কানাডা কাগজ শিল্পে উন্নত কেন
কানাডার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল কাগজ শিল্প। কানাডার নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম এবং কাগজ ও কাগজের বোর্ড উৎপাদনে বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। তাছাড়াও নিউজপ্রিন্ট রপ্তানিতেও কানাডা প্রথম স্থান অধিকার করে।
কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ:
কানাডার কাগজ শিল্পে উন্নতির প্রধান কারণ গুলি হল –
A. প্রাকৃতিক কারণ:
1.নরম কাঠের বনভূমি: কানাডার প্রাইস 42 কোটি হেক্টর অঞ্চল নরম কাঠের সরলবর্গীয় বনভূমির অন্তর্গত। কুইবেক, অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া ও ম্যানিটোবা প্রদেশের সরলবর্গীয় অরণ্য থেকে পাইন ফাক হেমলক স্প্রুস কবিতা গাছের উৎকৃষ্ট নরম কাঠ কাগজ শিল্পের অন্যতম কাঁচামালের যোগান দেয়।
2. অরণ্যের পুরণশীলতা: বনভূমি কানাডার অন্যতম সম্পদ। তাই অরণ্য সংরক্ষণ, অরণ্যের পুরণশীলতা ও অরন্যের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গাছ কাটার সঙ্গে সঙ্গে সেখানে পুন:বনসৃজন করা হয়। ফলে কাঁচামাল রূপে উৎকৃষ্ট নরম কাঠ পাওয়ার স্থায়ী সুবিধা রয়েছে।
3. পরিবর্ত দ্রব্যের ব্যবহার: কানাডার কাগজ শিল্পে সরলবর্গীয় অরণ্যের নরম কাঠের পরিবর্তে করাত কলগুলি থেকে পাওয়া কাঠের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে এবং কাগজ মন্ড উৎপাদনে জন্য বর্জ্য কাগজ ব্যবহার করা হচ্ছে।
4. পর্যাপ্ত জলের যোগান: সেন্ট লরেন্স নদী, সুপিরিয়র হ্রদ ও নায়াগ্রা জলপ্রপাত থেকে কাগজ শিল্পের প্রয়োজনীয় স্বচ্ছ জল পাওয়া যায়।
5. নাতিশীতোষ্ণ জলবায়ু: কানাডা নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থান করায় সরলবর্গীয় বনভূমির গড়ে হয়েছে, ফলে কাগজ শিল্পের প্রয়োজনীয় নরম কাঠ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে।
B. অর্থ-সামাজিক কারণ:
1. মূলধন বিনিয়োগ: কাগজ শিল্প অত্যন্ত লাভজনক শিল্প হওয়ায় প্রথম থেকেই শিল্পপতিরা কাগজ শিল্পে মূলধন বিনিয়োগ করে।
2. রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য: কানাডার দক্ষিণের রাজ্য গুলি এবং সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র রাসায়নিক শিল্পে বেশ উন্নত। ফলে কাগজ শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি পাওয়া যায়।
3. সুলভ জলবিদ্যুৎ: কানাডার জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত। ফলে কাগজ কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়।
4. উন্নত পরিবহন: কানাডার সড়ক, রেল ও সেন্ট লরেন্স নদী জলপথে পরিবহন ব্যবস্থা ব্যাপক উন্নতি হয়েছে। ফলে কাঁচামালের যোগান ও উৎপাদিত পণ্য বাজারে পাঠানোর ক্ষেত্রে পরিবহনের সুবিধা হয়।
5. দক্ষ শ্রমিক: কানাডা শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত দেশ হওয়ায় শ্রমিকরা ক্লান্তিহীনভাবে অধিক শ্রম প্রয়োগ করে এবং তাদের দক্ষতা ও পারিশ্রমিক মনোভাব এই শিল্পকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করেছে।
6. সরকারি আনুকূল্য: কাগজ শিল্পে বিপুল সরকারি অর্থ লগ্নি, রাজস্ব ছাড়, কলগুলির আধুনিকীকরণ, বর্জ্য কাগজের আমদানি ও নতুন কারখানা স্থাপনে কানাডা সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
7. উন্নত প্রযুক্তিবিদ্যা: স্বয়ংক্রিয় যন্ত্রচালিত অত্যাধুনিক কাষ্ঠমন্ড ও কাগজ কলে আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগে কানাডার কাগজ শিল্পের উন্নতি হয়েছে।
8. উন্নত বাজার ও চাহিদা: দেশে ও আন্তর্জাতিক স্তরে কানাডার কাগজ শিল্পে চাহিদা অত্যন্ত বেশি যা শিল্পের বিকাশের একটি অন্যতম কারণ।