দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন
দুর্গাপুর ভারতের অন্যতম শ্রেষ্ঠ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। জার্মানির রূঢ় শিল্পাঞ্চলের সঙ্গে বিভিন্ন বিষয়ের সাদৃশ্য তুলনা করে দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়। দুর্গাপুর ও জার্মানির রূঢ় শিল্পাঞ্চলের উল্লেখযোগ্য সাদৃশ্য গুলি হল –
জার্মানির রূঢ়: ইউরোপের জার্মানির পশ্চিম প্রান্তে রাইন নদী ও তার দুই উপনদী রূঢ় ও লিপের সংযোগস্থলে রূঢ় শিল্পাঞ্চল অবস্থিত।
জার্মানির রূঢ়: রাইন নদীর পর্যাপ্ত মৃদু জল রূঢ় শিল্পাঞ্চলে ব্যবহার হয়।
জার্মানির রূঢ়: রূঢ় শিল্পাঞ্চলে রাইন নদী উপত্যকার উন্নত বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয়।
জার্মানির রূঢ়: ফ্রান্সের লোরেন অঞ্চলের আমদানিকৃত আকরিক লোহার ওপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে।
জার্মানির রূঢ়: পরিবহনের দোলক নীতি অনুসারে রাইন উপত্যকার কয়লা বোঝাই রেল ফিরতি পথে ফ্রান্সের আকরিক লোহা আমদানি করে।
জার্মানির রূঢ়: এই শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে।