জনবসতি - গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

Settlement at a Glance, জনবসতি -  গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, Geopedia Info, www.geopediainfo.com

Settlement At a Glance

Settlement At a Glance

গ্রামীন বসতি

1. গ্রামের পোশাকি নাম হল   মৌজা।

2. স্থায়ী জনবসতি অঞ্চলকে বলে   এক্যুমেন।

3. প্রাচীন যুগের বসতির উদাহরণ হল   হরপ্পাবৃন্দাবনমক্কা  জেরুজালেম।

4. মধ্যযুগের বসতির উদাহরণ হল   দিল্লি,কানপুর আগ্রা।
 
5. আধুনিক যুগের বসতির উদাহরণ হল   চন্ডিগড়বিধান নগরভুবনেশ্বর।
 
6. মূল গ্রামীণ বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্রাকৃতি গ্রাম হল   হ্যামলেট।
 
7. সর্বনিম্ন নিম্নস্তরে ক্ষুদ্রতম প্রশাসনিক একক হল   মৌজা।
 
8. জনগণনা রাজস্ব আদায়ের জন্য মৌজা কে বলা হয়   সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম।
 
9. মৌজা মানচিত্র বা ক্যাডেস্ট্রাল ম্যাপ এর স্কেল হল   16 ইঞ্চিতে 1 মাইল।
 
10. জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয়   জলবিন্দু বসতি।
 
11. বন্যা অথবা বর্ষার জলে ডুবে যায় না এমন উঁচু অথচ শুষ্ক অংশে গড়ে ওঠা বসতিকে বলে   শুষ্কবিন্দু বসতি।
 
12. মরুভূমির মরুদান কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয়   আদ্র বিন্দু বসতি।
 
13. বনভূমির প্রান্তভাগে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি কে বলা হয়   সবুজ গ্রাম।
 
 

পৌর বসতি

1. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা হল   5000 জন।
 
2. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনঘনত্ব হল   400/বর্গ কিমি।
 
3. আদমশুমারি পৌর বসতির অকৃষি কাজে যুক্ত পুরুষ কর্মীর সংখ্যা হল   75%
 
4. আদমশুমারি অনুযায়ী নগরের ন্যূনতম জনসংখ্যা হল   লক্ষ।
 
5. আদমশুমারি অনুযায়ী মহানগর মেট্রোসিটি ন্যূনতম জনসংখ্যা হল   10 লক্ষ।
 
6. 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হল   53 টি।
 
7. আদমশুমারি অনুযায়ী মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা হল   50 লক্ষ।
 
8. 2011 আদমশুমারি অনুযায়ী মেগাসিটির সংখ্যা হল   টি।
 
9. ভারতের একটি প্রশাসনিক শহর হল   চন্ডিগড়।
 
10. ভারতের একটি সামরিক শহর হল   পাঠানকোট।
 
11. ভারতের একটি ধর্মীয় শহর হল   বারানসিপুরী।
 
12. ভারতের একটি সাংস্কৃতিক শহর হল   শান্তিনিকেতনআলিগড়।
 
13. ভারতের একটি বাণিজ্যিক শহর হল   শিলিগুড়ি।
 
14. ভারতের একটি শিল্প শহর হল   দুর্গাপুরজামশেদপুর।
 
15. ভারতের একটি বিনোদন বা অবসর যাপনের শহর হল   দার্জিলিংদীঘা।
 
16. ভারতের একটি বন্দর শহর হল   বিশাখাপত্তনম।
 
17. পৌর বসতি গঠনের এককেন্দ্রিক মতবাদটি প্রদান করেছেন   বার্জেস।
 
18. রারবন শব্দটি প্রথম ব্যবহার করেন   ভূগোলবিদ গ্যালপিন, 1918 সালে
 
19. মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন   সমাজবিজ্ঞানী গটম্যান
 
20. কনারবেশন কথাটি প্রথম ব্যবহার করেন ভূগোলবিদ   প্যাট্রিক গেডেস
 
21. শহরের কেন্দ্রে প্রধান প্রশাসনিক অর্থনৈতিক কর্মকাণ্ডের এলাকাকে বলা হয়   কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা CBD
 
22.পৌর জনসংখ্যায় ভারতের প্রথম রাজ্য হল   মহারাষ্ট্র।
 
23. পৌর বসতির শতাংশে ভারতের প্রথম রাজ্য হল   গোয়া।
 
24. ভারতের প্রবেশদ্বার বলা হয়   মুম্বাই।
 
25. ভারতের রোম বলা হয়   দিল্লি।
 
26. ভারতের বিজ্ঞান নগরী সিলিকন ভ্যালি বলা হয়   বেঙ্গালুরু।
 
27. কমলালেবুর শহর বলা হয়   নাগপুর।
 
28. ভারতের ম্যানচেস্টার বলা হয়   আমেদাবাদ
 
29. ভারতের মশলার শহর বলা হয়   কোজিকোড়।
 
30. আরব সাগরের রানী বলা হয়   কোচি।


Theme images by chuwy. Powered by Blogger.
close