ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর | Natural Vegetation of India

ভারতের স্বাভাবিক উদ্ভিদ SAQ প্রশ্ন উত্তর

1. ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?
উত্তর: ভারতের বনভূমির পরিমাণ হল 21.76% (FSI, 2019)
 
2. পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ কত?
উত্তর: পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ হল 19.04% (FSI, 2019)
 
3. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন অবস্থিত।
 
4. ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন অরণ্য দেখা যায়?
উত্তর: ভারতের সর্বাধিক অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়।
 
5. ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক?
উত্তর: মধ্যপ্রদেশে অরন্যের পরিমাণ সবচেয়ে বেশি।
 
6. শতকরা অরন্যের পরিমাণে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: শতকরা অরন্যের পরিমাণে মিজোরাম প্রথম।
 
7. শতকরা অরন্যের পরিমাণে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম?
উত্তর: শতকরা অরন্যের পরিমাণে লাক্ষাদ্বীপ হয় প্রথম।
 
6. ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে কম?
উত্তর: হরিয়ানায় অরন্যের পরিমাণ হয় সবচেয়ে কম।
 
7. কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে?
উত্তর: মহারাষ্ট্রে অরন্যের পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে।
 
8. মাথাপিছু বনভূমির পরিমাণ সর্বোচ্চ কোন রাজ্যে?
উত্তর: অরুণাচল প্রদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ হয় সবচেয়ে বেশি।
 
9. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন অরণ্য দেখা যায়?
উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলে প্রধানত সরলবর্গীয় অরণ্য দেখা যায়।
 
10. হিমালয় পর্বতের সবচেয়ে উচু অংশে কোন প্রকার অরণ্য দেখতে পাওয়া যায়?
উত্তর: হিমালয় পর্বতের সবচেয়ে উচু অংশে আল্পীয় অরণ্য দেখা যায়।
 
11. ভারতের কোন অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়?
উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ সংস্কৃতির হয়।
 
12. সরলবর্গীয় অরণ্যে কোন প্রকার মৃত্তিকা দেখা যায়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য পডজল মৃত্তিকা দেখা যায়।
 
13. ভারতের কোথায় চিরহরিৎ অরণ্য দেখা যায়?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে  চিরহরিৎ অরণ্য দেখা যায়।
 
14. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য দেখা যায়?
উত্তর: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়।
 
15. শীতকালে কোন জাতীয় অরণ্যে বৃক্ষের পাতা ঝরে যায়?
উত্তর: শীতকালে পর্ণমোচী অরণ্যে বৃক্ষের পাতা ঝরে যায়।
 
16. ভারতের লবণাক্ত মৃত্তিকা বা উপকূলীয় অঞ্চলে কোন জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তর: ভারতের লবণাক্ত মৃত্তিকা বা উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়।
 
17. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন
 
18. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকণিকা
 
19. কোন ধরনের উদ্ভিদের শ্বাসমূল ঠেসমূল দেখা যায়?
উত্তর: লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল ঠেসমূল দেখা যায়।
 
20. কোন অঞ্চলে 200 সেমির বেশি বৃষ্টিপাত হলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর: কোন অঞ্চলে 200 সেমির বেশি বৃষ্টিপাত হলে চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ জন্মায়।
 
21. ভারতে চিরহরিৎ অরণ্যে প্রধানত কোন কোন গাছ থেকে যায়?
উত্তর: ভারতের চিরহরিৎ অরণ্যের প্রধান প্রধান গাছগুলি হল আবলুস, রবার, মেহগনি, রোজউড, আয়রনউড, শিশু, সিঙ্কোনা, বাঁশ বেত
 
22. ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?
উত্তর: ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে প্রধানত শাল, সেগুন, শিমুল, মহুয়া, আম, জাম চন্দন প্রভৃতি গাছ দেখা যায়।
 
23. ভারতে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?
উত্তর: ভারতে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে প্রধানত শিমুল, শাল, পলাশ, বাবলা এবং কাঁটাযুক্ত ঝোপ প্রভৃতি দেখা যায়।
 
24. ভারতে কোন কোন মরু উদ্ভিদ পাওয়া যায়?
উত্তর: ভারতে মরু অঞ্চলে ক্যাকটাস, ফনীমনসা, বাবলা, খেজুর, কাঁটাঝোপ বিভিন্ন ঘাস জন্মায়।
 
25. ম্যানগ্রোভ অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, কেয়া, হোগলা প্রভৃতি গাছ দেখা যায়।
 
26. রাবার গাছ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: রাবার গাছ হল ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ।
 
27. ভারতের অধিকাংশ রাবার কোথায় চাষ হয়?
উত্তর: কেরালায় ভারতের অধিকাংশ রাবার চাষ হয়।
 
28. রাবার গাছের রস কী নামে পরিচিত?
উত্তর: রাবার গাছের রস ্যাটেক্স নামে পরিচিত।
 
29. চন্দন গাছ কোথায় সর্বাধিক দেখা যায়?
উত্তর: চন্দন গাছ কর্ণাটকে সর্বাধিক দেখা যায়।
 
30. শাল গাছ কোথায় সর্বাধিক দেখা যায়?
উত্তর: শাল গাছ মধ্যপ্রদেশে সর্বাধিক দেখা যায়।
 
31. কোন অরণ্য অঞ্চলকে 'ভারতের সাভানা' অঞ্চল বলা হয়?
উত্তর: শুষ্ক পর্ণমোচী অরণ্যকে 'ভারতের সাভানা' অঞ্চল বলা হয়।
 
32. ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর: ভারতের মরু অঞ্চলে জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়।
 
33. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
 
34. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 শে মার্চ
 
35. অরণ্য সপ্তাহ কবে পালিত হয়?
উত্তর: 14-21 জুন অরণ্য সপ্তাহ পালিত হয়।
 
36. কবে 'জাতীয় বননীতি' গ্রহণ করা হয়?
উত্তর: 1952 সালে 'জাতীয় বননীতি' গ্রহণ করা হয়।
 
37. ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: ভারতে বনসংরক্ষণ আইন 1972 সালে প্রবর্তিত হয়।
 
37. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়?
উত্তর: বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ পালিত হয়।
 
38. সুন্দরবন দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: 21 আগস্ট সুন্দরবন দিবস উদযাপন করা হয়।
 
39. হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা হয়?
উত্তর: হেক্টর প্রতি 5 শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা হয়।
 
40. ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণীবিভাগ কে করেন?
উত্তর: আবহাওয়া বিজ্ঞানী চ্যাম্পিয়ন সর্বপ্রথম ভারতীয় অরণ্যের শ্রেণীবিভাগ করেন।
 
41. ভারতে কোন ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
উত্তর: ভারতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
 
42. কোন ধরনের উদ্ভিদ থেকে দেশলাই তৈরি করা হয়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য থেকে দেশলাই তৈরি হয়।
 
43. ভারতের কত মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল?
উত্তর: ভারতের প্রায় 35 লক্ষ মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল।
 
44. সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?
উত্তর: সরকারি আইয়ের 2 শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়।
 
45. ভারতের সংগৃহীত কাঠ কোন কাজে সর্বাধিক ব্যবহার হয়?
উত্তর: ভারতের সংগৃহীত কাঠ জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহার হয়।
 
46. কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।
 
47. কুইনাইন কিসের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা?
উত্তর: কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা।
 
48. বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়?
উত্তর: বিড়ি তৈরিতে কেন্দুপাতা ব্যবহার করা হয়।
 
49. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে ঝুম চাষ দেখা যায়।
 
50. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?
উত্তর: বৃক্ষরোপণ হল বনভূমি সংরক্ষণের প্রধান উপায়।
 
51. 'সামাজিক বনসৃজন' কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: সামাজিক বনসৃজন' কথাটি প্রথম ব্যবহার করেন জে সি ওস্টোবি
 
52. ভারতের সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত।
 
53. ভারতের অরণ্য রিপোর্ট কোন সংস্থা তৈরি করে?
উত্তর: ভারতের অরণ্য রিপোর্ট  তৈরি করে Forest Survey of India (FSI)
 
54. Forest Survey of India কোন স্যাটেলাইটের সাহায্যে ভারতের অরণ্য রিপোর্ট তৈরি করে?
উত্তর: Forest Survey of India ভারতের নিজস্ব IRS P6 Resources at  LISS III স্যাটেলাইটের সাহায্যে ভারতের  অরণ্য রিপোর্ট তৈরি করে।
 
Theme images by chuwy. Powered by Blogger.
close