প্রপাতকূপ কাকে বলে

জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার গহ্বরের মত সৃষ্টি হয়, একে প্রপাত কূপ (Plunge Pool) বলে।


উৎপত্তি: জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত প্রস্তরখন্ডের প্রচন্ড আঘাতে এবং জলের ঘূর্ণনে অবঘর্ষ প্রক্রিয়া বুদবুদ ক্ষয়ের মাধ্যমে বিশাল আকার হাঁড়ির মতো গর্ত অর্থাৎ প্রপাত কূপ সৃষ্টি হয়।
 
উদাহরণ:
  1. সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে প্রপাতকূপ দেখা যায়।
  2. চেরাপুঞ্জির কাছে নোহকালিকাই জলপ্রপাতে প্রপাত কূপ দেখা যায়।
 
বৈশিষ্ট্য:
1. অবস্থান: প্রপাতকূপ জলপ্রপাতের পাদদেশে সৃষ্টি হয়।
 
2. ক্ষয় প্রক্রিয়া: প্রপাতকূপ অবঘর্ষ প্রক্রিয়া বুদবুদ ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি হয়।
 
3. দৃশ্যমান: শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমাণ হ্রাস পেলে এগুলো দৃশ্যমান হয়।

4. আয়তন: প্রপাতকূপের আয়তন নির্ভর করে জলপ্রপাতের উচ্চতা, আয়তন, জনরাশির পরিমাণ প্রস্তরখন্ডের আকার অনুযায়ী।
 
Theme images by chuwy. Powered by Blogger.
close