ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর | Climate of India SAQ
ভারতের জলবায়ু SAQ প্রশ্ন উত্তর
1. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: মেঘালয়ের মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়।2. ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি?
উত্তর: মেঘালয়ের মৌসিনরাম ভারতের আর্দ্রতম অঞ্চল।
3. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?
উত্তর: রাজস্থানের জয়সালমীর ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অর্থাৎ ভারতের শুষ্কতম অঞ্চল।
4. ভারতে কোন মাসে উষ্ণতা সবচেয়ে বেশি হয়?
উত্তর: ভারতে মে মাসে উষ্ণতা সবচেয়ে বেশি হয়।
5. ভারতের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: রাজস্থানের ছোট্ট শহর পালোডি ভারতের উষ্ণতম স্থান।
6. ভারতের শীতলতম স্থান কোনটি?
উত্তর: ভারতের শীতলতম স্থান হল লাদাখের দ্রাস।
7. ভারতের শীতলতম মাস কোনটি?
উত্তর: জানুয়ারি হয় ভারতের শীতলতম মাস।
8. ভারতের জলবায়ু কী প্রকৃতির?
উত্তর: ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
9. উত্তর ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তর: উত্তর ভারতের জলবায়ু হয় চরমভাবাপন্ন।
10. দক্ষিণ ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তর: দক্ষিণ ভারতের জলবায়ু হয় সমভাবাপন্ন।
11. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তর: ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হল মৌসুমী বায়ু।
12. মৌসুমী কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মৌসুমী কথাটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে।
13. মৌসম শব্দের অর্থ কী?
উত্তর: মৌসম শব্দের অর্থ হয় ঋতু।
14. মৌসুমী শব্দটি প্রথমকে ব্যবহার করেন?
উত্তর: মিশরের নাবিক হিপলাস প্রথম মৌসুমী শব্দটিব্যবহার করেন।
15. MONEX -এর পুরো কথা কী?
উত্তর: MONEX -এর পুরো কথা হল Monsoon Experiment
16. কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে?
উত্তর: জুন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে।
17. মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে কোথায় প্রবেশ করে?
উত্তর: মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে।
18. মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?
উত্তর: মৌসুমী বায়ু মালাবার উপকূলে কেরলে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়।
19. গ্রীষ্মকালে ভারতে কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়?
উত্তর: গ্রীষ্মকালে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
20. কোন ঋতুতে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে?
উত্তর: শরৎকালে মৌসুমী বায়ুর ভারতে উত্তর-পূর্ব দিক থেকে প্রত্যাগমন ঘটে।
21. ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ুর থেকে হয়?
উত্তর: ভারতের অধিকাংশ বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থেকে হয়।
22. ভারতে মৌসুমী বায়ুর শাখা গুলি কী কী?
উত্তর: ভারতের মৌসুমী বায়ুর দুটি শাখা আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা।
23. ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র।
24. ভারতে কোথায় শীতকালীন বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ুর করমন্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয়।
25. প্রত্যাগমন কারী মৌসুমী বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়?
উত্তর: প্রত্যাগমন কারী মৌসুমী বায়ু পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটায়।
26. কোন অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ুর করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।
27. মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন শ্রেণীর বৃষ্টিপাত সর্বাধিক ঘটে?
উত্তর: মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সর্বাধিক ঘটে।
28. পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়।
29. পশ্চিমঘাট পর্বতের কোন দিকে বৃষ্টিছায়া অঞ্চল অবস্থিত?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিছায়া অঞ্চল অবস্থিত।
30. ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কোন বায়ুর প্রভাবে কমে যায়?
উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কমে যায়।
31. কোন বায়ু প্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়?
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতের তীব্রতা বৃদ্ধি পায়।
32. মৌসুমী বায়ুকে কোন কোন বায়ুর সংস্কারণ বলা হয়?
উত্তর: মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর সংস্কারণ বলা হয়।
33. ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আবহাওয়া অফিস নিউ দিল্লিতে (মৌসম ভবন) অবস্থিত।
34. কালবৈশাখীর অপর নাম কী?
উত্তর: কালবৈশাখীর অপর নাম হল নরওয়েস্টার।
35. কালবৈশাখী ঝড়কে অসমে কী বলা হয়?
উত্তর: কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈছিলা বলা হয়।
36. শরৎকালে কোন ঘূর্ণিঝড় দেখা যায়?
উত্তর: শরৎকালে আশ্বিনের ঝড় হয়।
37. কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়?
উত্তর: পশ্চিমী ঝঞ্জা শীতকালে দেখা যায়।
38. কোন বায়ুর প্রভাবে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়?
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়।
39. উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপ প্রবাহকে কী বলে?
উত্তর: উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপপ্রবাহকে লু বলা হয়।
40. রাজস্থান অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কোন স্থানীয় বায়ু দেখা যায়?
উত্তর: রাজস্থানী গ্রীষ্মকালে স্থানীয় বায়ু আঁধি দেখা যায়।
41. আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?
উত্তর: দক্ষিণ ভারতের কেরলে আম্রবৃষ্টি দেখা যায়।
42. চেরি ব্লোসোমস বৃষ্টিপাত কোন রাজ্যে হয়?
উত্তর: চেরি ব্লোসোমস বৃষ্টিপাত কর্নাটকে হয়।
43. চেরি ব্লোসোমস এর ফলে কর্নাটকে কী চাষ ভালো হয়?
উত্তর: চেরি ব্লোসোমস এর ফলে কর্নাটকে কফি চাষ ভালো হয়।
44. ভারতের কোন রাজ্যে চা বৃষ্টি হয়?
উত্তর: অসমে চা বৃষ্টি ( Tea Shower) হয়।
45. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায়?
উত্তর: বঙ্গোপসাগরের তীরে ভারতের পূর্ব উপকূলে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায়।
46. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি?
উত্তর: ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল মেঘালয়ের শিলং।
47. পশ্চিমা জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তর: পশ্চিমা জেট বায়ু ভারতের শীতকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।
48. পূর্বালী জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তর: পূর্বালী জেট বায়ু ভারতের গ্রীষ্ম ও বর্ষাকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।
49. ভারতের জলবায়ুতে এল নিনোর কী প্রভাব দেখা যায়?
উত্তর: ভারতের জলবায়ুতে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাত অর্থাৎ খরা দেখা যায়।
50. ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল এর নাম করো?
উত্তর: উড়িষ্যার কালাহান্ডি ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল।
51. ভারতের কোন অংশে মরু জলবায়ু দেখা যায়?
উত্তর: ভারতের পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশে মরু জলবায়ু দেখা যায়।
52. ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য গুলি কী কী?
উত্তর: অসম, বিহার এবং পশ্চিমবঙ্গ হলো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য।
53. শীতকালে ভারতে কোথায় তুষারপাত হয়?
উত্তর: জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে চিৎকারে তুষারপাত হয়।
54. ভারতের প্রধান স্থানীয় বায়ু গুলি কী কী?
উত্তর: ভারতের প্রধান স্থানীয় বায়ু গুলি হল লু এবং আঁধি।
55. ভারতের উষ্ণতম মরুভূমি কোনটি?
উত্তর: রাজস্থানের মরুস্থলি ভারতের উষ্ণতম মরুভূমি।
56. ভারতের শীতলতম মরুভূমি কোনটি?
উত্তর: ভারতের শীতলতম মরুভূমি হল লাদাখ।