নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর - 2

নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর  - 2
Class 9 Geography MCQ
1. পৃথিবী আবর্তন করছে
A. পূর্ব থেকে পশ্চিমে     B. পশ্চিম থেকে পূর্বে
C. উত্তর থেকে দক্ষিণে   D. দক্ষিণ থেকে উত্তরে
 
2. নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরুব্যাস যত কিমি কম, তা হল  
A. 40       B. 41
C. 42       D. 43
 
3. উত্তর গােলার্ধে দিন সবচেয়ে বড়াে হয়
A. 21 মার্চ            B. 21 জুন
C. 23 সেপ্টেম্বর    D. 22 ডিসেম্বর
 
4. সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়  
A. ঊষা          B. প্রভাত
C. ভাের       D. গােধূলি
 
5. পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা হল  
A. নিরক্ষরেখা     B. কর্কটক্রান্তিরেখা
C. সুমেরুবৃত্ত       D. সুমেরু
 
6. পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়
A. 0° দ্রাঘিমার স্থানীয় সময়কে
B. 82°30' দ্রাঘিমার স্থানীয় সময়কে
C. 180° দ্রাঘিমার স্থানীয় সময়কে
D. 90° দ্রাঘিমার স্থানীয় সময়কে
 
7. ভঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের  
A. হিমালয় পর্বত    B. পশ্চিমঘাট পর্বত
C. সাতপুরা পর্বত   D. বিন্ধ্য পর্বত
 
8. ভারতের সর্বোচ্চ মালভূমি হল
A. ছােটোনাগপুর        B. তিব্বত
C. পামির                    D. লাদাখ
 
9. স্ক্রি বা ট্যালাস সৃষ্টি হয়
A. ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়ায়    B. শল্কমোেচনে
C. প্রস্তর চাই খণ্ডীকরণে            D. তুষারের কাজে
 
10. শিলায় মরচে পড়ে যে আবহবিকার প্রক্রিয়ায় তা হল  
A. অক্সিডেশন        B. কার্বোনেশন
C. হাইড্রেশন          D. সলিউশন
 
11. হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক হয় তা হল  
A. অগ্ন্যুৎপাত        B. ভূমিকম্প
C. খরা                 D. বন্যা
 
12. যেসব মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে তাদের বলে  
A. Man           B. MAN
C. MEN          D. MON
 
13. সর্বোৎকৃষ্ট কয়লা হল
A. পিট                   B. লিগনাইট
C. অ্যানথ্রাসাইট      D. বিটুমিনাস
 
14. পশ্চিমবঙ্গের জন্ম হয়  
A. 1947 সালে         B. 1951 সালে
C. 1971 সালে         D. 1972 সালে
 
15. 'তরাই' কথার অর্থ  
A. স্যাতসেঁতে ভূমি        B. দুয়ার
C. অনুচ্চ টিলা              D. কঁকরময় স্থান
 
16. পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হল  
A. চা শিল্প          B. লােহা ইস্পাত শিল্প
C. বস্ত্র শিল্প         D. পাট শিল্প
 
17. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা
A. উত্তর দিনাজপুর         B. দক্ষিণ 24 পরগনা
C. পশ্চিম বর্ধমান           D. আলিপুরদুয়ার
 
18. টাইগার হিল যে শহরের কাছে আছে, তা হল  
A. দার্জিলিং        B. মিরিক
C. কার্শিয়াং        D. কালিম্পং
 
19. পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হল  
A. ওয়াল ম্যাপ       B. টোপােশিট
C. মানচিত্র            D. গ্লোব
 
20. মুখ্য গৌণ বিভাগ থাকে
A. বিবৃতিমূলক স্কেলে         B. ভগ্নাংশসূচক স্কেলে
C. রৈখিক স্কেলে                 D. ভার্নিয়ার স্কেলে

Theme images by chuwy. Powered by Blogger.
close