বায়ুমণ্ডলীয় গোলযোগ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
উত্তর: ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন নিম্নচাপ কেন্দ্রকে বেষ্টন করে যে দ্রুতগতিসম্পন্ন কুণ্ডলীবদ্ধ কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু আবর্তনশীল হয়, তাকে ঘূর্ণবাত বলে।
2. ক্রান্তীয় ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার উভয়দিকে ক্রান্তীয় অঞ্চলে 5 - 30 অক্ষাংশের মধ্যে মূলত সমুদ্রের উপর সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে।
3. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?
উত্তর: ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত, মেঘহীন 20-60 কিমি ব্যাস যুক্ত বৃত্তাকার নিম্নচাপ অঞ্চল অবস্থান করে, তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে।
4. সাইক্লোন কাকে বলে?
উত্তর: ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট যে প্রবল ঘূর্ণবাত ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব আফ্রিকায় তান্ডব সৃষ্টি করে তাকে সাইক্লোন বলে।
5. টর্নেডো কী?
উত্তর: মেক্সিকো উপসাগরে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় বিশ্বের সর্বাধিক ধ্বংসাত্মক, ক্ষুদ্রতম ও প্রায় ঘণ্টায় প্রায় 400-500 কিমি/ঘন্টা গতিবেগ সম্পন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় টর্নেডো।
6. জলস্তম্ভ কী?
উত্তর: টর্নেডো জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবল আকর্ষণে সমুদ্রের জলকে টেনে নিয়ে ওপরের দিকে ফোয়ারার মতো ছিটকে দেয়, একে জলস্তম্ভ বলে।
7. বালুস্তম্ভ কি?
উত্তর: টর্নেডো মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হলে বালুরাশিকে টেনে নিয়ে ওপরের দিকে ফোয়ারার মতো ছিটকে দেই, একেই বালুস্তম্ভ বলে।
8. টাইফুন কী?
উত্তর: ক্রান্তীয় পশ্চিম প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে সৃষ্ট যে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান ও দক্ষিণ চিনকে প্রভাবিত করে, তাকে টাইফুন বলে।
9. হ্যারিকেন কী?
উত্তর: ক্রান্তীয় পশ্চিম আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে প্রভাবিত করে তাকে হ্যারিকেন বলে।
10. বায়ুপুঞ্জ কী?
উত্তর: বিস্তীর্ণ স্থানব্যাপী ও অধিক গভীরতা যুক্ত কোন বায়ুস্তরের ভৌত অবস্থা প্রধানত উষ্ণতা, আদ্রতা ও উষ্ণতা হ্রাসের হার প্রায় একই প্রকার বা সমধর্মী হলে তাকে বায়ুপুঞ্জ বলে।
11. সীমান্ত কাকে বলে?
উত্তর: যে সীমানা দ্বারা ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ পৃথক থাকে, তাকে সীমান্ত বলে।
12. উষ্ণ সীমান্ত কাকে বলে?
উত্তর: সক্রিয় উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে যে সীমান্ত বরাবর ঠেলে সরিয়ে দেয়, সেই সীমান্তকে উষ্ণ সীমান্ত বলে।
13. শীতল সীমান্ত কাকে বলে?
উত্তর: সক্রিয় শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে যে সীমান্ত বরাবর ঠেলে সরিয়ে দেয়, সেই সীমান্তকে শীতল সীমান্ত বলে।
14. উৎস সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে প্রারম্ভিক পর্যায়ে যে অঞ্চল বরাবর দুটি ভিন্ন ধর্মী বৃহদায়তন বায়ুপুঞ্জ মিলিত হয়ে বা পৃথক থেকে সীমান্ত গঠিত হয়, তাকে উৎসব সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস বলে।
15. বিশ্লিষ্ট সীমান্ত বা ফ্রন্টোলাইসিস কাকে বলে?
উত্তর: যে স্থানে ভিন্নধর্মী বায়ুপুঞ্জ বিপরীত দিকে চালিত হওয়ায় সীমান্ত বিনষ্ট হয়, কাকে বিশ্লিষ্ট সীমান্ত বা ফ্রন্টোলাইসিস বলে।
16. স্কোয়াল লাইন কি?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহপথের ডানদিকে একটি রেখা বরাবর অসংখ্য ঝড়ঝঞ্ঝা-বজ্র কক্ষের সৃষ্টি হয়, তাকে স্কোয়াল লাইন বলে।
17. অক্লুডেড সীমান্ত কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বার্ধক্য পর্যায়ে শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা অধিক দ্রুতগামী হওয়ায় এক সময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উভয় সীমান্ত মিলে গিয়ে একটি সীমান্তে পরিণত হয় এই নতুন সীমান্তকে অক্লুডেড সীমান্ত বলা হয়।
18. ব্যারোট্রপিক অবস্থা কি?
উত্তর: বায়ুমণ্ডলের যে অবস্থায় সমোষ্ণ রেখা ও সমচাপ রেখা পরস্পরের সমান্তরালে অবস্থান করলে, তাকে ব্যারোট্রপিক অবস্থা বলে
19. ব্যারোক্লিনিক অবস্থা কাকে বলে?
উত্তর: বায়ুমণ্ডলের সীমান্ত অঞ্চলে উষ্ণবায়ু ও শীতল বায়ু দুটি বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে উষ্ণতা ও ঘনত্বের পার্থক্যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হলে সমোষ্ণ রেখা ও সমচাপ রেখা পরস্পরকে ছেদ করে, এই অবস্থাকে ব্যারোক্লিনিক অবস্থা বলে।
20. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে উচ্চচাপ কেন্দ্র থেকে পার্শ্ববর্তী নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বহির্মুখী অধোগামী শীতল ঘূর্ণিবায়ুকে প্রতীপ ঘূর্ণবাত বলে।
21. ত্রিকোশীয় সংবহন মডেল কী?
উত্তর: বায়ু ভূপৃষ্ঠে উল্লম্ব এবং অনুভূমিক সঞ্চালনে তিনটি বায়ু কোষের মাধ্যমে উত্তাপ ও ভরবেগ বহন করে ভারসাম্য রক্ষা করে, তাকে ত্রিকোশীয় সংবহন মডেল বলে।
22. ত্রিকোশীয় সংবহন মডেল কে উপস্থাপন করেন?
উত্তর: 1951 সালে বিজ্ঞানী পলম্যান বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশীয় সংবহন মডেল উপস্থাপন করেন।
23. হ্যাডলি কোশ কী?
উত্তর: নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে আয়ন বায়ু দ্বারা পরিচালিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে হ্যাডলি কোশ বলে।
24. ফেরেল কোশ কী?
উত্তর: উভয় গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের মধ্যে পশ্চিমা বায়ুর দ্বারা পরিচালিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে ফেরেল কোশ বলে।
25. মেরুকোশ কী?
উত্তর: উভয় গোলার্ধে মেরু প্রদেশের নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের মধ্যে মেরু বায়ু প্রভাবিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে মেরুকোশ বলে।
26. জিওস্ট্রোফিক বায়ু কাকে বলে?
উত্তর: ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ, অক্ষরেখা ও সমচাপরেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিওস্ট্রোফিক বায়ু বলে।
27. জেট বায়ু কাকে বলে?
উত্তর: উচ্চ ট্রপোস্ফিয়ার তথা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10 12 কিমি উচ্চতা সমান নিচ দিয়ে সর্পিল ভাবে পশ্চিম থেকে পূর্বে সংকীর্ণ পথে প্রবাহিত প্রবল গতিসম্পন্ন শীতল বায়ুকে জেট বায়ু বলে।
28. রসবি তরঙ্গ কাকে বলে?
উত্তর: ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের দ্রুত গতির পশ্চিমা জেটবায়ুতে যে অতি বৃহৎ আকৃতির তরঙ্গ সৃষ্টি হয় তাকে রসবি তরঙ্গ বলে।
29. ওয়াকার সার্কুলেশন কাকে বলে?
উত্তর: প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষরেখা বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত বৃহদাকৃতির বায়ুমণ্ডলীয় কোশকে বলে ওয়াকার সার্কুলেশন
30. দক্ষিণী দোলন কী?
উত্তর: এল নিনো চলাকালীন নিরক্ষীয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্র জলের উষ্ণতা পরিবর্তনের জন্য বায়ুরচাপের পরিবর্তন ঘটে পূর্বাংশ নিম্নচাপ এবং পশ্চিমবঙ্গে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর চাপের এই উল্টো অবস্থাকে দক্ষিণী দোলন বা সার্দান অসিলেশন বলা হয়।
31. ENSO বলতে কী বোঝায়?
উত্তর: ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত পরস্পর সম্পর্কযুক্ত এল নিনো(EN) এবং সার্দান অসিলেশন(SO) বা দক্ষিণী দোলনকে একত্রে ENSO বলা হয়
32. এল নিনো কাকে বলে?
উত্তর: এল নিনো শব্দের অর্থ হল দুরন্ত বালক শিশুখ্রীষ্ট। ডিসেম্বর মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু ও ইকুয়েডর উপকূলে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় বিশ্ব জলবায়ু পরিবর্তন করে, তাকে এল নিনো বলে।
33. লা নিনা কাকে বলে?
উত্তর: এল নিনোর সম্পূর্ণ বিপরীত চিত্র পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে সুশান্ত আবহাওয়া এবং পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি পাত্র আর্দ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লানিনা বলে।
34. লা নাদা কাকে বলে?
উত্তর: প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় সমুদ্রে এল নিনো ও লা নিনার মধ্যবর্তী স্বাভাবিক অবস্থাকে লা নাদা বলে।
2. ক্রান্তীয় ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার উভয়দিকে ক্রান্তীয় অঞ্চলে 5 - 30 অক্ষাংশের মধ্যে মূলত সমুদ্রের উপর সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে।
3. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?
উত্তর: ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত, মেঘহীন 20-60 কিমি ব্যাস যুক্ত বৃত্তাকার নিম্নচাপ অঞ্চল অবস্থান করে, তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে।
4. সাইক্লোন কাকে বলে?
উত্তর: ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট যে প্রবল ঘূর্ণবাত ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব আফ্রিকায় তান্ডব সৃষ্টি করে তাকে সাইক্লোন বলে।
5. টর্নেডো কী?
উত্তর: মেক্সিকো উপসাগরে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় বিশ্বের সর্বাধিক ধ্বংসাত্মক, ক্ষুদ্রতম ও প্রায় ঘণ্টায় প্রায় 400-500 কিমি/ঘন্টা গতিবেগ সম্পন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় টর্নেডো।
6. জলস্তম্ভ কী?
উত্তর: টর্নেডো জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবল আকর্ষণে সমুদ্রের জলকে টেনে নিয়ে ওপরের দিকে ফোয়ারার মতো ছিটকে দেয়, একে জলস্তম্ভ বলে।
7. বালুস্তম্ভ কি?
উত্তর: টর্নেডো মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হলে বালুরাশিকে টেনে নিয়ে ওপরের দিকে ফোয়ারার মতো ছিটকে দেই, একেই বালুস্তম্ভ বলে।
8. টাইফুন কী?
উত্তর: ক্রান্তীয় পশ্চিম প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে সৃষ্ট যে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান ও দক্ষিণ চিনকে প্রভাবিত করে, তাকে টাইফুন বলে।
9. হ্যারিকেন কী?
উত্তর: ক্রান্তীয় পশ্চিম আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে প্রভাবিত করে তাকে হ্যারিকেন বলে।
10. বায়ুপুঞ্জ কী?
উত্তর: বিস্তীর্ণ স্থানব্যাপী ও অধিক গভীরতা যুক্ত কোন বায়ুস্তরের ভৌত অবস্থা প্রধানত উষ্ণতা, আদ্রতা ও উষ্ণতা হ্রাসের হার প্রায় একই প্রকার বা সমধর্মী হলে তাকে বায়ুপুঞ্জ বলে।
11. সীমান্ত কাকে বলে?
উত্তর: যে সীমানা দ্বারা ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ পৃথক থাকে, তাকে সীমান্ত বলে।
12. উষ্ণ সীমান্ত কাকে বলে?
উত্তর: সক্রিয় উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে যে সীমান্ত বরাবর ঠেলে সরিয়ে দেয়, সেই সীমান্তকে উষ্ণ সীমান্ত বলে।
13. শীতল সীমান্ত কাকে বলে?
উত্তর: সক্রিয় শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে যে সীমান্ত বরাবর ঠেলে সরিয়ে দেয়, সেই সীমান্তকে শীতল সীমান্ত বলে।
14. উৎস সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে প্রারম্ভিক পর্যায়ে যে অঞ্চল বরাবর দুটি ভিন্ন ধর্মী বৃহদায়তন বায়ুপুঞ্জ মিলিত হয়ে বা পৃথক থেকে সীমান্ত গঠিত হয়, তাকে উৎসব সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস বলে।
15. বিশ্লিষ্ট সীমান্ত বা ফ্রন্টোলাইসিস কাকে বলে?
উত্তর: যে স্থানে ভিন্নধর্মী বায়ুপুঞ্জ বিপরীত দিকে চালিত হওয়ায় সীমান্ত বিনষ্ট হয়, কাকে বিশ্লিষ্ট সীমান্ত বা ফ্রন্টোলাইসিস বলে।
16. স্কোয়াল লাইন কি?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহপথের ডানদিকে একটি রেখা বরাবর অসংখ্য ঝড়ঝঞ্ঝা-বজ্র কক্ষের সৃষ্টি হয়, তাকে স্কোয়াল লাইন বলে।
17. অক্লুডেড সীমান্ত কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বার্ধক্য পর্যায়ে শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা অধিক দ্রুতগামী হওয়ায় এক সময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উভয় সীমান্ত মিলে গিয়ে একটি সীমান্তে পরিণত হয় এই নতুন সীমান্তকে অক্লুডেড সীমান্ত বলা হয়।
18. ব্যারোট্রপিক অবস্থা কি?
উত্তর: বায়ুমণ্ডলের যে অবস্থায় সমোষ্ণ রেখা ও সমচাপ রেখা পরস্পরের সমান্তরালে অবস্থান করলে, তাকে ব্যারোট্রপিক অবস্থা বলে
19. ব্যারোক্লিনিক অবস্থা কাকে বলে?
উত্তর: বায়ুমণ্ডলের সীমান্ত অঞ্চলে উষ্ণবায়ু ও শীতল বায়ু দুটি বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে উষ্ণতা ও ঘনত্বের পার্থক্যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হলে সমোষ্ণ রেখা ও সমচাপ রেখা পরস্পরকে ছেদ করে, এই অবস্থাকে ব্যারোক্লিনিক অবস্থা বলে।
20. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে উচ্চচাপ কেন্দ্র থেকে পার্শ্ববর্তী নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বহির্মুখী অধোগামী শীতল ঘূর্ণিবায়ুকে প্রতীপ ঘূর্ণবাত বলে।
21. ত্রিকোশীয় সংবহন মডেল কী?
উত্তর: বায়ু ভূপৃষ্ঠে উল্লম্ব এবং অনুভূমিক সঞ্চালনে তিনটি বায়ু কোষের মাধ্যমে উত্তাপ ও ভরবেগ বহন করে ভারসাম্য রক্ষা করে, তাকে ত্রিকোশীয় সংবহন মডেল বলে।
22. ত্রিকোশীয় সংবহন মডেল কে উপস্থাপন করেন?
উত্তর: 1951 সালে বিজ্ঞানী পলম্যান বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশীয় সংবহন মডেল উপস্থাপন করেন।
23. হ্যাডলি কোশ কী?
উত্তর: নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে আয়ন বায়ু দ্বারা পরিচালিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে হ্যাডলি কোশ বলে।
24. ফেরেল কোশ কী?
উত্তর: উভয় গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের মধ্যে পশ্চিমা বায়ুর দ্বারা পরিচালিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে ফেরেল কোশ বলে।
25. মেরুকোশ কী?
উত্তর: উভয় গোলার্ধে মেরু প্রদেশের নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের মধ্যে মেরু বায়ু প্রভাবিত যে বায়ুসংবহন কোশের মাধ্যমে তাপ ও ভরবেগের সঞ্চালন হয়, তাকে মেরুকোশ বলে।
26. জিওস্ট্রোফিক বায়ু কাকে বলে?
উত্তর: ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ, অক্ষরেখা ও সমচাপরেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিওস্ট্রোফিক বায়ু বলে।
27. জেট বায়ু কাকে বলে?
উত্তর: উচ্চ ট্রপোস্ফিয়ার তথা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10 12 কিমি উচ্চতা সমান নিচ দিয়ে সর্পিল ভাবে পশ্চিম থেকে পূর্বে সংকীর্ণ পথে প্রবাহিত প্রবল গতিসম্পন্ন শীতল বায়ুকে জেট বায়ু বলে।
28. রসবি তরঙ্গ কাকে বলে?
উত্তর: ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের দ্রুত গতির পশ্চিমা জেটবায়ুতে যে অতি বৃহৎ আকৃতির তরঙ্গ সৃষ্টি হয় তাকে রসবি তরঙ্গ বলে।
29. ওয়াকার সার্কুলেশন কাকে বলে?
উত্তর: প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষরেখা বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত বৃহদাকৃতির বায়ুমণ্ডলীয় কোশকে বলে ওয়াকার সার্কুলেশন
30. দক্ষিণী দোলন কী?
উত্তর: এল নিনো চলাকালীন নিরক্ষীয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্র জলের উষ্ণতা পরিবর্তনের জন্য বায়ুরচাপের পরিবর্তন ঘটে পূর্বাংশ নিম্নচাপ এবং পশ্চিমবঙ্গে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর চাপের এই উল্টো অবস্থাকে দক্ষিণী দোলন বা সার্দান অসিলেশন বলা হয়।
31. ENSO বলতে কী বোঝায়?
উত্তর: ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত পরস্পর সম্পর্কযুক্ত এল নিনো(EN) এবং সার্দান অসিলেশন(SO) বা দক্ষিণী দোলনকে একত্রে ENSO বলা হয়
32. এল নিনো কাকে বলে?
উত্তর: এল নিনো শব্দের অর্থ হল দুরন্ত বালক শিশুখ্রীষ্ট। ডিসেম্বর মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু ও ইকুয়েডর উপকূলে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় বিশ্ব জলবায়ু পরিবর্তন করে, তাকে এল নিনো বলে।
33. লা নিনা কাকে বলে?
উত্তর: এল নিনোর সম্পূর্ণ বিপরীত চিত্র পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে সুশান্ত আবহাওয়া এবং পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি পাত্র আর্দ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লানিনা বলে।
34. লা নাদা কাকে বলে?
উত্তর: প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় সমুদ্রে এল নিনো ও লা নিনার মধ্যবর্তী স্বাভাবিক অবস্থাকে লা নাদা বলে।