পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন

বর্তমানে চাহিদা, গুরুত্ব বৈচিত্রের বিচারে সবচেয়ে উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে অসংখ্য পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠছে। এই  শিল্প কেন্দ্র করে সেই স্থানের সার্বিক উন্নতি হয়, যেমন
 
1. অনুসারী শিল্প:
পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্প গড়ে ওঠে। যেমনঃ প্লাস্টিক, রং, ওষুধ, রাবার, সার, সুগন্ধি, সাবান ডিটারজেন্ট প্রকৃতি শিল্প।
 
2. নতুন ভোগ্যপণ্য:
পেট্রোরসায়ন শিল্প থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিত্যনতুন ভোগ পণ্য তৈরি হয়ে থাকে।
 
3. উন্নত পরিবহন:
পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র করে সড়ক রেলপথে পরিবহনব্যবস্থা দ্রুত উন্নয়ন ঘটে।
 
4. কর্মসংস্থান:
পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প গুলিকে  কেন্দ্র গুলির জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়।
 
5. ক্রয় ক্ষমতা বৃদ্ধি:
কর্মসংস্থান বৃদ্ধির জন্য জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং আর্থিক উন্নয়ন ঘটে।
 
6. অর্থনৈতিক বিকাশ:
শিল্প স্থাপন উন্নত পরিবহনের জন্য সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের জন্য জনগণের আর্থিক উন্নয়ন ঘটে, ফলে সমগ্র অঞ্চলের অর্থনৈতিক বিকাশ হয়।
 
নবীন সম্ভাবনাময় এই শিল্পটি ব্যবহারিক গুরুত্ব বৈচিত্রের জন্য খুব কম সময়ে দ্রুত প্রসার লাভ করে এবং এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তাই পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প (Sunrise Industry) বলে।
Theme images by chuwy. Powered by Blogger.
close