জনসংখ্যা - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Population SAQ

1. জনসংখ্যা কাকে বলে?
উত্তরএকটি নির্দিষ্ট সময়ে কোন একটি নির্দিষ্ট এলাকায় একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের একত্রিত সমাবেশকে জনসংখ্যা বা পপুলেশন বলে।
 
2. জনঘনত্ব (Population density) কাকে বলে?
উত্তরকোন দেশের মোট জনসংখ্যার সঙ্গে সেই দেশের মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলা হয়।
 
3. মানুষের বন্টন গত তারতম্যের সূচক কি?
উত্তরমানুষের বন্টন গত তারতম্যের সূচক হল জনঘনত্ব।
 
4. কাম্য জনসংখ্যা (Optimum population) বলতে কি বোঝো?
উত্তরকোন দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতির সাপেক্ষে সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়।
 
5. কার্যকর জমি বলতে কী বোঝো?
উত্তরযে জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কার্যকর জমি বলে।
 
6. মানুষ জমি অনুপাত (Main-land ratio) কি?
উত্তরকোন দেশের সাংস্কৃতিক গুণাবলী যুক্ত মোট জনসংখ্যার সাথে সেই দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়।
 
7. জনবিরলতা বলতে কী বোঝো?
উত্তরকোন দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বলে।
 
8. জনাকীর্ণতা বলতে কী বোঝো?
উত্তরকোন দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে।
 
9. জনবিস্ফোরণ কাকে বলে?
উত্তরবিভিন্ন কারণে কোন দেশে জনসংখ্যা অতি দ্রুত অস্বাভাবিক বৃদ্ধি পেলেতাকে জনবিস্ফোরণ বলে।
 
 
জনসংখ্যার বৃদ্ধি (Growth of population):
1. জনসংখ্যার পরিবর্তনের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তরজনসংখ্যার পরিবর্তনের প্রধান উপাদান গুলি হল জন্মহারমৃত্যুহার পরিব্রাজন।
 
2. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলতে কী বোঝো?
উত্তরজন্মহার মৃত্যুহার এর সাপেক্ষে জনসংখ্যা পরিবর্তনকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার বলে।
 
3. ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি কি?
উত্তরজন্মহারের তুলনায় মৃত্যুহার কম হলে তাকে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলে।
 
4. ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি কি?
উত্তরজন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হলে তাকে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলে।
 
5. স্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?
উত্তরজন্মহার, মৃত্যুহার পরিব্রাজনের একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় যখন দীর্ঘদিন জনসংখ্যা অপরিবর্তিত থাকে তাকে স্থিতিশীল জনসংখ্যা বলে।
 
6. প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?
উত্তরনির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে জন্মহারমৃত্যুহার পরিব্রাজনের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তনকে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি ফলে।
 
7. অগ্রগামী জনসংখ্যা বলতে কী বোঝো?
উত্তরযে দেশে জন্মহার বেশী মৃত্যুহার বেশি এবং জনসংখ্যা পিরামিডের ভূমি বেশি বিস্তৃত মস্তক দেশ অতি সংকীর্ণতাকে অগ্রগামী জনসংখ্যা বলে।
 
8. পশ্চাৎগামী জনসংখ্যা বলতে কী বোঝো?
উত্তরযে দেশে মৃত্যুহার কম এবং জন্মহার আরো কম এবং জনসংখ্যা পিরামিডের ভূমি শীর্ষদেশ সংকীর্ণ এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি খুবই কমতাকে পশ্চাৎগামী জনসংখ্যা বলে।
 
9. জন্মহার (Birth rate) কাকে বলে?
উত্তরকোন নির্দিষ্ট অঞ্চলে প্রতি বছর প্রতি 1000 জন মানুষ কিছু মোট জীবন্ত শিশুর জন্মের সংখ্যাকে জন্মহার বা স্থুল জন্মহার বলা হয়।
 
10. মৃত্যুহার (Death rate) কাকে বলে?
উত্তরকোন নির্দিষ্ট অঞ্চলে প্রতি বছর প্রতি 1000 জন মানুষ পিছু যত ব্যক্তি মারা যায়তাকে মৃত্যুহার স্থুল মৃত্যুহার বলে
 
11. শিশু মৃত্যুহার কাকে বলে?
উত্তরকোন নির্দিষ্ট বছরে প্রতি হাজার জন 1 বছর বয়সের জীবিত শিশু পিছু যত সংখ্যক 1 বছর বয়সী শিশু মারা যায়তাকে শিশুমৃত্যু হার বলে।
 
12. প্রত্যাশিত আয়ুষ্কাল বলতে কী বোঝো?
উত্তরকোন দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করে জন্মের পর থেকে যত বছর বয়স পর্যন্ত মানুষ বাঁচবে তার সম্ভাবনাকে প্রত্যাশিত আয়ুষ্কাল বলে।
 
13. জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে?
উত্তরকোন দেশের বিগত বছরের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি অর্থ-সামাজিক পরিস্থিতি বিচার করে ভবিষ্যতের আনুমানিক জনসংখ্যার পূর্বাভাস দেওয়া কে জনসংখ্যার অভিক্ষেপ বলে।
 
 
পরিব্রাজন (Migration)
 
1. পরিব্রাজন কাকে বলে?
উত্তরকোন একটি স্থান থেকে মানুষ অন্য একটি স্থানে স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে চলে যায়তাকে পরিব্রাজন বলে।
 
2. অভিবাসন বলতে কী বোঝো?
উত্তরকোন অঞ্চল বা দেশ থেকে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ব্যক্তি বা ব্যক্তিসমূহের আগমনকে অভিবাসন বলে।
 
3. প্রবাসন বলতে কী বোঝো?
উত্তরঅন্যত্র বসবাসের উদ্দেশ্যে ব্যক্তি বা ব্যক্তিসমূহের বাসস্থান পরিত্যাগ কে প্রবাসন বলে।
 
4. অন্তর্দেশীয় পরিব্রাজন কি?
উত্তরএকটি দেশের মধ্যেই একই স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে গমন করলেতাকে অন্তর্দেশীয় পরিব্রাজন বলে।
 
5. আন্তর্জাতিক পরিব্রাজন কি?
উত্তরএকটি দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করলেতাকে আন্তর্জাতিক পরিব্রাজন বলে।
 
6. ঋতুভিত্তিক পরিব্রাজন বা ট্রান্স হিউম্যান কি?
উত্তরপার্বত্য অঞ্চলে পশুপালক যাযাবর শ্রেণীর মানুষেরা পশুর পাল নিয়ে শীতের শুরুতে পর্বতের নিচে নেমে আসে এবং শীতের শেষে আবার পর্বতের উপরে অংশে উঠে যাওয়ার প্রক্রিয়াকে ঋতুভিত্তিক পরিব্রাজন বলে।
 
7. পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বলতে কী বোঝো?
উত্তরযে সকল প্রতিকূলতার কারণে কোন অঞ্চলের মানুষ তার বাসস্থান পরিবর্তন করে অন্যত্র চলে যেতে বাধ্য হয় সেগুলিকে পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বলে।
 
8. পরিব্রাজনের পুল ফ্যাক্টর বলতে কী বোঝো?
উত্তরযেসকল অনুকূল কারণের জন্য মানুষ অন্য স্থানের প্রতি আকর্ষিত হয়ে ওই স্থানে বসবাসের উদ্দেশে চলে আসে সেগুলিকে পরিব্রাজনের পুল ফ্যাক্টর বলে।
 
9. পরিব্রাজন প্রবাহ কি?
উত্তরকোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি উৎস স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট গন্তব্য স্থানে দিকে যতবার পরিব্রাজন ঘটেতাকে পরিব্রাজন প্রবাহ বলে।
 
10. শরণার্থী বা উদ্বাস্তু বলতে কী বোঝো?
উত্তররাজনৈতিক অস্থিরতাধর্মীয় দাঙ্গামহামারী প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি কারণের জন্য বাধ্য হয়ে মানুষ নিজ বাসস্থান ছেড়ে অন্যদেশ বা অঞ্চলে চলে যায়তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলে।
 
11. মেধা প্রবাহ বা ব্রেইন ড্রেইন কি?
উত্তরউন্নত জীবনযাত্রা উচ্চ আয় গবেষণার সুযোগ এর জন্য অনুন্নত উন্নয়নশীল দেশ থেকে উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তির উন্নত দেশে চলে যাওয়াকে মেধা প্রবাহ বা ব্রেইন ড্রেইন বলে।
 
12. মেধালাভ বা ব্রেইন গেইন কি?
উত্তরউন্নত জীবনযাত্রা উচ্চ আয় গবেষণার সুযোগ এর জন্য উন্নত উন্নয়নশীল দেশ থেকে উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তির আগমনকে মেধা লাভ বা ব্রেইন গেইন বলে।
 
13. কমিউটিং কি?
উত্তরযারা খুব স্বল্প সময়ের জন্য পরিব্রাজন করে অর্থাৎ দৈনিক কাজের জন্যতাদের কমিউটার এই যাতায়াতকে কমিউটিং বলে।
 
 
জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক (Determinant of population change)
 
1. নারী-পুরুষ অনুপাত বা লিঙ্গানুপাত বলতে কী বোঝো?
উত্তরকোন দেশে প্রতি 1000 বা 100 পুরুষের সাপেক্ষে নারীর অনুপাতকে নারী-পুরুষ অনুপাত বা লিঙ্গানুপাত বলে।
 
2. বয়স-লিঙ্গ পিরামিড কাকে বলে?
উত্তরকোন দেশের মোট জনসংখ্যা কে বয়স এবং নারী-পুরুষ অনুসারে শ্রেণীবদ্ধ করে একটি পিরামিড বা শঙ্কু আকৃতির কাঠামোর সাহায্যে প্রকাশ করলেবয়স-লিঙ্গ পিরামিড বলে।
 
3. নির্ভরশীল জনসংখ্যা কি?
উত্তরকোন অঞ্চল বা দেশের 0-14 এবং 60+বছরের বেশি জনসংখ্যা অর্থাৎ যারা উৎপাদনশীল নয়তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে।
 
4. উৎপাদনশীল জনসংখ্যা কি?
উত্তরযে সকল ব্যক্তির বয়স 14 -60 এরমধ্যে অর্থাৎ কর্মক্ষম তাদের উৎপাদনশীল জনসংখ্যা বলে।
 
5. নির্ভরশীলতার অনুপাত কি?
উত্তরউৎপাদনশীল জনসংখ্যার উপর নির্ভরশীল জনসংখ্যার অনুপাতকে নির্ভরশীলতার অনুপাত বলে।
 
6. জনসংখ্যার বিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়?
উত্তরজনসংখ্যার বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়।
 
7. জনসংখ্যার বিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য পৌঁছায়?
উত্তরজনসংখ্যার বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য পৌঁছায়।
 

আদমশুমারি (Census)
1. আদমশুমারি কাকে বলে?
উত্তরনির্দিষ্ট সময় অন্তর কোন দেশের জনসংখ্যা সংক্রান্ত জনগণনার সকল কাজকে এককথায় আদমশুমারি বলা হয়।
 
2. ভারতের প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তরভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে।
 
3. ভারতে কত বছর অন্তর আদমশুমারি হয়?
উত্তরভারতে 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়।
 
4. 2011 সালের আদমশুমারি কততম আদমশুমারি?
উত্তর2011 সালের আদমশুমারি 15তম আদমশুমারি।
 
5. 2011 সালের আদমশুমারি স্লোগান কী ছিল?
উত্তর2011 সালের আদমশুমারি স্লোগান ছিল "আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ"
 
6. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য কোনটি?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ।
 
7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য হল সিকিম।
 
8. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার।
 
9. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ।
 
10. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী পুরুষ অনুপাত কত?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী পুরুষ অনুপাত হল 1000:940
 
11. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল 382জন/বর্গ কিমি।
 
12. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64 শতাংশ।
 
13. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মেঘালয় রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল।
 
14. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী পুরুষ অনুপাত সর্বাধিক?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কেরালা রাজ্যের নারী পুরুষ অনুপাত সর্বাধিক।
 
15. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী পুরুষ অনুপাত সর্বনিম্ন?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের হরিয়ানা রাজ্যের নারী পুরুষ অনুপাত সর্বনিম্ন।
 
16. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশিl
 
17. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বিহার রাজ্যের ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন।
 
18. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?
উত্তর2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল 69.89 বছর।
 
19. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শিশু মৃত্যুর হার কত?
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শিশু মৃত্যুর হার 44/1000(1 বছর বয়সী শিশুর মধ্যে।
 
20. কোন আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক ছিল?
উত্তর:1921 আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক ছিল।
Theme images by chuwy. Powered by Blogger.
close