নীল বিপ্লবের ফলাফল, সমস্যা ও সম্ভাবনা
নীল বিপ্লব (Blue Revolution):
স্বাধীনোত্তর ভারতে সত্তরের দশকে ভারত সরকারের উদ্যোগে উন্নত ও আধুনিক মৎস্য প্রজনন, আহরণ, প্রক্রিয়াকরণ ও বিপণন ব্যবস্থার ফলে অল্প সময়ে স্বাদু ও লবণাক্ত জলের মৎস্য উৎপাদনে যে বৈপ্লবিক ও অভাবনীয় উন্নয়ন ঘটে, তাকে নীল বিপ্লব বলে।
মাছের আবাসস্থল জলের রং মূলত নীল হওয়ায় একে নীল বিপ্লব নামে অভিহিত করা হয়।
নীল বিপ্লবের জনক: ড. অরূপ কৃষ্ণান হলেন ভারতের নীল বিপ্লবের জনক।
অধ্যাপক হীরালাল চৌধুরী হলেন ভারতের গোলাপি বিপ্লবের জনক (চিংড়ি চাষ)।
A. নীল বিপ্লবের ফলাফল:
ভারতের অর্থনীতিতে নীল বিপ্লব ব্যাপক প্রভাব ফেলেছে। যেমন –1. মাছ উৎপাদন বৃদ্ধি: নীল বিপ্লবের ফলে ভারতে অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে বিপুল জনসংখ্যার বৃদ্ধি পেলেও ভারত মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।