ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন
এশিয়া মহাদেশের দক্ষিণ অবস্থিত আয়তনে পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ হল ভারত। ভারতে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র পরিলক্ষিত হয়।
ভারতকে বৈচিত্র্যময় দেশ বলার কারণ:
ভারতবর্ষকে নানা কারণে বৈচিত্র্যময় দেশ বলা হয় –উত্তর দিকে পার্বত্য অঞ্চলে শীতল জলের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এবং মধ্যভাগে তেমনই চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। ভারতের পূর্ব দিকে মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় তেমনি আবার পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশে মরু জলবায়ু দেখা যায়।
4. মৃত্তিকাগত বৈচিত্র্য:ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের পডজল মাটি, মধ্যভাগের পলিমাটি, দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা ও লালমাটি এবং উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে উক্ত বৈচিত্র্যপূর্ণ মৃত্তিকা দেখা যায়।
5. স্বাভাবিক উদ্ভিদ গত বৈচিত্র্য: পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে চিরহরিৎ অরণ্য, সমভূমি ও মালভূমি অঞ্চলে পর্ণমোচী অরণ্য, উত্তরের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য, মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ ও উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার উদ্ভিদের সমন্বয়ে ভারতে উদ্ভিদ গত বৈচিত্র্য দেখা যায়।
আরও দেখুন: