জলপ্রপাত কাকে বলে ?
নদীর পার্বত্য প্রবাহপথে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিক বা আড়াআড়িভাবে অবস্থান করলে উপরের কঠিন শিলা স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের নরম শিলাস্তর উন্মুক্ত হয় এবং দ্রুত ক্ষয় পাওয়ার কারণে হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি করে জলরাশি প্রবল বেগে উপর থেকে নিচে পতিত হয়, তাকে জলপ্রপাত বলে।
উদাহরণঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, ভারতের নর্মদা নদীর ধুঁয়াধার।
বৈশিষ্ট্যঃ
1. ভূমি ঢালের হঠাৎ বিশাল পরিবর্তন হয়।
2. কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করে।
3. জল প্রবল বেগে নিচের দিকে পতিত হয়।
4. জলপ্রপাতের নিচে প্রপাত কূপ সৃষ্টি হয়।
কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত –
1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: ভেনেজুয়েলার ওরিনোকো নদীর উপনদী রিয় কারনী নদীর এঞ্জেল জলপ্রপাত।
2. পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত।
3. পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত কোনটি?
উত্তর: ব্রাজিলের ইগুয়াজু হয় পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত।
4. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতর নাম কি?
উত্তর: জাইরে নদীর স্ট্যানলি জলপ্রপাত হয় পৃথিবীর বৃহত্তম।
5. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত।
6. যোগ বা গারসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: যোগ বা গারসোপ্পা জলপ্রপাত কর্নাটকের সরাবতী নদীতে অবস্থিত।
7. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: শিবসমুদ্রম জলপ্রপাত কর্নাটকের কাবেরী নদীর অবস্থিত।
8. হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী অবস্থিত।
1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: ভেনেজুয়েলার ওরিনোকো নদীর উপনদী রিয় কারনী নদীর এঞ্জেল জলপ্রপাত।
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত।
উত্তর: ব্রাজিলের ইগুয়াজু হয় পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত।
উত্তর: জাইরে নদীর স্ট্যানলি জলপ্রপাত হয় পৃথিবীর বৃহত্তম।
উত্তর: কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত।
উত্তর: যোগ বা গারসোপ্পা জলপ্রপাত কর্নাটকের সরাবতী নদীতে অবস্থিত।
উত্তর: শিবসমুদ্রম জলপ্রপাত কর্নাটকের কাবেরী নদীর অবস্থিত।
উত্তর: হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী অবস্থিত।