গিরিখাত কাকে বলে?

 গিরিখাত (Gorge):

 আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর ব্যাপক নিম্ন ক্ষয়ের ফলে যে সংকীর্ণ 'V' আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে।
 
উৎপত্তি:
আর্দ্র আর্দ্রপ্রায় অঞ্চলে নদীতে জলের পরিমাণ বেশি থাকায় এবং উচ্চ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্ন করে। নদী উপত্যকার দুপাশে কঠিন শিলা স্তর থাকলে অল্প পার্শ্বক্ষয়ের সঙ্গে এই তীব্র নিম্নক্ষয়ের ফলে সংকীর্ণ 'V' আকৃতির গভীর উপত্যকা বা গিরিখাত সৃষ্টি হয়।
 
উদাহরণ:
সিন্ধু, শতদ্রু তিস্তা প্রভৃতি নদীর গতিপথে এরকম গিরিখাত দেখতে পাওয়া যায়।
 
পৃথিবীর দীর্ঘতম গিরিখাত:
চিনের ইয়াংসি-কিয়াং নদীর ইচাং গিরিখাত হয় পৃথিবীর দীর্ঘতম গিরিখাত
পৃথিবীর গভীরতম গিরিখাত:
নেপালের কালী গণ্ডকী গিরিখাত হয় পৃথিবীর গভীরতম গিরিখাত।
 
বৈশিষ্ট্য:
  1. নদীর উচ্চ গতিতে গিরিখাত সৃষ্টি হয়।
  2. বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়।
  3. নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়।
  4. সংকীর্ণ 'V' আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হয়।
Theme images by chuwy. Powered by Blogger.
close