ক্যানিয়ন কাকে বলে?

 ক্যানিয়ন (Canyon):

কঠিন শিলায় গঠিত শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হলে জলের অভাবের কারণে নদী অত্যন্ত সংকীর্ণ গভীর 'I' আকৃতির উপত্যকা গঠন করে, শুষ্ক অঞ্চলের এরূপ উপত্যকা বা গিরিখাতকে ক্যানিয়ন বলে।
 উৎপত্তি:
নদী দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হলে নদীর জলে স্বল্পতার জন্য নদী খাতে শুধুই নিম্নক্ষয়ই সম্ভব হয় (পার্শ্বক্ষয় প্রায় হয় না), ফলে সুগভীর  'I' আকৃতির খাত বা ক্যানিয়ন সৃষ্টি হয়।

উদাহরণ:
>>পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম ক্যানিয়ন-
আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হয় পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম ক্যানিয়ন
>>পৃথিবীর গভীরতম ক্যানিয়ন-
দক্ষিণ আমেরিকার পেরুর কলকা নদীর এল ্যানন ্য কল্কা হয় পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। 

বৈশিষ্ট্য:
  1. বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয়
  2. পার্শ্বদেশের ঢাল খুব খারাপ হয়
  3. 'I' আকৃতির উপত্যকা সৃষ্টি হয়
  4. নিম্নক্ষয়ের প্রাধান্য দেখা যায়
  5. পার্শ্বক্ষয় প্রায় হয় না
Theme images by chuwy. Powered by Blogger.
close