ব্রেক অফ বাল্ক কাকে বলে
Break of Bulk:
পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবহন মাধ্যমগুলির ভিন্নতার কারণে বা পরিবহনের সুবিধার কারণে পণ্যদ্রব্যকে ছোট ছোট ভাগে ভাগ করে বন্টন করার জন্য যে স্থানে পণ্যসামগ্রীর পরিবহনের মাধ্যম পরিবর্তন করা হয়, তাকে ব্রেক অফ বাল্ক বলে।
উদাহরণ:
1. সামুদ্রিক বন্দর: মুম্বাই ও কান্ডালা বন্দর মাধ্যমে খনিজ তেল আমদানি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এখানে খনিজ তেলের পরিবহনের মাধ্যম জলপথ থেকে স্থলপথে পরিবর্তন হয়।
2. বড় রেল জংশন: দেশের বিভিন্ন কারখানায় উৎপন্ন সার, সিমেন্ট রেলপথে পরিবাহিত হয় বড় রেল জংশন থেকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছে যায়।
বৈশিষ্ট্য:
I. পণ্যদ্রব্যের পরিবহন মাধ্যম পরিবর্তন হয়।
II. পণ্যদ্রব্য পরিবহনের সুবিধা হয়।
III. পণ্যদ্রব্য সহজে বন্টন করা যায়।
IV. ভৌগোলিক বাধা অতিক্রম করা যায়।
V. পরিবহন খরচ বেড়ে যায়।
VI. পরিবহনে অধিক সময় ব্যয় হয়।
1. সামুদ্রিক বন্দর: মুম্বাই ও কান্ডালা বন্দর মাধ্যমে খনিজ তেল আমদানি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এখানে খনিজ তেলের পরিবহনের মাধ্যম জলপথ থেকে স্থলপথে পরিবর্তন হয়।
I. পণ্যদ্রব্যের পরিবহন মাধ্যম পরিবর্তন হয়।