বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
![]() |
Exogenous Processes and Associated Landforms - SAQ |
1. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি ?
উত্তর: যে সমস্ত প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের অর্থাৎ পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন ও বিবর্তন ঘটায়, তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।
2. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার ও কি কি ?
উত্তর: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হয় দুই প্রকার পার্থিব প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া।
3. ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: যে সব প্রক্রিয়া পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয় এবং ভূমিরূপ গঠনে অংশগ্রহণ করে, তাকে পার্থিব ও প্রক্রিয়া বলে।
4. ভূমিরূপ গঠনকারী অপার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: বিভিন্ন মহাজাগতিক বস্তুর (যেমন উল্কা) পতনের ফলে ভূপৃষ্ঠে যে পরিবর্তন ঘটে, তাকে অপার্থিব প্রক্রিয়া বলে।
5. ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়ার প্রধান ভাগ কি কি ?
উত্তর: ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়া কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1.অন্তর্জাত প্রক্রিয়া 2.বহির্জাত প্রক্রিয়া।
6. অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে সকল প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে চলেছে সেগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে।
7. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ?
উত্তর: যে ভূমিরূপ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠ অংশে বহির্জাত শক্তি নগ্নীভবন ঘটায়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
8. গ্রেড কথাটির অর্থ কি ?
উত্তর: গ্রেড (Grade) এর বাংলা প্রতিশব্দ হলো পর্যায় বা ক্রম।
9. গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: গ্রেড (Grade) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি. কে. গিলবার্ট, 1876 সালে।
10. পর্যায়ন কাকে বলে ?
উত্তর: বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরন প্রক্রিয়াকে পর্যায়ন বলে।
11. পর্যায়নের প্রক্রিয়া গুলি কি কি ?
উত্তর: পর্যায়নের প্রক্রিয়া গুলি হয়- অবরোহন প্রক্রিয়া ও আরোহন প্রক্রিয়া।
12. অবরোহন কাকে বলে ?
উত্তর: যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর কোন উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয় এবং উচ্চতা হ্রাস পায়, তাকে অবরোহন বলে।
13. আরোহন কাকে বলে ?
উত্তর: যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠে নিচে অংশে সঞ্চিত হয় এবং উচ্চতা বৃদ্ধি করে, তাকে আরোহন বলে।
14. আবহবিকার (Weathering) কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ এবং বিয়জিত হয়ে সেই স্থানে অবস্থান করে তাকে আবহবিকার বলে।
15. যান্ত্রিক আবহবিকার কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয় এবং শিলাচূর্ণ জনক শিলার ওপর পড়ে থাকে, তাকে যান্ত্রিক আবহবিকার বলে।
16. উষ্ণ মরু অঞ্চল এবং শীতল পার্বত্য বা মেরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রাধান্য পায় ?
উত্তর: উষ্ণ মরু অঞ্চল এবং শীতল পার্বত্য বা মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়।
17. রাসায়নিক আবহবিকার কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত করে এবং উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তাকে রাসায়নিক আবহবিকার বলে।
18. নিরক্ষীয় এবং আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রাধান্য পায় ?
উত্তর: নিরক্ষীয় এবং আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য পায়।
19. জৈবিক আবহবিকার কি ?
উত্তর: যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ ও রাসায়নিকভাবে বিয়োজিত হয় এবং উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তাকে জৈবিক আবহবিকার বলে।
20. পুঞ্জিত ক্ষয় কি ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তি টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে।
21. ক্ষয়ীভবন বলতে কী বোঝো ?
উত্তর: যে প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ বিয়োজিত হয়ে উৎপত্তিস্থল থেকে অপসারিত হয়, তাকে ক্ষয়ীভবন বলা হয়।
22. নগ্নীভবন কাকে বলে ?
উত্তর: আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে শিলাস্তরের চূর্ণ-বিচূর্ণ খন্ড অপসারিত হয় অভ্যন্তরভাগ উন্মুক্ত হয় তাকে নগ্নীভবন বলে।
23. ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো ?
উত্তর: ক্ষয়কাজের মাধ্যমে উচ্চভূমির সমতলীকরন প্রক্রিয়া একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সক্রিয় থাকে, তাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা।
24. পর্যায়ন প্রক্রিয়া প্রধান মাধ্যম গুলো কি কি ?
উত্তর: পর্যায়ন প্রক্রিয়া প্রধান মাধ্যম গুলি হল নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল প্রভৃতি।
2. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার ও কি কি ?
উত্তর: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হয় দুই প্রকার পার্থিব প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া।
3. ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: যে সব প্রক্রিয়া পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয় এবং ভূমিরূপ গঠনে অংশগ্রহণ করে, তাকে পার্থিব ও প্রক্রিয়া বলে।
4. ভূমিরূপ গঠনকারী অপার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: বিভিন্ন মহাজাগতিক বস্তুর (যেমন উল্কা) পতনের ফলে ভূপৃষ্ঠে যে পরিবর্তন ঘটে, তাকে অপার্থিব প্রক্রিয়া বলে।
5. ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়ার প্রধান ভাগ কি কি ?
উত্তর: ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়া কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1.অন্তর্জাত প্রক্রিয়া 2.বহির্জাত প্রক্রিয়া।
6. অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে সকল প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে চলেছে সেগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে।
7. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ?
উত্তর: যে ভূমিরূপ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠ অংশে বহির্জাত শক্তি নগ্নীভবন ঘটায়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
8. গ্রেড কথাটির অর্থ কি ?
উত্তর: গ্রেড (Grade) এর বাংলা প্রতিশব্দ হলো পর্যায় বা ক্রম।
9. গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: গ্রেড (Grade) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি. কে. গিলবার্ট, 1876 সালে।
10. পর্যায়ন কাকে বলে ?
উত্তর: বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরন প্রক্রিয়াকে পর্যায়ন বলে।
11. পর্যায়নের প্রক্রিয়া গুলি কি কি ?
উত্তর: পর্যায়নের প্রক্রিয়া গুলি হয়- অবরোহন প্রক্রিয়া ও আরোহন প্রক্রিয়া।
12. অবরোহন কাকে বলে ?
উত্তর: যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর কোন উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয় এবং উচ্চতা হ্রাস পায়, তাকে অবরোহন বলে।
13. আরোহন কাকে বলে ?
উত্তর: যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠে নিচে অংশে সঞ্চিত হয় এবং উচ্চতা বৃদ্ধি করে, তাকে আরোহন বলে।
14. আবহবিকার (Weathering) কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ এবং বিয়জিত হয়ে সেই স্থানে অবস্থান করে তাকে আবহবিকার বলে।
15. যান্ত্রিক আবহবিকার কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয় এবং শিলাচূর্ণ জনক শিলার ওপর পড়ে থাকে, তাকে যান্ত্রিক আবহবিকার বলে।
16. উষ্ণ মরু অঞ্চল এবং শীতল পার্বত্য বা মেরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রাধান্য পায় ?
উত্তর: উষ্ণ মরু অঞ্চল এবং শীতল পার্বত্য বা মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়।
17. রাসায়নিক আবহবিকার কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত করে এবং উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তাকে রাসায়নিক আবহবিকার বলে।
18. নিরক্ষীয় এবং আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রাধান্য পায় ?
উত্তর: নিরক্ষীয় এবং আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য পায়।
19. জৈবিক আবহবিকার কি ?
উত্তর: যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ ও রাসায়নিকভাবে বিয়োজিত হয় এবং উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তাকে জৈবিক আবহবিকার বলে।
20. পুঞ্জিত ক্ষয় কি ?
উত্তর: যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তি টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে।
21. ক্ষয়ীভবন বলতে কী বোঝো ?
উত্তর: যে প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ বিয়োজিত হয়ে উৎপত্তিস্থল থেকে অপসারিত হয়, তাকে ক্ষয়ীভবন বলা হয়।
22. নগ্নীভবন কাকে বলে ?
উত্তর: আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে শিলাস্তরের চূর্ণ-বিচূর্ণ খন্ড অপসারিত হয় অভ্যন্তরভাগ উন্মুক্ত হয় তাকে নগ্নীভবন বলে।
23. ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো ?
উত্তর: ক্ষয়কাজের মাধ্যমে উচ্চভূমির সমতলীকরন প্রক্রিয়া একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সক্রিয় থাকে, তাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা।
24. পর্যায়ন প্রক্রিয়া প্রধান মাধ্যম গুলো কি কি ?
উত্তর: পর্যায়ন প্রক্রিয়া প্রধান মাধ্যম গুলি হল নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল প্রভৃতি।