তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ - গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
Tertiary Quaternary and Quinary Activities At a Glance
বাণিজ্য
1. সার্কের
সদর দপ্তর অবস্থিত - নেপালের কাঠমান্ডু।
2. SAARC স্থাপিত
হয় - 1985 সালে।
3. সার্কের
সদস্য দেশ হল - 8টি।
4. অপেক
এর সদর দপ্তর অবস্থিত - অস্ট্রিয়ার ভিয়েনাতে।
5. WTO পূর্ব
নাম ছিল - GATT
6. WTO সদর
দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের - জেনেভা।
পরিবহন
ব্যবস্থা
1. যানবাহনের
মাধ্যমে যাত্রী ও পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কে বলা হয় - পরিবহন।2. পরিবহনের
প্রাচীনতম মাধ্যম হলো - সড়কপথ।
3. ভারতে
মোট জাতীয় সড়ক আছে - 235টি।
4. জাতীয়
সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে - ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI.
5. NHAI এর
সদর দপ্তর অবস্থিত - নতুন দিল্লিতে।
6. সোনালী
চতুর্ভুজ যুক্ত করেছে - মুম্বাই চেন্নাই কলকাতা দিল্লী।
7. সোনালী
চতুর্ভুজ এর কাজ শুরু হয় - 1999 সালে।
8. সোনালী
চতুর্ভুজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় - 2012 সালে।
9. সোনালী
চতুর্ভুজ এর দীর্ঘতম বাহু হল- চেন্নাই-কলকাতা, 1684 কিমি।
10. সোনালী
চতুর্ভুজ এর ক্ষুদ্রতম বাহু হল – মুম্বাই-চেন্নাই, 1290 কিমি।
11. উত্তর
দক্ষিণ করিডোর বিস্তৃত হয়েছে - শ্রীনগর থেকে কন্যাকুমারী।
12. পূর্ব
পশ্চিম করিডোর বিস্তৃত হয়েছে - শিলচর থেকে পোর বন্দর।
13. উত্তর
দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর দুটি মিলিত হয়েছে - ঝাঁসি শহরে।
14. ভারতের
প্রাচীন ও ব্যস্ততম সড়ক পথ হল - শেরশাহ সুরি মার্ক বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (NH-2) ।
15. ভারতের
দীর্ঘতম জাতীয় সড়ক হল - NH-44
16. NH-44 এর
দৈর্ঘ্য হল - 37
45 কিমি।
17. NH-7 এর
বিস্তৃতি রয়েছে - শ্রীনগর থেকে কন্যাকুমারী।
18. ক্ষুদ্রতম
জাতীয় সড়ক হল - NH-
47A কচি
কোচি- উইলংডন, 6কিমি।
19. বিশ্বের
উচ্চতম সড়ক পথ হল - লে মানালি সড়কপথ।
20. ভারতে
সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক রয়েছে - মহারাষ্ট্রে।
বিভিন্ন দেশে সড়ক পথের বিভিন্ন নাম:
ভারত - ন্যাশনাল হাইওয়ে
আমেরিকা যুক্তরাষ্ট্র - এক্সপ্রেসওয়
যুক্তরাজ্য - মোটরওয়েজ
জার্মানি - অটোবান
ইটালি - অটোস্ট্রেড
ফ্রান্স - অটোরুট
রেলপথ
1. পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল - ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।2. ট্রান্স
সাইবেরিয়ান রেলপথের দৈর্ঘ্য হল - 9280 কিমি।
3. ভারতের
জীবন রেখা বলা হয় - রেলপথকে।
4. ভারতের
প্রথম রেলপথ চালু হয় - 1853 সালে বোম্বে থানে।
5. ভারতের
দীর্ঘতম রেল অঞ্চল হল - উত্তর রেল।
6. ভারতের
ক্ষুদ্রতম রেল অঞ্চল হল - পূর্ব রেল।
7. ভারতের
নবীনতম রাজ্যের হল - কোঙ্কন রেল।
8. ভারতের
রেলপথের দৈর্ঘ্য সর্বাধিক রয়েছে - উত্তরপ্রদেশে।
9. ভারতের
দীর্ঘতম রেল স্টেশন হল - গোরক্ষপুর।
10. ভারতের
উচ্চতম রেল স্টেশন হল - ঘুম(দার্জিলিং)।
11. ভারতের
ব্যস্ততম রেল স্টেশন হল - হাওড়া।
12. দীর্ঘতম
ট্রেন .... এক্সপ্রেস দিল্লি-এলাবাদ।
13. দ্রুততম
ট্রেন - শতাবদি এক্সপ্রেস দিল্লি ও ভোপাল।
14. বৃহত্তম
লোকোমোটিভ কারখানা - চিত্তরঞ্জন।
15. বৈদ্যুতিক
রেল ইঞ্জিন তৈরির কারখানা - চিত্তরঞ্জন।
16. ডিজেল
রেল ইঞ্জিন তৈরি কারখানা - বারানসী।
17. ভারতের
বৃহত্তম ইন্টিগ্রাল কোচ ফাক্টরি - তামিলনাড়ুর পেরাম্বুর।
18. ভারতের
প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয় কলকাতায় – 1984 সালে।
19.ভারতের
দীর্ঘতম মেট্রো রেল পরিষেবা হল - দিল্লি মেট্রো।
20. ভারতের
দীর্ঘতম রজ্জুপথ হল - ঝরিয়া কয়লা খনি রজ্জুপথ।
ভারতের বিভিন্ন রেল অঞ্চল
1. উত্তর রেলপথ - নিউ দিল্লি।
2. উত্তর মধ্য রেলপথ - এলাহাবাদ।
3. উত্তর-পূর্ব রেলপথ - গোরক্ষপুর।
4. উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ - মালিগাঁও।
5. উত্তর-পশ্চিম রেলপথ - জয়পুর।
6. পশ্চিম রেলপথ - মুম্বাই।
7. পশ্চিম মধ্য রেলপথ - জব্বলপুর।
8. মধ্য রেলপথ – মুম্বাই ।
9. পূর্ব রেলপথ - কোলকাতা।
10. পূর্ব মধ্য রেলপথ - হাজিপুর।
11. দক্ষিণ পূর্ব রেলপথ - কলকাতা।
12. পূর্ব উপকূল রেলপথ - ভুবনেশ্বর
13. দক্ষিণ পূর্ব-মধ্য রেলপথ - বিলাসপুর।
14. দক্ষিণ রেলপথ - চেন্নাই।
15. দক্ষিণ মধ্য রেলপথ - সেকেন্দ্রাবাদ।
16. দক্ষিণ-পশ্চিম রেলপথ - হুবলি
17. কোঙ্কন রেলপথ - মুম্বাই।
জলপথ
2.পণ্য
পরিবহনের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল - জলপথ।
3. জলপথে
পণ্য ও যাত্রী পরিবহন কারী সংস্থা কে বলা হয় - শিপিং লাইন।
4. জলপথে
পরিবহনের নির্দিষ্ট পথ কে বলা হয় - শিপিং লেন।
5. বিশ্বের
ব্যস্ততম জলপথ হল - উত্তর আটলান্টিক সমুদ্রপথ।
6. বিশ্বের
দীর্ঘতম খাল পথ হল - সুয়েজ খাল।
7. ভূমধ্যসাগর
ও লোহিত সাগরকে যুক্ত করেছে - সুয়েজ খাল।
8. প্রশান্ত
মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে - পানামা খাল।
9. ভারতের
দীর্ঘতম জলপথ হল - গঙ্গা হুগলি জলপথ।
10. ভারতের
দীর্ঘতম খাল পথ হল - তামিলনাড়ুর বাকিংহাম।
11. ভারতের
বৃহত্তম বন্দর হল - মুম্বাই।
12. ভারতের
প্রধান নদী বন্দর হল - কলকাতা।
13. ভারতের
গভীরতম বন্দর হল - পারাদ্বীপ।
14. ভারতের
শুল্কমুক্ত বন্দর হল - কান্ডালা।
15. ভারতের
হাইটেক বন্দর হল - নভসেবা।
16. আরব
সাগরের রানী বলা হয় - কোচি।
17. কলকাতা
বন্দরের সহযোগী বন্ধ হল - হলদিয়া।
18. শিপিং
করপরেশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর রয়েছে - মুম্বাইতে।
আকাশপথ
1. সর্বাধুনিক
ও দ্রুতগামী পরিবহন মাধ্যম হল - আকাশপথ।
2. প্রথম
বিমান চলাচল শুরু হয় – 1903 সালে।
3. ভারতে
প্রথম বিমান পরিষেবা শুরু হয় - 1911 সালে, এলাহাবাদ ও নৈনিতাল ।
4. ভারতের
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা হল – এয়ার ইন্ডিয়া।
5. ভারতের
উল্লেখযোগ্য কয়েকটি বেসরকারি বিমান সংস্থা হল - স্পাইসজেট ইন্ডিগো জেট এয়ারওয়েজ প্রভৃতি।
6. ভারতের
বৃহত্তম বিমানবন্দর হল - নতুন দিল্লি।
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও তার নাম
দিল্লি - ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
মুম্বাই - ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর
কলকাতা - নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
আমেদাবাদ - সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর।
যোগাযোগ
ব্যবস্থা
1. কলকাতা GPO তৈরি হয় - 1864-1868 সালে।
2. ভারতে
স্পিড পোস্ট শুরু হয় - 1986 সালে।
3. ভারতে
বিজনেস পোস্ট শুরু হয় - 1997 সালে।
4. টেলিফোন
আবিষ্কার করেন - আলেকজান্ডার গ্রাহাম বেল, 1875 সালে।
5. ভারতের
প্রথম টেলিফোন পরিষেবা শুরু হয় – 1881 সালে, কলকাতা ডায়মন্ড হারবার মধ্যে।
6. সর্বপ্রথম
মোবাইল ব্যবহার শুরু হয় - 1985 সালে।
7. মোবাইল
ব্যবহারকারী হিসেবে ভারতের স্থান পৃথিবীতে - দ্বিতীয়।
8. ভারতের
রাষ্ট্রায়ত্ত টেলিফোন ও মোবাইল সংস্থা হল - BSNL
9. টেলিগ্রাফ
আবিষ্কার করেন - স্যামুয়েল মোর্স।
10. বৈদ্যুতিক ডাক ব্যবস্থা হল - ই-মেল।
11. কম্পিউটারে
টেলিফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় - মডেমের সাহায্যে।
12. অল
ইন্ডিয়া রেডিও স্থাপিত হয় - 1939 সালে, নতুন দিল্লিতে।
13. ভারতের
বৃহত্তম সংবাদ সংস্থা হল - PTI
14. ভারতের
বৃহত্তম ব্যাংক হল - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)।
চতুর্থ ওপঞ্চম স্তরের অর্থনেতিক কার্যাবলী
1. চতুর্থ স্তরের প্রধান অর্থনীতি কাজ গুলি হল – তথ্য, পরিষেবা, গবেষণা ও উন্নয়নমূলক অর্থনৈতিক কাজ।
2. তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ হল - 24*7 কাজ হল তথ্য পরিষেবা।
2. তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হল - জ্ঞান।
4. গবেষণা সংক্রান্ত কাজ হলো অর্থনীতিক কাজের - চতুর্থ স্তর।
5. চতুর্থ স্তর ক্রিয়া-কলাপ এর জন্য প্রয়োজন - উচ্চ শিক্ষিত ও দক্ষ কর্মী।
6. বিশ্বে তথ্যপ্রযুক্তির রাজধানী বলা হয় - আমেরিকার সিলিকন ভ্যালিকে।
7. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় - ব্যাঙ্গালোরকে।
8. চতুর্থ স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সর্বাধিক প্রাধান্য দেখা যায় - আমেরিকা যুক্তরাষ্ট্র।
9. সোনালী প্রসবের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল - পঞ্চম স্তর ক্রিয়াকলাপ।
10. কুইনারি স্তরের অর্থনৈতিক কাজ গুলি হল নীতি নির্ধারণ, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণকারী।
SMS - Short Messaging Service
MMS - Multimedia Messaging Service
BSNL - Bharat Sanchar Nigam Limited
VSNL - Videsh Sanchar Nigam Limited
Modem - Modulator Demodulator
Email - Electronic Mail
ATM- Automatic
Teller Machine
GPS - Global Positioning System
GIS - Geographical Information
System
INSAT - Indian
National Satellite System
LIC - Life
Insurance Corporation Of India
RBI - Reserve Bank Of India
SBI - State Bank Of India