ভারতের জনসংখ্যা - গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

2011 Census at a Glance,ভারতের জনসংখ্যা - গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, Geopedia Info, www.geopediainfo.com
Census 2011

2011 Census at a Glance



1. মোট জনসংখ্যা – 121.08 কোটি

2. পুরুষের সংখ্যা – 62.37কোটি

3. নারীর সংখ্যা –   58.64 - কোটি

4. অপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যা –   37.24 কোটি / 30.80 %

5. প্রাপ্তবয়স্ক জনসংখ্যা –   83.84 কোটি  / 69.20 %

6. গ্রামবাসী মানুষের সংখ্যা –   83.30কোটি / 68.8 % 

7. শহরবাসী মানুষের সংখ্যা –  37.71 কোটি  / 31.2 %

8. 10 বছরে মোট জনসংখ্যা বৃদ্ধি – 18.2 কোটি

9. 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার –  17.64 %

10. জনঘনত্ব –  382 / বর্গকিমি

11. নারী পুরুষ অনুপাত –  940 :1000 

12. সাক্ষরতার হার –  74.04  %

13. পুরুষ সাক্ষরতার হার –  82.14 %

14. নারী সাক্ষরতার হার –  65.46 %

15. গ্রামে সাক্ষরতা হার –  68.90 %

16. শহরের সাক্ষরতার হার –  84.90 %

17. গড় আয়ু –  69.7 বছর

18. পুরুষের গড় আয়ু –  68.4 বছর

19. নারীদের গড় আয়ু –  71.2 বছর

20. জন্মহার –  প্রায় 22/1000

21. মৃত্যুহার –  প্রায় 7/1000

22. শিশু মৃত্যু হার –  44 /1000

23. কর্মজীবী মানুষের সংখ্যা –  72.85  / 60.19%

24. নির্ভরশীল মানুষের সংখ্যা –  48.23 কোটি / 39.81%

25. প্রাথমিক কর্মক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা –  22.74 কোটি / 47.22%

26. গৌণ কর্মক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা –  11.87 কোটি /24.65%

27. প্রগৌণ কর্মক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা –  9.60 কোটি /20.13%

28. 
অন্যান্য কর্মী জনসংখ্যা –  3.85 কোটি / 8%


রাজ্য  ও কেন্দ্রশাসিত আঞ্চল ভিত্তিক পরিসংখ্যান

ভারত – 121.08 কোটি
রাজ্য - সর্বোচ্চ
1. উত্তরপ্রদেশ   19
2. মহারাষ্ট্র   11
3. বিহার   10
4. পশ্চিমবঙ্গ   9
5. মধ্যপ্রদেশ   7

রাজ্য - সর্বনিম্ন
1. সিকিম   6 লক্ষ
2. মিজোরাম   10 লক্ষ
3. অরুণাচল প্রদেশ   13 লক্ষ
4. গোয়া   14 লক্ষ
5. নাগাল্যান্ড   19 লক্ষ

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বোচ্চ
1. দিল্লি
2. পন্ডিচেরি

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বনিম্ন
1. লাক্ষাদ্বীপ
2. দমন দিউ

ভারত – 382
রাজ্য - সর্বোচ্চ
1. বিহার   1102
2. পশ্চিমবঙ্গ   1030
3. কেরালা   859
4. উত্তরপ্রদেশ   828
5. হরিয়ানা   573

রাজ্য - সর্বনিম্ন
1. অরুণাচল প্রদেশ   17
2. মিজোরাম   52
3. জম্বু কাশ্মীর   56
4. সিকিম   86
5. নাগাল্যান্ড   119

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বোচ্চ
1. দিল্লি
2. চন্ডিগড়

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বনিম্ন
1. আনদামান নিকোবর দ্বীপপুঞ্জ
2. দাদরা নগর হাভেলি

ভারত – 940
রাজ্য - সর্বোচ্চ
1. কেরালা   1084
2. অন্ধপ্রদেশ   996
3. তামিলনাড়ু   996
4. ছত্রিশগড়   991
5. মেঘালয়   989

রাজ্য - সর্বনিম্ন
1. হরিয়ানা   879
2. জম্মু-কাশ্মীর   889
3. সিকিম   890
4. পাঞ্জাব   895
5. বিহার   918

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বোচ্চ
1. পন্ডিচেরি   1037
2. লাক্ষাদ্বীপ

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বনিম্ন
1. দমন দিউ
2.দাদরা নগর হাভেলি


শহরবাসী মানুষের সংখ্যা
ভারত – 37.71 কোটি  / 31.2 %
রাজ্য - সর্বোচ্চ
1. মহারাষ্ট্র
2. উত্তর প্রদেশ
3. তামিলনাড়ু
4. পশ্চিমবঙ্গ
5. গুজরাট

রাজ্য - সর্বনিম্ন
1. সিকিম
2. অরুণাচল প্রদেশ
3. মিজোরাম
4. নাগাল্যান্ড
5. মেঘালয়

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বোচ্চ
1. দিল্লি
2. পন্ডিচেরি

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বনিম্ন
1. লাক্ষা দ্বীপ
2. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

ভারত – 74.04 %
রাজ্য - সর্বোচ্চ
1. কেরালা   93.91
2. মিজোরাম   91.58
3. ত্রিপুরা   87.75
4. গোয়া   87.40
5. জম্মু-কাশ্মীর   86.61

রাজ্য - সর্বনিম্ন
1.বিহার   63.82
2. অরুণাচল প্রদেশ   66.95
3. রাজস্থান   67.06
4. অন্ধ্রপ্রদেশ   67.35
5. ঝাড়খন্ড   67.63

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বোচ্চ
1. লাক্ষাদ্বীপ
2. দমন দিউ

কেন্দ্রশাসিত আঞ্চল - সর্বনিম্ন
1. দাদরা নগর হাভেলি
2. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

Theme images by chuwy. Powered by Blogger.
close