SAIL কাকে বলে

 
সম্পূর্ণ নাম: SAIL এর পুরো নাম হল Steel Authority of India.
 
প্রতিষ্ঠিত: ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের উন্নতিকল্পে ভারত সরকার 1973 সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি গঠন করে।
 
অধীনস্থ কারখানা: বর্তমানে জামশেদপুর ছাড়া সরকারের বৃহত্তম ইস্পাত কারখানা SAILঅধীনস্থ
ভিলাই, বোকারো, রৌরকেল্লা, দুর্গাপুর, বার্নপুর-কুলটি, সালেম, বিশাখাপত্তনম, বিজয়নগর, ভদ্রাবতী, দ্বৈতারি,
মহারাষ্ট্র ইলেক্ট্রোস্মেল্ট লিমিটেড।
 
কার্যালয়: SAIL -এর মুখ্য কার্যালয় বর্তমানে নতুন দিল্লিতে অবস্থিত।
 
প্রশিক্ষণ কেন্দ্র: রাঁচিতে SAIL -এর একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে।
 
উদ্দেশ্য:
I. রাষ্ট্রয়ত্ত লৌহ ইস্পাত কারখানা গুলির পরিচালনা করা।
 
II. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা গুণগত মান বাড়ানো।
 
III. প্রশিক্ষিত দক্ষ শ্রমিক সরবরাহ করা।
 
IV. লৌহ ইস্পাতের মূল্য নির্ধারণ করা এবং বন্টন করা।

Theme images by chuwy. Powered by Blogger.
close