পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন

প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত খনিজ তেলকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তির সাহায্যে গড়ে ওঠা  পেট্রোরসায়ন শিল্প হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য সর্ববৃহৎ অত্যাধুনিক শিল্প।

বর্তমানে চাহিদা, গুরুত্ব বৈচিত্রের বিচারে এই শিল্পকে বাদ দিয়ে আধুনিক শিল্প-সভ্যতার কথা ভাবাই যায় না, কারণ-
 
1. অনুসারী শিল্প:
পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্প গড়ে ওঠে। যেমনঃ প্লাস্টিক, রং, ওষুধ, রাবার, সার, সুগন্ধি, সাবান ডিটারজেন্ট প্রকৃতি শিল্প। এই শিল্প থেকে প্রায় 500 টি ব্যবহার্য জিনিস উৎপাদন হয়।
 
2. অন্য শিল্পের উপকরণ:
পেট্রোরসায়ন শিল্প থেকে মোটরগাড়ি বৈদ্যুতিক শিল্প বস্ত্র শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতির বহু প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। যথা রাবার ফাইবার কাঠামো স্পঞ্জ রাবার তারের আবরণ প্রভৃতি
 
3. বহু শিল্পের ধ্বংস:
পেট্রোরসায়ন শিল্পের জন্য বহু শিল্পের উৎপন্ন দ্রব্যের চাহিদা হ্রাস পেয়ে শিল্প গুলি ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। যথাঃ পাটশিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি।
 
সমস্ত অনুসারী শিল্পকে নিয়ে পেট্রোরসায়ন শিল্প একত্রে বৃহদায়তন দানবের ন্যায় বিশাল শিল্পাঞ্চলে পরিণত হয়, বহু শিল্পকে উপকরণ সরবরাহ এবং বহু শিল্পকে গ্রাস করার জন্য পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.
close