ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর | Soil of India

ভারতের মৃত্তিকা SAQপ্রশ্ন উত্তর


1. ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে  পলিমাটি রয়েছে।
 
2. ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি?
উত্তর: নদী অববাহিকার পলিমাটি হয় ভারতের সবচেয়ে উর্বর মাটি।
 
3. কোন মাটিতে ধান চাষ ভালো হয়?
উত্তর: পলি মাটিতে ধান চাষ ভালো হয়।
 
4. প্রাচীন পলিমাটিকে কী বলা হয়?
উত্তর: প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর
 
5. নবীন পলিমাটিকে কী বলা হয়?
উত্তর: নবীন পলিমাটিকে খাদার বলা হয়।
 
6. পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে কী বলে?
উত্তর: পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে বেট বলে।
 
7. হিমালয়ের পাদদেশে নুড়ি কাঁকর মিশ্রিত পলিমাটিকে কী বলে?
উত্তর: হিমালয়ের পাদদেশে নুড়ি কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে।
 
8. গুজরাটের প্রাচীন পলিকে কী বলে?
উত্তর: গুজরাটের প্রাচীন পলিকে গোরাট বলা হয়।
 
9. কোন মাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়?
উত্তর: পলিমাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়।
 
10. ধান পাট চাষ কোন মাটিতে ভালো হয়?
উত্তর: ধান পাট চাষ পলিমাটিতে ভালো হয়
 
11. ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি দেখা যায়
 
12. কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি কার্পাস চাষের জন্য আদর্শ।
 
13. কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কী?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম রেগুর মৃত্তিকা।
 
14. রেগুর মাটির নামকরণ কিভাবে হয়েছে?
উত্তর: তেলেগু শব্দ রেগুডা থেকে রেগুর মাটি নামকরণ হয়েছে।
 
15. কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে?
উত্তর: ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে।

16. কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয় কেন?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা টাইটানিয়াম অক্সাইড জৈব যৌগের প্রাধান্যের জন্য রং কালো হয়।
 
17. মন্টমোরিলোনাইট কাদা কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: মন্টমোরিলোনাইট কাদা কৃষ্ণ মৃত্তিকায় দেখা যায়।
 
18. মহারাষ্ট্র গুজরাটে কোন মাটি বেশি দেখা যায়?
উত্তর: মহারাষ্ট্র গুজরাটে কালো মাটি বেশি দেখা যায়।
 
19. কোন মাটির গঠন মৌচাকের মতো?
উত্তর: ল্যাটেরাইট মাটির গঠন হয় মৌচাকের মতো।
 
20. ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?
উত্তর: কর্ণাটক, কেরল, তামিলনাড়ু মেঘালয় প্রভৃতি অঞ্চলে দেখা যায়।
 
21. ল্যাটেরাইট মৃত্তিকায় কোন কোন খনিজ উপাদান থাকে?
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকায়  লোহা অ্যালুমিনিয়াম খনিজ উপাদান বেশি থাকে।
 
22. কোন মৃত্তিকার স্থানের নাম মোরাম?
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকার স্থানের নাম মোরাম।
 
23. কোন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়?
উত্তর: ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়।
 
24. গালি ক্ষয় কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: গালি ক্ষয় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
 
25. কোন মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়?
উত্তর: ল্যাটেরাইট মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়।
 
26. রাস্তাঘাট নির্মাণে কোন মৃত্তিকা ব্যবহার করা হয়?
উত্তর: রাস্তাঘাট নির্মাণে ল্যাটেরাইট মৃত্তিকা ব্যবহার করা হয়।
 
27. ব্যাডল্যান্ড কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: ব্যাডল্যান্ড ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়।
 
28. ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কী কী?
উত্তর: ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো চিনাবাদাম, কাজুবাদাম এবং চা-কফি
 
29. রূপান্তরিত নিস্ শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয়?
উত্তর: রূপান্তরিত নিস্ শিলা থেকে লাল মাটি সৃষ্টি হয়।
 
30. লাল মাটিতে কোন খনিজ বেশি পরিমাণে থাকে?
উত্তর: লাল মাটিতে বেশি পরিমাণে থাকে লোহা
 
31. কোন মাটিতে হার্ডপ্যান দেখা যায়?
উত্তর: হার্ডপ্যান পডজল মাটিতে দেখা যায়।
 
32. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলে পডজল মাটি দেখা যায়।
 
33. সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য অঞ্চলে পডজল মৃত্তিকা দেখা যায়।
 
34. পডজল মৃত্তিকার রং কেমন?
উত্তর: পডজল মৃত্তিকার রং হয় ধূসর
 
35. পডজল মাটি কী প্রকৃতির হয়?
উত্তর: পডজল মাটি আম্লিক প্রকৃতির হয়।
 
36. মরু অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: মরু অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায়।
 
37. কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা কম?
উত্তর: মরু মাটির জল ধারণ ক্ষমতা হয় সর্বাপেক্ষা কম।
 
38. কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে?
উত্তর: মরু মৃত্তিকায় অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে।
 
39. মরু মৃত্তিকা অঞ্চলে কোন ফসল চাষ হয়?
উত্তর: মরু মৃত্তিকা অঞ্চল মিলেট জাতীয় শস্য চাষ হয়।
 
40. মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর: মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হল বৃক্ষছেদন
 
41. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তর: উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলের ঝুম চাষ বেশি দেখা যায়।
 
42. পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর: পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো ভূমিধস
 
43. জৈব পদার্থ অধিক হলে মৃত্তিকার রং কেমন হয়?
উত্তর: জৈব পদার্থ অধিক হলে মৃত্তিকার রং কালো হয়।
 
44. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।
 
45. ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রাজস্থানের যোধপুরে অবস্থিত।
 
46. কাশ্মীর উপত্যকায় কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর: কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি দেখা যায়।
 
47. জাফরান চাষ কোন মৃত্তিকায় হয়?
উত্তর: জাফরান চাষ কারেওয়া মৃত্তিকা হয়।
 
48. কোন মাটিতে চা চাষ ভালো হয়?
উত্তর: পার্বত্য মাটিতে চা চাষ ভালো হয়।
 
49. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লবণাক্ত মৃত্তিকা দেখা যায়?
উত্তর: গুজরাটে ভারতের সর্বাধিক লবণাক্ত মৃত্তিকা দেখা যায়।
 
50. মাটির pH মান বলতে কী বোঝায়?
উত্তর: মাটির pH মান 7 হলে মাটি প্রশমিত হয় এবং বেশি হলে ক্ষারকীয় কম হলে আম্লিক প্রকৃতির হয়।
Theme images by chuwy. Powered by Blogger.
close