একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 10 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 10 | XI Geography

XI - MCQ Mock Test

 1. 'মৃত্তিকা ভূগােলের জনক' ছিলেন
A. হান্টিংটন         B. হামবােল্ড
C. টলেমি             D. ডকুচেভ
 
2. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদটি হল
A. ধূমকেতু মতবাদ        B. নীহারিকা মতবাদ
C. গ্যাসীয় মতবাদ         D. গ্রহাণুতত্ত্ব মতবাদ
 
3.ভূত্বকের গড় গভীরতা কত
A. 20 KM               B. 30 KM
C. 40 KM               D. 50 KM
 
4. রিখটার স্কেল দ্বারা ভূমিকম্পের যা পরিমাপ করা হয়, তা হল
A. মাত্রা              B. ক্ষয়ক্ষতি
C. দিক         D. শক্তি
 
5. পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম হল
A. সান্ আন্দ্রিজ চ্যুতি         B. নর্মদা চ্যুতি
C. হিমালয়ান চ্যুতি            D. কারাকোরাম চ্যুতি
 
6. হারকুলেনিয়াম এবং পম্পেই শহর দুটি ধ্বংস হয়ে গিয়েছিল কোন ধরনের অগ্ন্যুৎপাতের ফলে
A. ভলকানাে          B. প্লিনীয়
C. স্ট্রম্বােলি            D. এটনা-ভিসুভিয়াস
 
7. ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম হল
A. ওব খাত           B. মারিয়ানা খাত
C. সুন্দা খাত         D. রােমান খাত
 
8. নিরক্ষীয় অঞলে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা
A. 35° সে            B. 27° সে
C. 30° সে            D. 25° সে
 
9. বেরিং স্রোত দেখা যায়
A. প্রশান্ত মহাসাগরে       B. আটলান্টিক মহাসাগরে
C. ভারত মহাসাগরে      D. কুমেরু মহাসাগরে
 
10. একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত অধ্যয়নকে বলে
A. অটইকোলজি          B. ইকোলজি
C. ইকোসিস্টেম           D. সিনইকোলজি
11. জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে বলা হয়
A. ইকোটোন           B. বায়োেম
C. হ্যাবিট্যাট          D. ইকোলজিক্যাল নিচ্
 
12.বস্তুর কার্যকারিতাই সম্পদউক্তিটি কার
A. লিন্ডেম্যান            B. ট্যান্সলে
C. হেকেল                 D. জিমারম্যান
 
13. ধুনাে যে গাছের নির্যাস, তা হল
A. মেহগনি         B. বাবলা
C. পাইন             D. শাল
 
14. অবলুপ্ত বনভূমি হল
A. প্রবহমান সম্পদ                    B. অবাধ সম্পদ
C. অবরুদ্ধ প্রবহমান সম্পদ       D. পূরণশীল সম্পদ
 
15. একটি অ্যানড্রোমাস মৎস্য হল
A. ইলিশ           B. হেক
C. ইল              D. কড
 
16. কানাডার সর্বাধিক ভূমি ব্যবহৃত হয়
A. কৃষিকাজে         B. পশুচারণে
C. বনভূমিতে        D. খননকার্যে
 
17. ভারতের দীর্ঘতম সেচখাল
A. ইন্দিরা গান্ধি খাল        B. উচ্চগঙ্গা খাল
C. সারদা খাল                 D. আগ্রা খাল
 
18. পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি হল
A. কিরকুক          B. সাফানিয়া
C. ঘাওয়ার          D. ধাহরান
 
19. শিল্পে বেশি ব্যবহৃত হয় যে ধরনের লােহা তা হল
A. হেমাটাইট           B. লিমােনাইট
C. ম্যাগনেটাইট       D. সিডেরাইট
 
20. গুজরাটের চারঙ্ক কীসের জন্য বিখ্যাত
A. বায়ুশক্তি কেন্দ্র        B. ভূ-তাপীয় শক্তি কেন্দ্র
C. জলবিদ্যুৎ কেন্দ্র       D. সৌরবিদ্যুৎ কেন্দ্র

Theme images by chuwy. Powered by Blogger.
close