আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Regional Economic Development SAQ, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, Geopedia Info, www.geopediainfo.com
Regional Economic Development SAQ

1. উন্নয়নের সংজ্ঞা দাও ?
উত্তরযে প্রক্রিয়ায় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো দেশ বা অঞ্চলের সকল মানুষের অর্থনৈতিকসামাজিক রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতি ঘটে এবং অসাম্য হ্রাস  পায় তাকে উন্নয়ন বলে।

 
2. অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝোয় ?
উত্তরযে প্রক্রিয়ায় কোন দেশের উৎপাদন বৃদ্ধিজাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধির  সাথে সাথে বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসদারিদ্র্যের অবসানঅসাম্য হ্রাস এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি  পায়তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
 
3. অর্থনৈতিক উন্নয়নের জনক কাকে বলা হয় ?
উত্তরউইলিয়াম আর্থার লুইস কে অর্থনৈতিক উন্নয়নের জনক বলা হয়।
 
4. স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায় ?
পরিবেশের ভারসাম্য বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সাথে কোনরূপ আপস না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকে স্থিতিশীল উন্নয়ন বলে।
 
5. মানব উন্নয়ন বলতে কী বোঝায় ?
উত্তরযে প্রক্রিয়ায় মানুষের খাদ্যবস্ত্রবাসস্থানস্বাস্থ্যশিক্ষা আয় প্রকৃতির সার্বিক উন্নয়ন ঘটেতাকে মানব উন্নয়ন বলে।
 
6. দুটি আন্তর্জাতিক উন্নয়ন রিপোর্ট এর নাম লেখ ?
উত্তরদুটি আন্তর্জাতিক উন্নয়ন রিপোর্ট হল-
1. রাষ্ট্রপুঞ্জের দ্বারা প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট।
2. বিশ্বব্যাংক দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট।
 
7. মানব উন্নয়নের সূচক গুলো কি কি ?
উত্তরমানব উন্নয়ন সূচক গুলি হল প্রত্যাশিত আয়ুষ্কালসাক্ষরতা মাথাপিছু উৎপাদন।
 
8. মানব উন্নয়ন সূচক এর মান কত থেকে কত মধ্যে হয় ?
উত্তর:  মানব উন্নয়ন সূচক এর মান 0-1 মধ্যে হয়।
 
9. মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে ভারতের স্থান কত তম ?
উত্তরমানব উন্নয়ন সূচকের ভিত্তিতে ভারতের স্থান হল 129 তম (2019)
 
10. ভারতের কোন রাজ্যে মানব উন্নয়ন হার সবচেয়ে বেশি ?
উত্তরভারতের কেরালা রাজ্যের মানব উন্নয়ন হার সবচেয়ে বেশি(2019)
 
11. অঞ্চল কাকে বলে ?
উত্তরএক বা একাধিক সমধর্মী গুনবিশিষ্ট দৈশিক একক বা সুনির্দিষ্ট সীমানার মধ্যবর্তী ভৌগোলিক এলাকাকে অঞ্চল বলা হয়।
 
12. বাহ্যিক অঞ্চল কাকে বলে ?
উত্তরভূপ্রকৃতি জলবায়ু মাটি স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি সমধর্মী প্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত ভৌগোলিক অঞ্চলকে বাহ্যিক বা রীতিসিদ্ধ অঞ্চল বলে।
 
13. ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে ?
উত্তরকৃষি শিল্প বাণিজ্য প্রশাসন পরিবহন যোগাযোগ ইত্যাদি কার্যাবলি ভিত্তিক সমতা পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে পরস্পর সংযুক্ত হওয়া অঞ্চলকে ক্রিয়ামূলক অঞ্চল বলা হয়।
 
14. পরিকল্পনা অঞ্চল কাকে বলে ?
উত্তরপ্রথাগত কার্যকরী একক যখন একত্রিত হয়ে উপযুক্ত উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা কর্মসূচি নেওয়া হয় এবং উক্ত অঞ্চলটি বৈশিষ্ট্যগত দিক থেকে অন্য অঞ্চল অপেক্ষা পৃথক হয়তাকে পরিকল্পনা অঞ্চল বলে।
 
15. বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায় ?
উত্তরযে পরিকল্পনা অঞ্চলে উন্নয়নের উদ্দেশ্যে সময় প্রয়োজন অনুসারে পরিকল্পনা অঞ্চলের তিনটি স্তর এর মাধ্যমে উন্নয়ন ঘটানো হয় তাকে বলা হয় বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল।
 
16. ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও ?
উত্তরঅপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলজুড়ে স্থানীয় স্তরে পরিকল্পনা প্রণয়ন করে যে অঞ্চল গড়ে তোলা হয়তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে।
 
17. মাঝারি পরিকল্পনা অঞ্চল কাকে বলে ?
উত্তরএকটি প্রাকৃতিক অর্থ সামাজিক অবস্থা সমস্যার দিক থেকে সমধর্মী কতগুলি ক্ষুদ্র অঞ্চলের সমষ্টিকে মাঝারি পরিকল্পনাঅঞ্চল বলা হয়।
 
18. বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে ?
উত্তরএকাধিক রাজ্য বা তার অংশ নিয়ে গঠিত অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে একাধিক মাঝারি অঞ্চলের সমষ্টি হল বৃহৎ পরিকল্পনা অঞ্চল।
 
19. নীতি আয়োগ কি ?
উত্তরভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঠিক রূপায়ণ এবং দেশের উন্নয়নের দিশা ঠিক করতে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হল নীতি আয়োগ।
 
20. মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP কি ?
উত্তরকোন এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য সামগ্রী এবং পরিষেবার যোগফলকে ওই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (Gross domestic product বা GDP) বলা হয়।
 
21. কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন ?
উত্তরকে. এস. রামচন্দ্রন 1961 সালে ভারতকে 5 টি বৃহদায়তন পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন।
 
 
 ছত্রিশগড় (Chhattisgarh)
 
1. ছত্রিশগড় রাজ্য কবে স্থাপিত হয় ?
উত্তরছত্রিশগড় রাজ্য 2000 সালের 1 নভেম্বরে ভারতের 26 তম অঙ্গরাজ্য হিসেবে গঠিত হয়।
 
2. কোন রাজ্যের কিছু অংশ নিয়ে ছত্রিশগড় রাজ্যটি সৃষ্টি হয় ?
উত্তরমধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে ছত্রিশগড় রাজ্যটি সৃষ্টি হয়।
 
3. ছত্রিশগড়ের রাজধানীর নাম কি ?
উত্তরছত্রিশগড় এর রাজধানী হল রায়পুর।
 
4. ছত্রিশগড়ে বসবাসকারী দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম লেখো ?
উত্তরমারিয়া ধাওয়ার হল ছত্রিশগড়ের বসবাসকারী দুটি আদিবাসী সম্প্রদায়।
 
5. ছত্রিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরছত্রিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গৌরী লতা।
 
6. ছত্রিশগড়ের প্রধান নদীর নাম কি ?
উত্তরছত্রিশগড়ের প্রধান নদী হল মহানদী।
 
7. কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ?
উত্তরচিত্রকূট জলপ্রপাত কে ভারতের নায়াগ্রা বলা হয়
 
8. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরচিত্রকূট জলপ্রপাত ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত।
 
9. ছত্তিশগড়ের প্রধান ফসল কী ?
উত্তরছত্রিশগড়ের প্রধান ফসল হল ধান।
 
10. ছত্রিশগড়ের প্রধান দুটি খনিজ সম্পদের নাম লেখো ?
উত্তরছত্রিশগড়ের দুটি প্রধান খনিজ কয়লা আকরিক লোহা
 
11. ছত্রিশগড়ের প্রধান কয়লা খনি কোনটি ?
উত্তরছত্রিশগড়ের প্রধান কয়লা খনি হল কোরবা।
 
12. ছত্রিশগড়ের প্রধান লৌহ খনি কোনটি ?
উত্তরছত্রিশগড়ের প্রধান লৌহ খনি হল বাইলাডিলা।
 
13. ছত্রিশগড়ের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম কি ?
উত্তরভিলাই হল ছত্রিশগড়ের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা।
 
14. ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে ?
উত্তরদাল্লি-রাজহারা খনি থেকে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র টি আকরিক লোহা সংগ্রহ করে।
 
15. ছত্রিশগড়ের প্রধান খনিজ কোনটি ?
উত্তরছত্তিশগড়ের প্রধান খনিজ কয়লা।
 
 বেঙ্গালুরু-ইলেকট্রনিক্স শিল্প (Electronic industry-Bangalore)
 
1. ইলেক্ট্রনিক্স বা বৈদ্যুতিক শিল্প বলতে কী বোঝায় ?
উত্তরইলেকট্রন কণার প্রবাহের ভিত্তিতে ইলেকট্রনিক নকশা তৈরি করে বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রকার সরঞ্জাম যে শিল্পে উৎপাদন করা হয়তাকে ইলেক্ট্রনিক্স শিল্প বলে।
 
2. কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট বা integrated circuit তৈরির প্রধান উপাদান কি ?
উত্তরকম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট তৈরির প্রধান উপাদান হলো সিলিকন।
 
 
3. ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরভারতের সিলিকন উপত্যকা বলা হয় কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরকে।
 
4. বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তরবেঙ্গালুরু বৈদ্যুতিক শিল্পের জন্য বিখ্যাত।
 
5. বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পের জনক কে ?
উত্তররামকৃষ্ণ বালিগাকে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক বলা হয়।
 
6. ভারতের বৃহত্তম বৈদ্যুতিক শিল্প কেন্দ্র ?
উত্তরবেঙ্গালুরু হয় ভারতের বৃহত্তম বৈদ্যুতিক শিল্প কেন্দ্র 
 
 
হলদিয়া বন্দরের বিকাশ (Growth of Haldia port)
 
1. কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি ?
উত্তরহলদিয়া বন্দর হল কলকাতা বন্দর এর পরিপূরক বন্দর।
 
2. হলদিয়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরহলদিয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।
 
3. হলদিয়া কি ধরনের বন্দর ?
উত্তরহলদিয়া একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত নদীবন্দর যার গভীরতা প্রায় 10 মিটারের কিছু বেশি।
 
4. কোন দুটি নদীর মিলন স্থলে হলদিয়া বন্দর অবস্থিত ?
উত্তরহুগলি নদী হলদি নদীর সঙ্গমস্থলে হলদিয়া বন্দর অবস্থিত।
 
5. বন্দর কি ?
উত্তরসমুদ্র নদী তীরবর্তী স্থানে জাহাজ নোঙ্গর করেপণ্য ওঠানো-নামানো হয়প্রয়োজন মতো মেরামতির কাজ হয়ঝড়-ঝঞ্ঝার সময় আশ্রয় গ্রহণ করে এবং যাত্রী পরিবহন করেতাকে বন্দর বলে।
 
6. পোতাশ্রয় কি ?
উত্তরবন্দরের যে স্থানে জাহাজ প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরাপদে আশ্রয় গ্রহণ করে প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়তাকে পোতাশ্রয় বলে।
 
7. পশ্চাদভূমি কি ?
উত্তরকোন বন্দরের পেছনের স্থলভাগের যেসব অঞ্চল থেকে পণ্য দ্রব্য আমদানি রপ্তানি এই বন্দরের মাধ্যমে করা হয় ,তাকে সেই বন্দরের পশ্চাদভূমি বলে।
 
8. হলদিয়া বন্দর কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় ?
উত্তরহলদিয়া বন্দর পরিচালিত হয় কলকাতা পোর্ট ট্রাস্ট সংস্থার দ্বারা।
 
9. হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি ?
উত্তরহলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পেট্রোকেমিক্যাল শিল্প।
 
10. হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত দ্রব্যের নাম লেখ ?
উত্তরঅশোধিত খনিজ তেল হল হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত দ্রব্য।
 
11. হলদিয়া বন্দরের প্রধান রপ্তানিকৃত দ্রব্যের নাম লেখ ?
উত্তরহলদিয়া বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য হল লৌহ আকরিকচা পাটজাত দ্রব্য।
 
12. হলদিয়া বন্দরের প্রধান সমস্যা কি ?
উত্তরহলদিয়া বন্দরের প্রধান সমস্যা হলো হুগলি নদীর নাব্যতা হ্রাস। যা জাহাজ চলাচলে অসুবিধা সৃষ্টি করে।
Theme images by chuwy. Powered by Blogger.
close