আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন
কার্পাস বয়ন শিল্পের জন্মলগ্নে ব্রিটিশ যুক্তরাজ্যের ম্যানচেস্টার অভূতপূর্ব উন্নতি লাভ করে, যা ব্রিটেনের তথা বিশ্বের অন্যতম কার্পাস বয়ন কেন্দ্র পরিণত হয়।
অনুরূপভাবে ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন কেন্দ্র হল গুজরাটের আমেদাবাদ শহর।
এই দুই কার্পাস বয়ন কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য কিছু সাদৃশ্য রয়েছে, প্রধান সাদৃশ্য গুলি হল –
1. অবস্থান:
ম্যানচেস্টার: ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কাশায়ার প্রদেশের ম্যানচেস্টার হল গুরুত্বপূর্ণ শিল্প শহর।
আমেদাবাদ: অনুরূপভাবে আমেদাবাদ ভারতের পশ্চিমে অবস্থিত গুজরাট রাজ্যের প্রধান শিল্প শহর।
2. জলবায়ু:
ম্যানচেস্টার: বৃটেনের আইরিস সাগরের তীরে আর্দ্র আবহাওয়ায় ম্যানচেস্টার শিল্প কেন্দ্র অবস্থিত।
আমেদাবাদ: ঠিক তেমনি খাম্বাত উপসাগরের তীরবর্তী আর্দ্র আবহাওয়ায় আমেদাবাদ শিল্প কেন্দ্র অবস্থিত।
3. বিকাশ:
ম্যানচেস্টার: 1760 থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে ম্যানচেস্টার ব্রিটেনের তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র পরিণত হয়।
আমেদাবাদ: একইভাবে 1818 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ভারত তথা এশিয়ার অন্যতম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র হল আমেদাবাদ।
4. অধিকাংশ শিল্পকেন্দ্র:
ম্যানচেস্টার: ব্রিটেনের অধিকাংশ কার্পাস বয়ন শিল্প কারখানা ম্যানচেস্টারে গড়ে উঠেছিল।
আমেদাবাদ: অনুরূপভাবে ভারতের ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরের পতন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। গুজরাটের মোট 125 টি কার্পাস বয়ন শিল্পের মধ্যে আমেদাবাদ শহরেই গড়ে উঠেছে 72 টি।
এই অধিক সংখ্যক কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের সমাবেশ ও উক্ত সাদৃশ্যের কারণে একদা বিশ্বসেরা ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
অনুরূপভাবে ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন কেন্দ্র হল গুজরাটের আমেদাবাদ শহর।
ম্যানচেস্টার: ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কাশায়ার প্রদেশের ম্যানচেস্টার হল গুরুত্বপূর্ণ শিল্প শহর।
ম্যানচেস্টার: বৃটেনের আইরিস সাগরের তীরে আর্দ্র আবহাওয়ায় ম্যানচেস্টার শিল্প কেন্দ্র অবস্থিত।
ম্যানচেস্টার: 1760 থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে ম্যানচেস্টার ব্রিটেনের তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র পরিণত হয়।
ম্যানচেস্টার: ব্রিটেনের অধিকাংশ কার্পাস বয়ন শিল্প কারখানা ম্যানচেস্টারে গড়ে উঠেছিল।