ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন

এশিয়া মহাদেশের দক্ষিণ অবস্থিত আয়তনে পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ হল ভারত ভারতে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র পরিলক্ষিত হয়।

ভারতকে বৈচিত্র্যময় দেশ বলার কারণ:

ভারতবর্ষকে নানা কারণে বৈচিত্র্যময় দেশ বলা হয়
 
1. বিশাল আয়তন: পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের আয়তন প্রায় মহাদেশের মত বলে একে উপমহাদেশ বলা হয়।
 
2. ভূ প্রাকৃতিক বৈচিত্র: ভারতের উত্তরে নবীন ভঙ্গিল পর্বত হিমালয় এবং পশ্চিমে প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী থর মরুভূমি অবস্থিত। আবার দক্ষিনে প্রাচীন শিলা গঠিত দাক্ষিণাত্য মালভূমি এবং উত্তরে নদী গঠিত বিশাল সমভূমি রয়েছে। অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এবং মরুভূমি সকল বৈচিত্র্যময় ভূমিরূপ ভারতে দেখা যায়।
 
3. জলবায়ুগত বৈচিত্র: ভারত প্রধানত আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ হলেও এখানে নিরক্ষীয়, পার্বত্য, সাভানা, মরু ইত্যাদির জলবায়ুর বৈশিষ্ট্য কিছু কিছু স্থানে পরিলক্ষিত হয়।

উত্তর দিকে পার্বত্য অঞ্চলে শীতল জলের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এবং মধ্যভাগে তেমনই চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। ভারতের পূর্ব দিকে মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় তেমনি আবার পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশে মরু জলবায়ু দেখা যায়।
 
4. মৃত্তিকাগত বৈচিত্র্য:ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের পডজল মাটি, মধ্যভাগের পলিমাটি, দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা লালমাটি এবং উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে উক্ত বৈচিত্র্যপূর্ণ মৃত্তিকা দেখা যায়।
 
5. স্বাভাবিক উদ্ভিদ গত বৈচিত্র্য: পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে চিরহরিৎ অরণ্য, সমভূমি মালভূমি অঞ্চলে পর্ণমোচী অরণ্য, উত্তরের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য, মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার উদ্ভিদের সমন্বয়ে ভারতে উদ্ভিদ গত বৈচিত্র্য দেখা যায়।

6. সাংস্কৃতিক বৈচিত্র: ভারতবর্ষে মানুষের ভাষা, ধর্ম, জাতি, বর্ণ, জীবনধারণের ধরন, পোশাক-পরিচ্ছেদ খাদ্যাভাস সবই ভিন্ন। ভারতের বিভিন্ন অঞ্চলে বহু ভাষা প্রচলিত থাকলেও ভারতের সংবিধানে 22 টি ভাষা স্বীকৃত হয়েছে। ভারতে হিন্দু মুসলিম খ্রিষ্টান পার্সি প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। প্রকৃতির নানা সংস্কৃতির লোক একত্রে বসবাস করে বলে, ভারতে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র পরিলক্ষিত হয়।
 
ভারতের এই সর্বাঙ্গীণ বৈচিত্র্যময়তার জন্য ভারতকে 'বৈচিত্র্যময় দেশ' বলা হয়। এত বৈচিত্র্যের কারণে ভারতকে 'পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ' বলা হয়।

  আরও দেখুন:
1. ভারতের ভূগোল মক টেস্ট – 1 Click Here

2. ভারতের ভূগোল মক টেস্ট – 2 Click Here

3. ভারতের ভূগোল মক টেস্ট – 3 Click Here

Theme images by chuwy. Powered by Blogger.
close