জনবসতি - গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
![]() |
Settlement At a Glance |
Settlement At a Glance
গ্রামীন বসতি
1. গ্রামের পোশাকি নাম হল – মৌজা।
2. স্থায়ী জনবসতি অঞ্চলকে বলে – এক্যুমেন।
3. প্রাচীন যুগের বসতির উদাহরণ হল – হরপ্পা, বৃন্দাবন, মক্কা ও জেরুজালেম।
4. মধ্যযুগের বসতির উদাহরণ হল – দিল্লি,কানপুর ও আগ্রা।
5. আধুনিক যুগের বসতির উদাহরণ হল – চন্ডিগড়, বিধান নগর, ভুবনেশ্বর।
6. মূল গ্রামীণ বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্রাকৃতি গ্রাম হল – হ্যামলেট।
7. সর্বনিম্ন নিম্নস্তরে ক্ষুদ্রতম প্রশাসনিক একক হল – মৌজা।
8. জনগণনা ও রাজস্ব আদায়ের জন্য মৌজা কে বলা হয় – সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম।
9. মৌজা মানচিত্র বা ক্যাডেস্ট্রাল ম্যাপ এর স্কেল হল – 16 ইঞ্চিতে 1 মাইল।
10. জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয় – জলবিন্দু বসতি।
11. বন্যা অথবা বর্ষার জলে ডুবে যায় না এমন উঁচু অথচ শুষ্ক অংশে গড়ে ওঠা বসতিকে বলে – শুষ্কবিন্দু বসতি।
12. মরুভূমির মরুদান কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয় – আদ্র বিন্দু বসতি।
13. বনভূমির প্রান্তভাগে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি কে বলা হয় – সবুজ গ্রাম।
পৌর বসতি
1. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা হল – 5000 জন।
2. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনঘনত্ব হল – 400/বর্গ কিমি।
3. আদমশুমারি পৌর বসতির অকৃষি কাজে যুক্ত পুরুষ কর্মীর সংখ্যা হল – 75%।
4. আদমশুমারি অনুযায়ী নগরের ন্যূনতম জনসংখ্যা হল – 1 লক্ষ।
5. আদমশুমারি অনুযায়ী মহানগর মেট্রোসিটি ন্যূনতম জনসংখ্যা হল – 10 লক্ষ।
6. 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হল – 53 টি।
7. আদমশুমারি অনুযায়ী মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা হল – 50 লক্ষ।
8. 2011 আদমশুমারি অনুযায়ী মেগাসিটির সংখ্যা হল – 7 টি।
9. ভারতের একটি প্রশাসনিক শহর হল – চন্ডিগড়।
10. ভারতের একটি সামরিক শহর হল – পাঠানকোট।
11. ভারতের একটি ধর্মীয় শহর হল – বারানসি, পুরী।
12. ভারতের একটি সাংস্কৃতিক শহর হল – শান্তিনিকেতন, আলিগড়।
13. ভারতের একটি বাণিজ্যিক শহর হল – শিলিগুড়ি।
14. ভারতের একটি শিল্প শহর হল – দুর্গাপুর, জামশেদপুর।
15. ভারতের একটি বিনোদন বা অবসর যাপনের শহর হল – দার্জিলিং, দীঘা।
16. ভারতের একটি বন্দর শহর হল – বিশাখাপত্তনম।
17. পৌর বসতি গঠনের এককেন্দ্রিক মতবাদটি প্রদান করেছেন – বার্জেস।
18. রারবন শব্দটি প্রথম ব্যবহার করেন – ভূগোলবিদ গ্যালপিন, 1918 সালে।
19. মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন – সমাজবিজ্ঞানী গটম্যান।
20. কনারবেশন কথাটি প্রথম ব্যবহার করেন ভূগোলবিদ – প্যাট্রিক গেডেস।
21. শহরের কেন্দ্রে প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের এলাকাকে বলা হয় – কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা CBD।
22.পৌর জনসংখ্যায় ভারতের প্রথম রাজ্য হল – মহারাষ্ট্র।
23. পৌর বসতির শতাংশে ভারতের প্রথম রাজ্য হল – গোয়া।
24. ভারতের প্রবেশদ্বার বলা হয় – মুম্বাই।
25. ভারতের রোম বলা হয় – দিল্লি।
26. ভারতের বিজ্ঞান নগরী ও সিলিকন ভ্যালি বলা হয় – বেঙ্গালুরু।
27. কমলালেবুর শহর বলা হয় – নাগপুর।
28. ভারতের ম্যানচেস্টার বলা হয় – আমেদাবাদ।
29. ভারতের মশলার শহর বলা হয় – কোজিকোড়।
30. আরব সাগরের রানী বলা হয় – কোচি।
5. আধুনিক যুগের বসতির উদাহরণ হল – চন্ডিগড়, বিধান নগর, ভুবনেশ্বর।
6. মূল গ্রামীণ বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্রাকৃতি গ্রাম হল – হ্যামলেট।
7. সর্বনিম্ন নিম্নস্তরে ক্ষুদ্রতম প্রশাসনিক একক হল – মৌজা।
8. জনগণনা ও রাজস্ব আদায়ের জন্য মৌজা কে বলা হয় – সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম।
9. মৌজা মানচিত্র বা ক্যাডেস্ট্রাল ম্যাপ এর স্কেল হল – 16 ইঞ্চিতে 1 মাইল।
10. জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয় – জলবিন্দু বসতি।
11. বন্যা অথবা বর্ষার জলে ডুবে যায় না এমন উঁচু অথচ শুষ্ক অংশে গড়ে ওঠা বসতিকে বলে – শুষ্কবিন্দু বসতি।
12. মরুভূমির মরুদান কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি কে বলা হয় – আদ্র বিন্দু বসতি।
13. বনভূমির প্রান্তভাগে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি কে বলা হয় – সবুজ গ্রাম।
পৌর বসতি
1. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা হল – 5000 জন।2. আদমশুমারি অনুযায়ী পৌর বসতির ন্যূনতম জনঘনত্ব হল – 400/বর্গ কিমি।
3. আদমশুমারি পৌর বসতির অকৃষি কাজে যুক্ত পুরুষ কর্মীর সংখ্যা হল – 75%।
4. আদমশুমারি অনুযায়ী নগরের ন্যূনতম জনসংখ্যা হল – 1 লক্ষ।
5. আদমশুমারি অনুযায়ী মহানগর মেট্রোসিটি ন্যূনতম জনসংখ্যা হল – 10 লক্ষ।
6. 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হল – 53 টি।
7. আদমশুমারি অনুযায়ী মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা হল – 50 লক্ষ।
8. 2011 আদমশুমারি অনুযায়ী মেগাসিটির সংখ্যা হল – 7 টি।
9. ভারতের একটি প্রশাসনিক শহর হল – চন্ডিগড়।
10. ভারতের একটি সামরিক শহর হল – পাঠানকোট।
11. ভারতের একটি ধর্মীয় শহর হল – বারানসি, পুরী।
12. ভারতের একটি সাংস্কৃতিক শহর হল – শান্তিনিকেতন, আলিগড়।
13. ভারতের একটি বাণিজ্যিক শহর হল – শিলিগুড়ি।
14. ভারতের একটি শিল্প শহর হল – দুর্গাপুর, জামশেদপুর।
15. ভারতের একটি বিনোদন বা অবসর যাপনের শহর হল – দার্জিলিং, দীঘা।
16. ভারতের একটি বন্দর শহর হল – বিশাখাপত্তনম।
17. পৌর বসতি গঠনের এককেন্দ্রিক মতবাদটি প্রদান করেছেন – বার্জেস।
18. রারবন শব্দটি প্রথম ব্যবহার করেন – ভূগোলবিদ গ্যালপিন, 1918 সালে।
19. মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন – সমাজবিজ্ঞানী গটম্যান।
20. কনারবেশন কথাটি প্রথম ব্যবহার করেন ভূগোলবিদ – প্যাট্রিক গেডেস।
21. শহরের কেন্দ্রে প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের এলাকাকে বলা হয় – কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা CBD।
22.পৌর জনসংখ্যায় ভারতের প্রথম রাজ্য হল – মহারাষ্ট্র।
23. পৌর বসতির শতাংশে ভারতের প্রথম রাজ্য হল – গোয়া।
24. ভারতের প্রবেশদ্বার বলা হয় – মুম্বাই।
25. ভারতের রোম বলা হয় – দিল্লি।
26. ভারতের বিজ্ঞান নগরী ও সিলিকন ভ্যালি বলা হয় – বেঙ্গালুরু।
27. কমলালেবুর শহর বলা হয় – নাগপুর।
28. ভারতের ম্যানচেস্টার বলা হয় – আমেদাবাদ।
29. ভারতের মশলার শহর বলা হয় – কোজিকোড়।
30. আরব সাগরের রানী বলা হয় – কোচি।