কাশ্মীর উপত্যকা কী (Kashmir Valley)

কাশ্মীর উপত্যকা:

কাশ্মীর হিমালয় অবস্থিত অপরূপ সৌন্দর্যময় উপত্যকা হল কাশ্মীর উপত্যকা
 
অবস্থান: কাশ্মীর উপত্যকা পশ্চিম হিমালয়ের অন্তর্গত পিরপাঞ্জাল পর্বত শ্রেণী জাস্কার পর্বতের মাঝে অবস্থিত। শ্রীনগরের দক্ষিণে প্রায় 100 কিমি বিস্তৃত পিরপাঞ্জাল পর্বত শ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।
 
ভূস্বর্গ: কাশ্মীর উপত্যকা উলার, ডাল হ্রদ চারিপাশে বরফাবৃত শৃঙ্গ, পপলার-চিনার বৃক্ষের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত।
 
উৎপত্তি: ভূতত্ত্ববিদদের মতে বহুকাল আগে, প্লিস্টোসিন যুগের দুটি পর্বতের মাঝে হ্রদ ছিল যা পরবর্তীকালে নদী হিমবাহ দ্বারা সঞ্চয়কার্যের ফলে ভরাট হয়ে  সমতল কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়।
 
বৈশিষ্ট্য:
1. ভূপ্রকৃতি: ভূ-প্রকৃতিগত দিক থেকে এটি একটি হ্রদ সমভূমি।
 
2. দৈর্ঘ্য: কাশ্মীর উপত্যকার দৈর্ঘ্য প্রায় 135 কিমি।
 
3. প্রস্থ: কাশ্মীর উপত্যকা প্রায় 40 কিমি চওড়া।
 
4. আয়তন: কাশ্মীর উপত্যকার আয়তন প্রায় 4921 বর্গ কিমি।
 
5. কারেওয়া মৃত্তিকা: কাশ্মীর উপত্যকায় প্রাচীন পলি সমৃদ্ধ উর্বর ধাপযুক্ত ভূমি কারেওয়া মৃত্তিকা নামে পরিচিত।
 
6. জাফরান চাষ: কাশ্মীর উপত্যকার উর্বর কারোয়ার মৃত্তিকা জাফরান চাষের জন্য প্রসিদ্ধ।
 
কাশ্মীর উপত্যকার প্রশ্ন উত্তর:
1. ভূস্বর্গ কাকে বলে?
উত্তর: উলার, ডাল হ্রদ চারিপাশে বরফাবৃত শৃঙ্গ, পপলার-চিনার বৃক্ষের নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত।
 
2. কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত?
উত্তর: কাশ্মীর উপত্যকা পিরপাঞ্জাল জাস্কার পর্বতের মাঝে অবস্থিত।
 
3. কাশ্মীর উপত্যকার আয়তন কত?
উত্তর: কাশ্মীর উপত্যকার আয়তন প্রায় 4921 বর্গ কিমি।
 
4. কাশ্মীর উপত্যকার দুটি হ্রদের নাম লেখ?
উত্তর: কাশ্মীর উপত্যকার দুটি হ্রদ হল উলার ডাল হ্রদ।
 
5. কাশ্মীর উপত্যকায় উল্লেখযোগ্য কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর: কাশ্মীর উপত্যকায় পলি গঠিত উর্বর কারেওয়া দেখা যায়।
 
6. কাশ্মীর উপত্যকা কী চাষের জন্য বিখ্যাত?
উত্তর: কাশ্মীর উপত্যকা জাফরান চাষের জন্য বিখ্যাত।
 
7. কাশ্মীর উপত্যকা কিভাবে সৃষ্টি হয়েছিল?
উত্তর: নদী হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পিরপাঞ্জাল জাস্কার উপকার মাঝে অবস্থিত হ্রদ ভরাট হয়ে কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়।
Theme images by chuwy. Powered by Blogger.
close