্তর: কর্ক ওক গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়।
7. কোন গাছ থেকে বোতাম তৈরি করা হয়?
উত্তর: ব্রাজিল নাট নামক গাছ থেকে বোতাম তৈরি করা হয়।
8. বিমানের প্রকোষ্ঠ তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: বিমানের প্রকোষ্ঠ তৈরিতে বালসা গাছের কাঠ ব্যবহার করা হয়।
9. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন হয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য।
10. কোন গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি?
উত্তর: উত্তর গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার বেশি।
11. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হয় উড়িষ্যার ভিতরকণিকা অরণ্য।
12. কোন প্রকার উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
উত্তর: ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।
13. ভারতের অধিকাংশ উদ্ভিদ কি প্রকৃতির?
উত্তর: ভারতের অধিকাংশ উদ্ভিদ আর্দ্র পাতাঝরা প্রকৃতির হয়।
14. ভিটিকালচার কী?
উত্তর: আঙ্গুর থেকে মদ তৈরির প্রক্রিয়াকে ভিটিকালচার বলা হয়।
15. কোন অরন্যের অধিকাংশ গাছ গুল্ম জাতীয়?
উত্তর: ভূমধ্যসাগরীয় অরণ্যের অধিকাংশ গাছ গুল্মজাতীয় হয়।
16. খেলার সামগ্রী প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তর: উইলো গাছের কাঠ খেলার সামগ্রী প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
17. পৃথিবীর মোট উৎপাদিত কাঠ কোন অরণ্য থেকে সংগ্রহ করা হয়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য থেকে পৃথিবীর মোট উৎপাদিত কাঠের অধিকাংশ সংগ্রহ করা হয়।
18. কোন গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়?
উত্তর: শাল গাছের রস থেকে ধুনা তৈরি করা হয়।
19. কোন অরণ্যে অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়?
উত্তর: নিরক্ষীয় অরণ্য অধিক পরজীবী উদ্ভিদ জন্মায়।
20. কর্পূর গাছ কোন অরণ্যে জন্মায়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কর্পূর গাছ জন্মায়।
21. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তর: সুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়।
22. বিশ্বের কোন মহাদেশে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় না ইউরোপ মহাদেশে।
23. বিশ্বের কোন দেশে সবচেয়ে কম বনভূমি রয়েছে?
উত্তর: কাতার-এ সবচেয়ে কম বনভূমি রয়েছে।
24. পৃথিবীর মোট অরন্যের কত শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত?
উত্তর: পৃথিবীর মোট অরন্যের 20 শতাংশ ক্রান্তীয় বৃষ্টি অরন্যের অন্তর্গত।
25. বিশ্বের মোট অরন্যের কত শতাংশ সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত?
উত্তর: বিশ্বের মোট অরন্যের 35% সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত।
26. সাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য কি নামে পরিচিত?
উত্তর: সাইবেরিয়ায় সরলবর্গীয় অরণ্য 'তৈগা' নামে পরিচিত।
27. সামাজিক বনসৃজন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জে সি ওস্টোবি সর্বপ্রথম সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহার করেন।
28. কোন অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার হিসেবে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য অঞ্চল পৃথিবীর ফলের ভান্ডার হিসেবে পরিচিত।
29. কোন অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়?
উত্তর: সরলবর্গীয় অরন্যকে 'নরম কাঠের অরণ্য' বলা হয়।
30. কোন অরন্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়?
উত্তর: সরলবর্গীয় অরণ্যকে বিশুদ্ধ অরণ্য বলা হয়।
31. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত।
32. বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন কোন অরণ্যে লক্ষ্য করা যায়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে বৃক্ষের উচ্চতা অনুসারে স্তরায়ন লক্ষ্য করা যায়।
33. আয়তনের ভিত্তিতে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?
উত্তর: আয়তনের ভিত্তিতে রাশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
34. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন অরন্যের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: নিউজপ্রিন্ট উৎপাদনে সরলবর্গীয় অরণ্যের কাঠ ব্যবহার করা হয়।
35. শ্যাম্পেন নামক মদ কোন গাছের ফল থেকে প্রস্তুত করা হয়?
উত্তর: আঙ্গুর গাছের ফল থেকে শ্যাম্পেন নামক মদ প্রস্তুত করা হয়।
36. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন দেশে অবস্থিত?
উত্তর: বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত।
37. ইউক্যালিপটাসের দেশ কাকে বলে?
উত্তর: অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়।
38. ক্রান্তীয় তৃণভূমি অস্ট্রেলিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি কে অস্ট্রেলিয়ায় বলা হয় 'মিচেল'।
39. পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থলভাগের ন্যূনতম শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর: 33 শতাংশ বনভূমি প্রয়োজন।
40. কোন অরন্যের বিস্তার সর্বাধিক?
উত্তর: সরলবর্গীয় অরণ্যের বিস্তার সর্বাধিক হয়।
41. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম হল তৈগা।
42. কোন অরণ্যে মোচাকৃতির গাছ দেখা যায়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য মোচাকৃতির কাজ দেখতে পাওয়া যায়।
43. সরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ কি?
উত্তর: সরলবর্গীয় অরণ্যের প্রধান বৃক্ষ হয় পাইন।
44. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়?
উত্তর: মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়।
45. শতকরা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য রয়েছে?
উত্তর: মিজোরামের শতকরা অনুযায়ী সর্বাধিক অরণ্য হয়েছে।
46. বিড়ি শিল্পে কোন গাছের পাতা ব্যবহার করা হয়?
উত্তর: কেন্দু পাতা বিড়ি শিল্পে ব্যবহার করা হয়।
47. কোন ধরনের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে?
উত্তর: ভূমধ্যসাগরীয় অরণ্যের পাতাগুলি মোমজাতীয় পদার্থের আবরণে ঢাকা থাকে।
48. পৃথিবীর গভীরতম ও দুর্ভেদ্যতম অরণ্য?
উত্তর: নিরক্ষীয় বৃষ্টি অরণ্য হয় গভীরতম দুর্ভেদ্যতম অরণ্য।
49. আমাজন অববাহিকার অরণ্যকে কি বলা হয়?
উত্তর: আমাজন অববাহিকার অরণ্যকে সেলভা করা হয়।
50. কোন অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়।
51. কোন অরন্যকে চির গোধূলির দেশ বলা হয়?
উত্তর: নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কে চির গোধূলির দেশ বলা হয়।
52. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে?
উত্তর: উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে 'প্রেইরি' বলা হয়।
53. ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তর: সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।
54. কোন অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়।
55. কোন নদীর বদ্বীপ অঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে?
উত্তর: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে।
56. কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়?
উত্তর: পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়।
57. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে কি নামে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ ফ্রান্সে 'ম্যাকুই' নামে পরিচিত।
58. ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে কি নামে পরিচিত?
উত্তর: ভূমধ্যসাগরীয় গুল্ম জাতীয় উদ্ভিদ চিলিতে 'ম্যাটোরাল' নামে পরিচিত।
59. ডাউনস তৃণভূমি কোন দেশে দেখা যায়?
উত্তর: অস্ট্রেলিয়ায় ডাউনস তৃণভূমি দেখা যায়।
60. পম্পাস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়?
উত্তর: আর্জেন্টিনার পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়।
61. ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড কোন দেশে অবস্থিত?
উত্তর: জিম্বাবোয়েতে ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যন্ড অবস্থিত।
62. চুইংগাম তৈরিতে কোন গাছের আঠা কাজে লাগে?
উত্তর: জাপোটি গাছের আঠা চুইংগাম তৈরিতে কাজে লাগে।
63. স্তেপ কথাটির অর্থ কি?
উত্তর: রাশিয়ান শব্দ স্তেপ এর অর্থ হলো উদ্ভিদবিহীন তৃণভূমি।
64. হাতিঘাস কোন তৃণভূমিতে দেখতে পাওয়া যায়?
উত্তর: সাভানা তৃণভূমিতে হাতিঘাস দেখতে পাওয়া যায়।
65. ক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি কলম্বিয়ায় 'ল্যানোস' নামে পরিচিত।
66. ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে 'ক্যাম্পোস' নামে পরিচিত।
67. নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় কি নামে পরিচিত?
উত্তর: নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় 'ভেল্ড' নামে পরিচিত।
68. এস্টেনসিয়া কি?
উত্তর: আর্জেন্টিনায় যে ক্ষুদ্র তৃণখামার দেখা যায়, তাকে এস্টান্সিয়া বলা হয়।
69. চাকরাস কি?
উত্তর: আর্জেন্টিনায় বৃহৎ তৃণখামার গুলিকে চাকরাস বলে।
70. শতকরা হিসাবে বিশ্বের কোন দেশে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তর: সুরিনামে শতকরা হিসেবে সর্বাধিক অরণ্য দেখতে পাওয়া যায়।