skip to main |
skip to sidebar
সম্পূর্ণ নাম: SAIL এর পুরো নাম হল Steel Authority of India.
প্রতিষ্ঠিত: ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের উন্নতিকল্পে ভারত সরকার 1973 সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি গঠন করে।
অধীনস্থ কারখানা: বর্তমানে জামশেদপুর ছাড়া সরকারের বৃহত্তম ইস্পাত কারখানা SAIL – অধীনস্থ –
ভিলাই, বোকারো, রৌরকেল্লা, দুর্গাপুর, বার্নপুর-কুলটি, সালেম, বিশাখাপত্তনম, বিজয়নগর, ভদ্রাবতী, দ্বৈতারি,
মহারাষ্ট্র ইলেক্ট্রোস্মেল্ট লিমিটেড।
কার্যালয়: SAIL -এর মুখ্য কার্যালয় বর্তমানে নতুন দিল্লিতে অবস্থিত।
প্রশিক্ষণ কেন্দ্র: রাঁচিতে SAIL -এর একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে।
উদ্দেশ্য:
I. রাষ্ট্রয়ত্ত লৌহ ইস্পাত কারখানা গুলির পরিচালনা করা।
II. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা ও গুণগত মান বাড়ানো।
III. প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক সরবরাহ করা।
IV. লৌহ ইস্পাতের মূল্য নির্ধারণ করা এবং বন্টন করা।